নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীন ভাষায় সাহসী উচ্চারণ

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আরবি ম্যাগাজিন ‘আলহেরা’

মুফতি মুহাম্মাদ শোয়াইব › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বন্ধুদের প্রতি

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২২


একটি বিষয় আমাকে বেশ কিছু দিন যাবত খুব পীড়া দিচ্ছে । আমি অস্বস্তি বোধ করছি বাংলা ভাষার প্রতি আমাদের র্নিমম অত্যাচার দেখে । আমরা যারা ব্লগে লিখি তাদের ভাষার অশুদ্ধতা লজ্জাজনক পযার্য়ে পৌঁছেছে । যা আমাদের না হোক অন্তত ব্লগের মান নষ্ট করার জন্য যথেষ্ট । বাংলা ভাষার যে ভুলটি সবচেয়ে বেশি অর্মাজনীয়, সেটি হচ্ছে ‘বানান ভুল’ । আর সে অর্মাজনীয় ভুলটিই আমাদের লেখায় প্রকটভাবে ধরা পরছে ।হরহামেশা আমরা ভুল বানানে লিখছি । যা দেখে যে কোনো ভাষা প্রেমিক অসুস্থতা বোধ করা স্বাভাবিক ।পৃথিবীর কোনো ভাষায় এত বেশি বানান ভুলের নজির নেই ।সব সময় যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষার জন্য জীবন দিলাম, তাজা রক্ত দিলাম, যে ভাষাকে আমরা ভালোবাসি, সে ভাষার ‘বানান র্দুবলতা’ এর মতো একটি সামান্য বিষয় যদি আমরা কাটিয়ে উঠতে না পারি তাহলে তো এটাই প্রমাণিত হলো, আমরা আসলে ভাষার মর্যাদাই দিতে জানি না । যারা এই ভাষার জন্য শহিদ হলেন তাদের প্রতি সম্মান জানাতে পারি না । ইংরেজী বষপঞ্জীর ফেব্রুয়ারী মাসের একুশ তারিখে যারা শহীদ মিনারে ফুল দেন, শহীদানের আত্মার শান্তি কামনায় নাচ-গান আর নাটক মঞ্চস্থ করেন, তাদের অন্তত ভাবা উচিত, অশুদ্ধ বানানে লেখলে আমাদের শহীদগণের আত্মা শান্তি পাবে কি না ? যে ভাষার জন্য তারা যুদ্ধ করলেন, শহীদ হলেন, সেই ভাষার যদি এই দৈন্য অবস্থা দেখতেন, তাহলে নিশ্চিত তারা শুদ্ধ ভাষার জন্য অরো একটি যুদ্ধে নেমে পড়তেন ।
যে কোনো ভাষার বিশুদ্ধ বানান খুবই গুরুত্বর্পূণ ।সুতরাং আর যাই হোক না কেন, বানানে বিশুদ্ধ হতে হবে আমাদেরকে । বানানে বিশুদ্ধ হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অধিক পরিমাণে অভিধান ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা । কোনো শব্দের বানান সন্দেহ হলেই অভিধান দেখে তার শুদ্ধতা নিশ্চিত হয়েই তা ব্যবহার করা উচিত । শুধু ধারণা করে কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় । এক্ষেত্রে আমাদেরকে অভিধানমনস্ক হতে হবে । অধিক পরিমাণে অভিধান ব্যবহার করলেই আমরা বানান ভুলের বিড়ম্বনা থেকে রেহাই পেতে পারি । তাছাড়া বানান ভুলের আরো একটি কারণ হলো আমাদের অতিমাত্রায় শীথিলতা ও অসচেতনতা ।সুতরাং আমাদেরকে বানানের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে । অভিধান দেখে কোনো শব্দের শুদ্ধাশুদ্ধি নিশ্চিত হওয়ার পরই কেবল তা ব্যবহার করতে হবে । এবিষয়ে আমরা ব্লগার বন্ধুদের কাছে আরো সতকর্তা কামনা করি ।আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন । আমীন ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:১৪

ঘনায়মান মেঘ বলেছেন: সকল ব্লগারেরই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন…

২| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:২১

কামরুন নাহার বীথি বলেছেন: বানানের ব্যাপারে মনযোগী হওয়া প্রয়োজন!
তবে যেটা ভুল, সেটাতো ভুলই!
ভুল অগোচরেই হয়ে যায়!
ধন্যবাদ আপনাকে!

