নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

abaliyo kothon

আমি বাংলাদেশী, কোন সমস্যা

মারসেনারি

পরে বলি

মারসেনারি › বিস্তারিত পোস্টঃ

এক তরফা বিচারে আবুল কালাম আজাদের ফাঁসির আদেশ হয়েছে , মৌলানা আবুল কালাম আজাদ। এদেশের মানুষ আপনাকে ভালবাসে।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

এক তরফা বিচারে মাওলানা আবুল কালাম আজাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ প্রথম থেকেই লাপাত্তা, তার অনুপস্থিতিতে বিচার খানা তাড়াতাড়ি শেষ হয়েছে। কোন প্রকার বিরোধীতা হবেনা সরকার আগে থেকেই জানে, কেননা তার পরিবারের কেউ এই বিচারের কোন পক্ষ হয়নি, হয়ত তারা ধরে নিয়েছিলেন তারা সুবিচার পাবেন না। তারা আরো ধরে নিয়েছিলেন যে, আল্লাহ ব্যতীত ফরিয়াদ শুনার কেউ নেই।



অনেক বিষেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিলেন, ট্রাইবুনাল করে বিচারের কাজকে শটকার্ট করার যে প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে। তা একবার প্রতিষ্ঠিত হতে পারলে, ভবিষ্যতে আরো বহু বড় বড় নেতাকে এর নির্মম শিকারে পরিনত হতে হবে। কেননা যে সমাজে, বৈষয়িক স্বার্থের লোভে মানুষ একে অপরকে ফাসিয়ে দিতে সামান্য কুন্ঠাবোধ করেনা, সে সমাজে এর ফল হয় মারাত্মক।



যাই হোক, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার চেয়ে শতগুন ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে, বর্তমানের ছাত্রলীগ। এই বিচার থেকে আওয়ামী নেতাদের শিক্ষা নেওয়া উচিত। কেউ ইচ্ছা করলে ভবিষ্যতে ছাত্রলীগের সাথে বুড়োলীগের নেতাদেরও রক্ষা পাবার উপায় নাই। কোন অপরাধ সংঘটনের জন্য অপরাধীর প্রতি কারো অনুকম্পা থাকতে পারে না। তবে সরকারের মন্ত্রীরা যখন বলেন, কোন অপরাধী মানবতা পেতে পারেন না কিংবা পুলিশ ফুল নিয়ে আসে না। তাদের জানা থাকেনা তার পশ্চাতে কত বড় গভীর খাদ তার জন্য অপেক্ষা করছে। তাকে সেদিন তার কথাদিয়েই খোচা দিয়েই শায়েস্তা হতে হবে। কেননা ঘর পড়ে গেলে ছাগলেও নাকি মারায়। পৃথিবীর নির্মম সত্য, সবার ঘর একদিন পড়বেই।

































আমি একটু বিশেষ কাজে নীলক্ষেতের রয়্যালে যাচ্ছি, উদ্দেশ্য কাচ্চি খাওয়া;);):P:P:P:P:P

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: কাচ্চি হবে কাচ্ছি। প্রথম ছাগু আজকে কট।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

মারসেনারি বলেছেন: ভাই পারলে একটু নিচে তাকাইয়েন

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে... B-)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মারসেনারি বলেছেন: আহারে উনি একজন গেলমান চিন্তাবিদ , আর আপনে কন ভালা অইছে

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

চলতি নিয়ম বলেছেন: হেড লাইন পড়ার পরের কমেন্ট। এই সকল কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চারাই ভালো বাসে।

লাস্ট লাইনের পড়ে, ২ প্যাকেট এক্সট্রা নিয়ে আসবেন। আমি একটু বিজি তাই জেতে পার্বনা কিন্তু কাচ্চি খাওয়া তো মিস করা যাবে না। =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

মারসেনারি বলেছেন: কই ডেলিভারি দিমু কন

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :P :P :P



আমি তো লিস্টে পাঠাচ্ছিলাম আপনাকে :P :P :P

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

মারসেনারি বলেছেন: সোনা ব্লগে আজ কান্নাকাটির জন্য যাওয়া যাচ্ছে না, তাই ঠিক করছি ওগোরে বিরিয়ানি খাওয়ামু , আপনে বাদ

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

আব্দুর রহ্‌মান বলেছেন: মুহাহাহাহাহাহ

খুব খুশি। খুব খুব.........

