![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
তোমার দেশে রাত্রি নাকি এখন?
আমার আকাশ আঁধার জেনো তখন।
আঁধার নাকি? নেই বুঝি তাই আলো?
আসবো চলে, যদি তুমি বলো।
দু চোখ তোমার ঘুমে বুঝি কাদা?
জেগে আমি, সামনে কাগজ সাদা।
লিখবো কি যে, সবটা জুড়ে তুমি
জানি তো খুব, তোমার বুকেও আমি।
খুব করে চাও এই আমিটা তুমি?
নেবে এসো, এসো বৃষ্টি হয়ে নামি।
©somewhere in net ltd.