![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহাহা! এই পোস্টের শিরোনাম দেখে চমকে উঠলেন?? আপনাদেরকে যুক্তি খন্ডণের সময় আর সুযোগ দেয়া হবে তো
আগে আসেন কি কি সুবিধা আমরা পেতে পারি যা আমরা নিচ্ছি নাঃ
>> হাওর অঞ্চলে ধান কেটে আনার জন্যে শ্রমিকের অভাব আছে এখন, সেখানে আমরা ওদের পাঠিয়ে দিতে পারি
>> যেহেতু সত্যিকারের ডাক্তারেরা করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সঠিক সরঞ্জামের অভাবে করোনা আক্রান্তের ঝুঁকিতে আছেন, এদেরকে আমরা প্রাথমিক চিকিত্সার প্রশিক্ষণ দিয়ে বাকি অন্যান্য রোগীদের প্রাথমিক চিকিত্সায় কাজে লাগাতে পারি।
>> এরা সবাই একেকজন বিভিন্ন বিষয় মুখস্ত করার জাহাজ। এদেরকে আমরা জিনোম গবেষণা বা ভাইরোলজির ওপরে বিশেষ কিছু জিনিস মুখস্ত করার কাজে লাগিয়ে দিতে পারি। আশা করি, বছরখানেকের মধ্যে ভালো ফলাফল পেয়ে যাব।
>> যেহেতু ওরা প্রশাসনের লোক হিসেবে জনগণের ওপরে কন্ট্রোল আনতে ব্যর্থ হয়েছে, ওদেরকে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে প্রশিক্ষণে পাঠাতে পারি, কীভাবে সবাইকে কন্ট্রোল করতে পারে?
>> উত্তর কোরিয়াতে কিছু এক্সপোর্ট করতে পারি যাতে তারা শিখে আসতে পারে কিভাবে তথ্য গোপন আর প্রচার না করা যায়, বিশ্বাসযোগ্য উপায়ে!!
প্রাথমিক শিক্ষা নিয়ে একটা লেখা লিখেছিলাম কয়েকদিন আগে, সেটার একটা দ্বিতীয় পর্ব লেখার ইচ্ছে আছে, এখন মনে হচ্ছে, আগে সরকারের প্রাথমিক শিক্ষার দরকার। কেন দরকার সেটার পয়েন্টগুলো বলছিঃ
মনে হচ্ছে আরও ডাক্তার আমাদের দরকার, সেটা বুঝতে তো কঠিন কোনও রকেট সাইন্সের দরকার নাই, এটা বোঝার জন্যে দরকার প্রাথমিক শিক্ষা, যেটা সরকারের নীতি নির্ধারকদের নাই বলেই আপাতত মনে হচ্ছে
মনে হচ্ছে, মানুষের মধ্যে আরেকটু সচেতনতা দরকার, সেটার জন্যে লাগবে প্রাথমিক শিক্ষা যেটা দিতে আর নিতে আমরা ব্যর্থ সম্পূর্ণভাবে
মনে হচ্ছে, পারিবারিক বন্ধন বলতে যে মিথ আমাদের দেশে প্রচলিত, তার তুলনায় পশ্চিমা বিশ্বের পরিবারবিহীন ব্যবস্থা (১৮ বছরের পরে, যে যার নিজের পথ দেখ) বেশি ভালো (গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা প্রবাহের আলোকে), সেখানেও প্রাথমিক শিক্ষার অভাব।
উপরের কয়েকটা বিষয় মানুষকে বা সরকারকে বোঝানোর জন্যেও আমরা সেই উচ্চশিক্ষিত বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারি!!
২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: উহু, সরকার মনে করে যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নেয়া হয়, তাহলে তারা আসলে ভালো কাজ করে ফেলতে পারে, তাই বিভিন্ন জায়গা থেকে শুধু মুখস্ত বিদ্যায় পারদর্শী কয়েকটা পুতুল নিয়ে আসে। এরপরে শুরু হয় হযবরল প্রশিক্ষণের সার্কাস
২| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: ভালো।
২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই আরও কিছু মাথায় আসলে যোগ করতে পারেন
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: সরকার মনে তারাই জ্ঞানী । আর আমরা বোকা ।