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

মারসেনারি বলেছেন: তাইলে রয়্যালে আয়া পরেন

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

চলতি নিয়ম বলেছেন: ডেলিভারি লাগবে না, মন থেকে কৈছেন তাতেই খুশি। এই লন রেসিপি

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

মারসেনারি বলেছেন: আপনার রেসিপিটা সোনা ব্লগে কপি মারনের দরকার, ওরা বড়ই কান্নাকাটি করতাছে , তয় কাচ্চির রেসিপি অহানে চল্বনা, পারলে কাঁঠাল পাতার এক্ষান রেসিপি দিয়েন

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অনিমেষ রহমান বলেছেন: আইজকা কাচ্চি খাইমু।
;)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

মারসেনারি বলেছেন: আপনাকে বিশেষ ভাবে অবগত করা হইতাছে এই মর্মে নীলক্ষেতে অবস্থিত রয়াল তেহারি মাত্রাতিরিক্ত চাহিদা লক্ষ্য করিয়া কাচ্চির মূল্য বৃদ্ধি করিয়াছে, এখন কাচ্চি ভক্ষন করিবেন কি করিবেন না উহা একান্ত আপনার বিষয়

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রেজোওয়ানা বলেছেন: শিরোনাম দেইখা তো ভাবসিলাম, আজইকা একটা এস্পার-ওস্পার করে ফেলবো!

যাই হোক, কাচ্চি মোবারক :D

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

মারসেনারি বলেছেন: স্বাগতম আপু, আপনি সোনা ব্লগে আপনার ইচ্ছা চরিতার্থ করিতে পারিবেন, উহাতে আজ শোকাবহ পরিবেশ সৃষ্টি হইয়াছে, উচ্চমাত্রার গদাম সহকারে কাঁঠাল মোবারক প্রেরন করিবার নিমিত্তে আম্নার একান্ত সহায়তা কামনা করিলাম

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রাকীব হাসান বলেছেন: রয়্যালর কাচ্চি আমারো পছন্দের, ডাবল খাবেন কিন্তু...

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মারসেনারি বলেছেন: ক্রেতাদের বেফুক আগমন লক্ষ্য করিয়া প্লেট প্রতি কাচ্চি ৫০ টাকা থেকে ৫১ টাকায় উন্নীত হইয়াছে, রয়্যালের এহেন অসাধু কর্মকাণ্ডের তেব্র নিন্দা জ্ঞাপন করিলাম

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

মুহাম্মদ ফয়সল বলেছেন: শিরোনাম দেখে মনে হয়েছিল আপনি মনে হয় কানতে কানতে প‌্যান্ট ভিজায় ফালাইছেন..... কিন্তু শ্যাষ লাইনে পল্টিনিয়া রক্ষা পাইলেন আর কি...

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

মারসেনারি বলেছেন: পোস্টে প্রাপ্ত গদাম মোবারক অত্যন্ত যত্ন সহকারে সোনা ব্লগে প্রেরিত হইবে, চিন্তিত না হইবার বিনিত অনুরধ রইল

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শিক কাবাব বলেছেন: যাই হোক, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার চেয়ে শতগুন ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে, বর্তমানের ছাত্রলীগ। এই বিচার থেকে আওয়ামী নেতাদের শিক্ষা নেওয়া উচিত। কেউ ইচ্ছা করলে ভবিষ্যতে ছাত্রলীগের সাথে বুড়োলীগের নেতাদেরও রক্ষা পাবার উপায় নাই। কোন অপরাধ সংঘটনের জন্য অপরাধীর প্রতি কারো অনুকম্পা থাকতে পারে না। তবে সরকারের মন্ত্রীরা যখন বলেন, কোন অপরাধী মানবতা পেতে পারেন না কিংবা পুলিশ ফুল নিয়ে আসে না। তাদের জানা থাকেনা তার পশ্চাতে কত বড় গভীর খাদ তার জন্য অপেক্ষা করছে। তাকে সেদিন তার কথাদিয়েই খোচা দিয়েই শায়েস্তা হতে হবে। কেননা ঘর পড়ে গেলে ছাগলেও নাকি মারায়। পৃথিবীর নির্মম সত্য, সবার ঘর একদিন পড়বেই।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

মারসেনারি বলেছেন: মস্তকের ঊর্ধ্ব দিয়ে অতিক্রম করিল ভ্রাতা

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শিক কাবাব বলেছেন:

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

digitalpagla বলেছেন: জামায়াতের সাবেক রোকন ...বাচ্চু তই পলাইছিলি কেরে? যদি কিছু নাই কৈরা থাকছ॥॥
ছাগু..পুটকি জলন আজ থেকে আবার শুরু হোলো।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

মারসেনারি বলেছেন: পোস্টে প্রাপ্ত গদাম মোবারক অত্যন্ত যত্ন সহকারে সোনা ব্লগে প্রেরিত হইবে, চিন্তিত না হইবার বিনিত অনুরধ রইল

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

নািম সাকিব বলেছেন: Like others, I was also deceived, lol. Finally the historic journey embarks, o Almighty let us reach the destination, Ameen !