৩| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাম্প্রতিক সময়ে আপনি যে কয়টি বিষয়ে পোস্ট লিখেছেন, তার মধ্যে এই পোস্টটি সবচেয়ে ভালো এবং সমসাময়িক বিষয়ের উপর লেখা। সহ ব্লগারদের এই বিষয়টিতে নজর দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এবার কিছু ভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করতে চাই, ইতিপূর্বে আপনাকে যদিও মেইল করে বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে তথাপি আপনার পোস্টেই আবারও বিষয়টি নিয়ে আলোচনা করছি।

ব্লগ নীতি মালার ২ঙ ধারা অনুসারে, যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।।

ব্লগ যেহেতু একটি দ্বিপাক্ষিক আলোচনার স্থান তাই যে কোন পোস্টে অন্য ব্লগারদের মতামত প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ন। যারা অন্যদের সাথে যৌক্তিক মন্তব্য আদান প্রদান করেন, সাধারন ব্লগাররা তাদের পোস্টেই বেশি মন্তব্য করেন বা আলোচনায় অংশগ্রহন করেন। আশা করি, ব্লগার হিসেবে বিভিন্ন মত প্রকাশে নিজের শক্ত অবস্থান তৈরী করতে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন।

পাশাপাশি, ব্লগনীতি মালার ২জ ধারা অনুযায়ী কেউ যদি কোন পন্য, বই, ম্যাগাজিন, ওয়েব সাইট, ইত্যাদি ব্যাপারে বিজ্ঞাপণমূলক কোন পোস্ট দেয় তাহলে তা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি, পোস্টটি সরিয়ে দেয়া হতে পারে।

ক্রমাগত কেউ যদি ব্লগনীতি মালা লংঘন করেন, তাহলে তার স্বাভাবিক ব্লগিং সুবিধা ব্যহত হবার সম্ভবনা থাকে। ব্লগ সংক্রান্ত যে কোন প্রশ্ন বা সমস্যার জন্য আমাদেরকে ফিডব্যাকে মেইল করুন। আমাদেরকে মেইল পাঠানোর ঠিকানা হলোঃ [email protected]
এছাড়াও আপনি মেইল করতে পারেন, [email protected] অথবা
[email protected]

শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং!

৪| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বানান সচেতনতামূলক অত্র পেস্টে নিম্নোক্ত বানানগুলো দৃষ্টিকটু লাগছে
অনুগ্রহকরে সংশোধন করে দিবেন।

র্নিমম > নির্মম
পযার্য়ে >পর্যায়ে
অর্মাজনীয়> অমার্জনীয়
বানান র্দুবলতা’> দুর্বলতা
বষপঞ্জীর> বর্ষপঞ্জী
শীথিলতা> শিথিলতা
সতকর্তা> সতর্কতা

৫| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: কথা ঠিক বলেছেন। বর্তমানে টাইপের কারণে বানান ভুল বেশী হয়। এছাড়া অভ্রতে "ন এবং ণ", ি এবং ী নিয়ে বিভ্রান্তি আছে। যা আমরা খেয়াল করি না।

৪নং মন্তব্যটি দেখে নেবেন।

শহীদ বানান আপনি দুই জায়গায় দুই রকম লিখেছেন এবং
ফেব্রুয়ারী > ফেব্রুয়ারি হবে।

পোস্টে ৪র্থ লাইক।

৬| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক, এই বিষয়ের প্রতি আমাদের আরো মনোযোগী হওয়া উচিত ৷

৭| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৫৯

মুদ্‌দাকির বলেছেন: আমি লজ্জিত কিন্তু আমার উন্নতি বোধ হয় আর হবার নয় :(

৮| ০৬ ই মে, ২০১৫ রাত ৩:৩২

ছায়েদ শাহ বলেছেন: ভাই নিজেই তো বানানের বারটা বাজায় দিয়াছেন :)

৯| ০৬ ই মে, ২০১৫ সকাল ৭:৪৪

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। বাংলা বানানের প্রতি আমাদের সবার আরও বেশি করে সতর্ক হওয়া উচিত।

১০| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অশ্রুত প্রহর বলেছেন: ছোটববেলার দিনগুলো হারিয়ে যাওয়ার পরে আমরা বাংলা বর্নমালার অনেক বর্ন ভুলে গিয়েছি। যেটা অনেক লজ্জাজনক।

আমাদের সকলের উচিৎ ব্লগে লেখা পোষ্ট করার আগে বাংলা বর্নমালা শিখে নেয়া, (আবার নতুন করে)। :P

তাহলে আর বাংলা বানানে ভুল করার আশংখা থাকবে না।

১১| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অশ্রুত প্রহর বলেছেন: ভাই ভুল্ক্রুমে একটি বানান ভুল হয়ে গিয়েছে । ছোটবেলা হবে। ছোটববেলা নয়। :P নিজের ভুল নিজেই ধরিয়ে দিলাম।

১২| ০৭ ই মে, ২০১৫ ভোর ৫:৫৮

মুফতি মুহাম্মাদ শোয়াইব বলেছেন: ভাই বানান বিষয়ক আমার লেখায় কিছু বানান অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে। সেটা আমার কম্পিউটারের কী বোর্ডের কারণে হয়েছে। সকলের কাছে ক্ষমা প্রার্থী। মন্তব্যের জন্য সকলকে ধন্যবাদ। এ বিষয়ে আরও লেখার ইচ্ছা রয়েছে।

১৩| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২

সেই তামজীদ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.