নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

Fuck ICC

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২০

এটা জ্বলজ্বলে উজ্বল, এটা বিশুদ্ধ পানির মতন স্বচ্ছ, ICC আর ভারতীয় ক্রিকেট বোর্ড সমার্থক। মাশরাফির ডিরেক্ট লেগ বিফোর উইকেটকে মিলিমিটারের ভ্রমে ফেলে বাংলাদেশকে হারার দিকে ঠেলে দিলো। ২ টা আম্পায়ার (১ম এবং ৩য় আম্পায়ার) এত তাড়াতাড়ি ডিসিশন দিয়ে দিল কার স্বার্থে? জানি প্রশ্ন করে লাভ নেই। উত্তর সবার জানা।



বাংলাদেশের বাঘরা- আমরা তোমাদের নিয়ে গর্বিত।

ধিক্কার ক্রিকেটের কুলীন সমাজ, জেনে রেখো- দিন সবার সমান যায় না।



মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬

মিতক্ষরা বলেছেন: এত আক্ষেপ করবেন না। ভারত যেমন ধীরে ধীরে নিজের অবস্থান পৃথিবীতে শক্ত করেছে, বাংলাদেশও তা করবে ইনশাল্লাহ। খেলায় হারজিত আছেই। কিন্তু খেলায় কখনও হাল ছাড়তে নেই। বাংলাদেশ দল শেষ রক্ত বিন্দু দিয়ে খেলুক সেটাই প্রত্যাশা। জয় পরাজয় তো আল্লাহর হাতে।

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪০

মুচি বলেছেন: আমাদের সীমিত সামর্থ্যে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। সুদিন হয়তো দূরে তবুও অপেক্ষায় আছি।

২| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

শামসুন হাসনাত বলেছেন: বাংলাদেশ অনেক ভালো করছে। আমরা তাদের নিয়ে গর্বিত। প্রতিযোগিতা কারও সাথে নয় নিজের সাথে। তাই বাংলাদেশ যদি মন প্রাণ দিয়ে খেলে, নিজের সবটুকু সামর্থ্য উজাড় করে দেয় তাহলে অবশ্যই তারা জিতবে। আমরা হতাশ নই।

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

মুচি বলেছেন: আমরা সাফল্য চাই।

৩| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

মাথা নষ্ট সিপাহি বলেছেন: ঐসব বিতর্কিত আউট নিয়ে বাংলাদেশ জিততে পারে না, জিতবে জলের মত ক্লিয়ার আউট নিয়ে অথবা হারবে জলের মত ক্লিয়ার হয়ে

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

মুচি বলেছেন: জলের মত ক্লিয়ার আউটই দেয় না, আর এটা তো আর স্ট্যাম্পেই লাগে নাই।
ভাই এসব ছোটখাট ব্যপার অনেক বড় ফ্যাক্ট হয়ে দাড়ায়। বুঝতেই পারছেন।

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

মুচি বলেছেন: ভাই আর কত জলের মত ক্লিয়ার আউটকে নট আউট দেখতে চান?

৪| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

সাবু ছেেল বলেছেন: আজ ভারতকে জিততেই হবে,কারণ ভারত হারলে এবারের বিশ্বকাপে আই ছিঃছিঃ'র মুনাফা কম হপে যে!!

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮

মুচি বলেছেন: ভাই ঠিক ধরেছেন।

৫| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১১

এনজেল_৭৭৭ বলেছেন: Very simple thing is that if they want to give away the trophy to india ,,,,why this drama??????????? india are shame of cricket and ICC for the whole world.

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮

মুচি বলেছেন: সেটাতো বিশ্ববাসীর প্রশ্ন !

এ নাটক না বসালে তো আর টাকা গুলো হাতানো যেত না, সে জন্যই বোধহয় আই ছি: ছি: বিশ্বকাপ আয়োজন।

৬| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

সািদকআরকে বলেছেন: খেলার দরকার কি? ইন্দিয়ান কুত্তা দের দেকে কাপ তা দিয়া দিলেই পারে

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

মুচি বলেছেন: দিবেই কিন্তু তার আগে একটা বলিউডি ফাউল মুভি দেখিয়ে তারপর কাপটা নিবে আর কি। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.