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

মারসেনারি বলেছেন: ভ্রাতা ইঙ্গরাজি আমার কম বোধগম্য হয়, নিম্ন মাধ্যমিকে আমি ৪০ পাইয়াছিলাম, কানের পাশ দিয়ে না হলেও মস্তকের পার্শ্ব দিয়া গুলি অতিক্রম করিয়াছে, অনুবাদ কাম্য

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

টাইলুং বলেছেন: রেজোওয়ানা বলেছেন: শিরোনাম দেইখা তো ভাবসিলাম, আজইকা একটা এস্পার-ওস্পার করে ফেলবো!

যাই হোক, কাচ্চি মোবারক

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

মারসেনারি বলেছেন: কাচ্চি মোবারক

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ব্রেথ অব ফেট বলেছেন: জয়য়য়য় বাংলা!
ছাগুরা সব ব্রা প্যান্টি সামলা!

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

মারসেনারি বলেছেন: উহা একটি স্পর্শকাতর বস্তু, এখানে প্রযোজ্য নহে

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

আল ইফরান বলেছেন: কাচ্চির ব্যবস্থা নাই, আব্বা-আম্মা দুই জনই অফিসে /:) /:) /:)
সেই দুঃখে আমি কানতেই আছি আর কানতেই আছি :(( :(( :P :P B-)) B-))
ক্যাম্পাসে আয়া লই B-) B-) B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

মারসেনারি বলেছেন: ক্যাম্পাস মানে কি ঢাবি ক্যাম্পাস

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

অচিন.... বলেছেন: আমি তো আপনাক ঝাঝা জানাইতে আসছিলাম ;) । শেষে পল্টি মারল্যান ক্যা? :P

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

মারসেনারি বলেছেন: ইহা গদাম আহরন মুলক পোস্ট , প্রাপ্ত্র গদাম যত্ন সহকারে এখানে পাঠানো হইবেকhttp://www.sonarbangladesh.com/blog/concrete/145483

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

রাহাত আহমেদ শাওন বলেছেন: চলতি নিয়ম বলেছেন: হেড লাইন পড়ার পরের কমেন্ট। এই সকল কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চারাই ভালো বাসে।


২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

মারসেনারি বলেছেন: গদাম খাইবার নিমিত্তে পোস্ট নির্গত হইয়াছিল

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে, :P

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

মারসেনারি বলেছেন: হে হে,

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;) ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

মারসেনারি বলেছেন: ভাই ইমউ দিতে পারিনা আমি নতুন

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

শহুরে আগন্তুক বলেছেন: ধুর ! রয়্যাল ভূয়া , ইয়াসিন ইজ দ্য বেস্ট ।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

মারসেনারি বলেছেন: রয়্যাল বেস্ট , ওইখানে রহিম মামু আসে, কইলে ছাগু মাংস বারাইয়া দেয়

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

লক্ষ্যহীন বলেছেন: লাস্ট লাইনটা না থাকলে আজকে খবর ছিল আপনার। রায় তো হইছে কিন্তু মন ভালা না, আসামীতো দূরে বইসা হাস্তাছে :( :( :( হাতের কাছে যেইগুলা আছে অইগুলা দিয়ে শুরু করলে কি ক্ষতি হইত X( X( X( X(

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

মারসেনারি বলেছেন: হাতের কাছে যেগুলা আছে ওগুলাকেও কাচ্চি বানানো হবে রয়ে সয়ে , তখন আর রয়্যালে জামুনা
নিজেই বানামু

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

নাঈম বলেছেন: হা হা লু খু গে

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

মারসেনারি বলেছেন: ভাই মানেটা কি আমি নতুন ব্লগার

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

পাকা পেঁপে বলেছেন: এভাবেই যদি নিঃশেষ হয় সকল অপরাধী তাহলে মন্দ কি। এ তো আশার কথা!

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

মারসেনারি বলেছেন: ঠিক বলেছেন

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

নাঈম বলেছেন: মানে হইল হাসতে(হা) হাসতে(হা) লুঙ্গি(লু) খুইলা(খু) গেল(গে) = হা হা লু খু গে :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.