নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুরের হাসপাতালরা দেখতে কেরম?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬



আমারও একটা বান্ধবী আছে। সারাটা দিন তার খালি অসুখ অসুখ ভাব থাকে। কিন্তু চিকিৎসার কথা বললে আমারে সরকারি মাল গালি দিয়ে ঝামটা মারে।

অথচ দেখেন! আমি ভুলেও সরকারের লোক না! বস্তুত এইটাই তার অসুখ অসুখ।

এখন বান্ধবীর আমার অসুখ অসুখের চিকিৎসা ও ঝামটা অসুখের চিকিৎসা লাগবে। আমিও আমার বান্ধবীরে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দিতে চাই। কয় টেকা লাগবে? সরকার কি আমারে হেল্প দিবে? অবশ্য গ্রামীণ ব্যাংক ঋণ দিলেও হবে।

আফটার অল ঋণ করে হলেও আমি উদ্যোক্তা হতে রাজি।

ইয়ে... আমারেও সঙ্গে যাইতে হবে কিন্তু। আমি তো আর দেশ চালাই না! সঙ্গে গেলে দেশ ফ্রিজ হয়ে যাবে— ঘটনা এমন না।

দেশ গরম আছে, গরমই থাকবে। ...চাহে তো আরও গরম হবে।

তারা তো এক লগে গেল না। মনে হয়... না হয় আমরাই দুজনে মিলেমিশে সিঙ্গাপুরে গেলাম গা। সিঙ্গাপুরের হাসপাতালও দেখলাম, বান্ধবীর চিকিৎসাও নিলাম আবার একটা হানিমুন হানিমুন ভাব করে ঘোরাঘুরিও করলাম!

আচ্ছা, সিঙ্গাপুরের হাসপাতালরা দেখতে কেরম?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



১২ ব্লগিং করার পরও টং দোকানে ব্লগার?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

মুবিন খান বলেছেন: টং দোকানে যাওয়া লোকজন ব্লগার হতে পারবে না—এই আইনটা কোথায় আছে দেখালে উপকৃত হওয়া যেত।

ভালো কথা, 'টং দোকান' বিষয়ক শ্রেণি বিন্যাস ভাল্লাগা হয়েছে।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি কোন সালে এসএষসি দেিয়েছিলেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

মুবিন খান বলেছেন: আপনি ব্যক্তিগত প্রশ্ন এভাবে পাবলিকলি জিজ্ঞেস করতে পারেন না। তবে এটুকু জেনে রাখুন, বয়সে আপনি অনেক ছোটই হবেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২

Spirit বলেছেন: জেনারেশন একাত্তরকে বলছি, আপনার চোখ আছে তো? না অন্ধ আপনি? আবু সাইদকে তো দিন-দুপুরে ক্যামেরার সামনেই হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে সেটা জানতে অনলাইনে সার্চ দিয়ে ভিডিওটা দেখে নিবেন, যদি আপনার চোখ থাকে।
আপনি তো আপনার পেয়ারা হাসু আপা আর হাম্বালীগের কোনো অপরাধই দেখেন না। এতো পেয়ারা হলে একটু কষ্ট করে হাসু আপার হেলিকপ্টারে.....।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: মুবীন সাহেব, উপরের প্রশ্নকর্তা ৭২ সালের এসএসসি ফেল, এছাড়াও বিভিন্ন রকমের কম দামের নেশায় আসক্ত; এজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অসংলগ্ন কথা বলে থাকে।

পোষ্ট দারুন হয়েছে।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

বিজন রয় বলেছেন: সিঙ্গাপুরের হাসপাতালরা দেখতে কেরম?

আমি কখনো যাইনি বা দেখিনি, তাই বলতে পারবো না।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৪

ঢাবিয়ান বলেছেন:

এই দেখেন মাউন্ট এলিজাবেথ হস্পিটাল। এইখানের রুগীরা মুলত বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ও এরাবিয়ান। সিঙ্গাপুরের মন্ত্রী, এম্পিরা এইখানে যায় না। তারা জনগনের সেবায় নিয়োজিত সরকারী জেনারেল হস্পিটালে চিকিৎসা করাতে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.