নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ছাত্রাবস্থায় মৃত্যু মানেই যেমন মেধাবী, তেমনি ব্লগে নিক থাকাবস্থায় খুন মানেই বিশেষ কেউ

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

আজ এই আধুনিক অন্তর্জালীয় জীবনে নানান ব্লগে বহুলোকের account আছে এবং সেখানে লেখালেখি টুকটাক অনেকেই করে। তাদের কেউ যদি খুন হয়, তবে খুনীর শাস্তি হওয়া অবশ্যই উচিত, কারণ নরহত্যা মহাপাপ । কিন্তু " ব্লগার খুন, আবার ব্লগার খুন, বিশিষ্ট ব্লগার খুন"... LOL । এইসব লুলীয় কথা ছাড়ুন। একজন লোক খুন হল, তার আত্মার মাগফিরাত কামনা করুন। ব্লগার মানেই বিশেষ কিছু নয়, এটা পাবলিক বোঝে। এটাকে ট্রেন্ড বানানোর কিছু নাই হে মিডিয়া । ব্লগে কারো নিক থাকলেই সে সুশীল নাস্তিক অথবা উগ্র জঙ্গী হয়ে গেল না । দেশের সকল মানুষ (ব্লগারসহ) জীবনের নিরাপত্তা পাক। যে সকল ব্লগার মারা গেছেন ভালো মানুষ হলে অবশ্যই জান্নাতবাসী হোক।

বি.দ্রঃ ছাত্র ক্লাসে ক্লাসে ফেইল করা হোক, গাধামার্কা হোক, Dumbest ever student টিও ছাত্রাবস্থায় মারা গেলে সে মেধাবী হিসেবেই মৃত্যুবরণ করে। থাক আর কিছু কমু না- আমারও ব্লগে নিক আছে- শেষে আল্লাহ না করুক যদি কিছু হয় ! দোয়া চাই, মাফও চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.