নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫



একটা গল্প ছিল-
আদিগন্ত ব্যথার মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র সুখের গল্প,
অহর্নিশি কষ্ট ভুলে প্রাণ খুলে হাসার গল্প,
দুর্বিনীত হতাশাতে অনেক অনেক আশার গল্প।





#অভি

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

শাহিন বিন রফিক বলেছেন: গল্প নাই শুধু শিরোনাম নাম দিলে হবে কি?

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

মুচি বলেছেন: ধন্যবাদ।

আপনি হয়তো বুঝতে পারেন নি। কিছু মনে করবেন না, কবিতা আপনার জন্য নয়।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্প ছিল, হারিয়ে গেছে?

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

মুচি বলেছেন: এটাই গল্প। অনেক দু:খ-কষ্ট-হতাশার মাঝেও জীবন এগিয়ে চলে, মানুষ স্বপ্ন দেখে, আশায় বেঁচে থাকে। প্রতিটা জীবনই এমন। এটাই জীবনের গল্প- In a nut shell.

ধন্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

শাহিন বিন রফিক বলেছেন:


কবিতা আপনার জন্য নয়।
এটা কিন্তু বাস্তব কথা বলেছেন, গত কয়েক বছর ধরে ব্লগে থেকেও কবিতা খুব ভাল বুঝতে শিখিনি।
একটু আপনার ব্যাক্তিগত আলাপ করি যদি মাইন্ড না করেন,----
আপনিতো জুতার নতুন ডিজাইন আবিস্কারক, আপনার নতুন ডিজাইন খুব শ্রীগ্রই মার্কেট হবে কি?
এই সেক্টর বাংলাদেশে বর্তমানে কেমন করছে, এর ভবিষ্যত কি খুব ভাল মনে করেন আপনি?
এতগুলো প্রশ্ন করলাম জানার আগ্রহ থেকে, প্লিজ কিছু মনে কইরেন না আবার।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

মুচি বলেছেন: আমি ফুটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি জুতার ডিজাইন আবিষ্কারক নই। ডিজাইন করতে শিখেছি, নতুন ডিজাইন করতে পারি।

আমি বর্তমানে জুতার সেক্টরে নেই। সুতরাং আমার ডিজাইনের জুতা মার্কেটে আসার সম্ভাবনা নেই।

এই সেক্টরে বাংলাদেশ একসময় বেশ ভালো করছিল, কিন্তু বর্তমানে গ্রোথ অনেক কমে গিয়েছে। ভিয়তনামের মত কিছু দেশ নতুনভাবে জুতার সেক্টরে এসে বাংলাদেশের বাজার সংকুচিত করে ফেলেছে।

যতদিন মানুষ আছে, ততদিন জুতা লাগবে, সুতরাং ভবিষ্যৎ ফকফক্কা উজ্জ্বল না হলেও, একেবারে মন্দ নয়।

ধন্যবাদ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: গল্প ক্ষুদ্র হলেও গভীর অর্থ সম্পন্ন। ভালো লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০১

মুচি বলেছেন: ধন্যবাদ। গল্পটা ঘুরেফিরে এরকমই হয়, চলতে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.