নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ব্যাটসম্যানেরা কোন ধরনের বল খেলতে ভালোবাসে?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৫



টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে পয়েন্ট ব্যবধান বাড়াতে যেয়ে টেস্ট শুরু করতে না করতেই শেষের দৃশ্য চোখে পড়ছে।

কিছুদিন আগে আফগানিস্তানের সাথে টি-২০ তে ধবল ধোলাইয়ের পর কোন এক ভাইকে বলতে শুনেছিলাম, এরা স্পিন বল ভালো খেলতে পারে না। এজন্য এদের ওপর আমাদের রোষানল বর্ষণ করা ঠিক না।

আজকে ওয়েস্ট ইন্ডিজ যেয়ে টেস্টে পেস বোলিং খেলতে পারে না। তাহলে আমার জানতে ইচ্ছা হয়, আমাদের ব্যাটসম্যানরা আসলে কি ধরনের বল খেলতে পারেন?

তাদের জন্য কি টেনিস বল দিয়ে বল করবে প্রতিপক্ষের বোলাররা? নাকি তাদের জন্য ঘন্টায় ২০ কিমি গতিতে বল তুলে দিবে?

প্রশ্ন হচ্ছে লজ্জার দিন আর কতদিন চলবে?

তবে যতদূর মনে হচ্ছে, ফুটবল বিশ্বকাপের সময় ক্রিকেট নিয়ে ভাবনার মত অবস্থায় নেই আমাদের ফুটবল পাগল ক্রিকেটাররা। আমরা টেস্ট খেলতে পারি না। আবার টি-২০ ও খেলতে পারি না !!! ওয়ানডের অবস্থা তথৈবচ।

এরচেয়ে মেয়েদের মধ্যে একটু আশা দেখা যাচ্ছে। ওদেরকে ঠিকমতো সুযোগ-সুবিধা দিয়ে যদি কিছু করা যায়। বোর্ডের প্রতি সেই আহ্ববান রইল।

দিনশেষে তবুও আকাঙ্খা ঘুরে দাঁড়াক বাংলাদেশ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৭

রাকু হাসান বলেছেন: দুঃখজনক ..।এমন খেলায় ,তবে তা খেলার অংশ, হতেই পারে ! আফগানিস্থানের যে স্পিন আক্রমণ সেটা বিশ্বমানের ,এমন স্পিন আক্রমণে প্রাকটিস ও পর্যন্ত করেনি ,শুধু বাংলাদেশ নয়,আফগানদের সাথে টি২০তে যে কোন দলের জন্য হুমকি তাদের বোলিং লাইন আপ । নবীন দল বলে অবজ্ঞা করার সুযোগ নেই । খারাপ দিন আসে ,আসবে । আশা ছেড়ে দিলে কিভাবে ভাই!! বাংলাদেশ খারাপ খেললে খারাপ লাগে না ,কেননা জয় আসছে ,,বিজয় উল্লাস করবো বলে । তার চেয়ে বরং আমরা পাশে থাকি তাদের ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

মুচি বলেছেন: অবজ্ঞা আফগানিস্তানকে করছি না, করছি আমাদের টাইগার নামধারী হতচ্ছাড়া টিমকে। দিন যায়, তবু এদের উন্নতির কোন ইচ্ছাই বোধহয় নেই। এরা খেলা পারে না, পারে শুধু স্টারডমে পাগল আল্ট্রা মডার্ণ নারীদের সাথে প্রেম করতে।

২| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৯

রিফাত হোসেন বলেছেন: ....ভাষা হারিয়ে ফেললাম।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

মুচি বলেছেন: আর ভাষা। ফুটবলের উন্মাদনায় তা-ও এই দুঃখ অতটা লাগছে না। অন্য সময় হলে কি যে হতো !!

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বলার নাই।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

মুচি বলেছেন: আসলেই ভাই।

অফটপিকঃ নতুন ছবিতেও কিন্তু ভালো লাগছে।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

ইমরান আশফাক বলেছেন: আমাদের মাটিতে নামতে হবে। এই ধাক্কাটার দরকার ছিল। যদিও আমি খুব বেশী আশাবাদী নই।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

মুচি বলেছেন: ভাই মাটি আর কত নিচে !! নামতে নামতে তো পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছে এ দল। :(

৫| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশের ব্যাটসম্যানেরা কোন ধরনের বল খেলতে ভালোবাসে? টেনিস বল। =p~

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫১

মুচি বলেছেন: সেটাই হচ্ছে কথা। কোন একজন ব্যাটসম্যান যে কোন এক দিকে দুর্বল থাকতেই পারে। কিন্তু তার শক্তির জায়গা দিয়ে দুর্বলতাকে আচ্ছাদন করতে পারলেই না সে প্লেয়ার। অযথাই ফিবছর কোটি কোটি টাকা খরচ করে একজনের কাছ থেকে কি পাচ্ছি? ১০/১৫/২০ ম্যাচ পর একদিন একটু খেলে আবার ১-২ বছর পর এক ম্যাচ একটু খেলা!! কি দরকার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.