নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

ভাই-বোনের আষাঢ়ে গল্প ;)B-)

১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

*** দেখেছিস বাইরে কি বৃষ্টি হচ্ছে! একদম আষাঢ় মাসের বৃষ্টির মতন।

(এবার গলাটা একটু ভারী করে) এই আষাঢ়ের বৃষ্টিতে একটি আষাঢ়ে গল্প বল দেখি B-)



>>> আসলে কি গল্প বলবো....আমিতো...

(কথা শেষ করতে না দিয়ে)....

***তুই কি বলবি খুজে পাচ্ছিস না? আরে ঐ যে তুই টুইন টাওয়ারে চাকরী করতি সেই সময়ের গল্পটাই বলনা ;)



(আগের কথাই আবার রিপিট)

>>> ....গল্প কি বলবো, আমার তো গল্প আসেনা, জীবনে পোড়খাওয়া মানুষ, যা দেখেছি, যা ঘটেছে তাই বলতে পারি....

(আবার মুখের কথা কেড়ে নিয়ে)

*** তবে শোন আমার কথা বলছি আমি, (গলাটা একটু ভারী করে) এই যখন আমি নিউজিল্যান্ডে থাকি। অকল্যান্ডে থাকতাম আরকি তখনকার কথা এটা, সেখানে আমার একটা সুন্দর বাড়ী ছিল, বুজলি? আর লা....ল একটা গাড়ী ছিল আমার। গাড়ীটা আমিই ড্রাইভ করতাম B-) B-)

(গল্প আর চালানো গেল না হো...হো....করে হাসি)। এবার বল তোর কাহিনী। ;)



>>> আমি আর কি বলবো, (গলায় সিরিয়াস ভাব এনে) পোড় খাওয়া মানুষ আমি। অনেক কিছু দেখেছি, অনেক ঘটনার সাক্ষী। এই ধর... মুক্তিযুদ্ধের সময়কার কথা। তখ...ন আমার বয়স....খুব বেশী না, আমি ছোট-ই তবে রাইফেল চালাতে পারি, এরকম আরকি......তো হল কি একদিন.....

(আর কন্টিনিউ করা গেল না এবার সমস্বরে হাসি) =p~ =p~



*******************



জৈষ্ঠ মাসে আষাঢ় মাসের মত বৃষ্টি দেখে দুই ভাই-বোনের আষাঢ়ে গল্প। B-):P

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ৯:০৩

কস্কি বলেছেন: আষাঢ় মাসের আজাইরা গপ!

১০ ই মে, ২০১৩ রাত ৯:১০

নীল-দর্পণ বলেছেন: আরেমমাম্মা....কস্কি ইজ ব্যাক ! :#) :#)

২| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১৫

আমিনুর রহমান বলেছেন:

;) X(( X( :P B:-/ |-)

১০ ই মে, ২০১৩ রাত ৯:২৭

নীল-দর্পণ বলেছেন: ফাঁকিবাজ বুড়া X(( X(( /:) :P

৩| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১৬

মাহবু১৫৪ বলেছেন: :P :P :P

১০ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

নীল-দর্পণ বলেছেন: কি যে মজা করেছিলাম তখন দুইজনে =p~ :P :P

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি আগে ই জানতাম আপনি অনেক বড়। পোস্টে ১ম +

১০ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

নীল-দর্পণ বলেছেন: :P :P

৫| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

এরিস বলেছেন: অন্নেক বয়স হয়ে গেলো তো আপা......!!!! :P

১০ ই মে, ২০১৩ রাত ৯:৫২

নীল-দর্পণ বলেছেন: আরে না না...কি যে বলেন :!>
মুক্তিযুদ্ধের টা কিন্তু ভাইয়ার গল্প। আমারটা হল নিউজল্যান্ড ;) :P

৬| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৫১

শুকনোপাতা০০৭ বলেছেন: হাহাহা...মজা পেলাম :) সেই সাথে ভালোও লাগল আপু :)

১০ ই মে, ২০১৩ রাত ৯:৫৬

নীল-দর্পণ বলেছেন: আমাদের এরকম অনেক মজা হয় আপু। আম্মাও কখনো কণো যোগ দেয় আমাদের সাথে :P

৭| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

ভারসাম্য বলেছেন: নিউল্যান্ড !!! তাও ভাল নিউজিল্যান্ডরে নিউজারল্যান্ড বলেননাই। আমার কিছুকিছু ফ্রেন্ড-ছোটভাইরে এখনও নিউজিল্যান্ডরে নিউজারল্যান্ড বলতে শুনি ;)

গফ্‌ তো আগেই হুঞ্ছিলাম। এইখানে প্লাস দিয়া যাই।

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩০

নীল-দর্পণ বলেছেন: গপ্পোর মইধ্যে আইসেন ভুল-ভাল ধরাইতে ! শান্তি মতন গপ্পোও করবার পারুমনা /:)

(লেখার সময় বানানটা নিয়ে ক্যান জানি কনফিউশনে ছিলাম, বলার সময় বলি নিউজিল্যান্ড কিন্তু লিখতে গিয়ে একবার নিউজিল্যান্ড লিখেও আবার নিউজ...)

শুকরিয়া প্লাসের জইন্যে

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
মুক্তাফা আর কতো? বয়সের ছাপ পইরা গেছে তো।

আপনার লাইগা আমার খুব খারাপ লাগতাছে। আমার বইনডা বিয়ার অভাবে পাগল হয়া যাইতাছে। :( এইবার পোলা দেখা শুরু করি কি কন? :-< :-< ;)

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

নীল-দর্পণ বলেছেন: আমি কই কইলাম বিয়ার অভাবে পাগল হইয়া গেস। বউ লাকপে, বিয়া করুম.।হেন তেনো ঘ্যান ঘ্যান কে করে শুনি /:)

আর আমি একুনো ছুটু #:-S 8-|

৯| ১১ ই মে, ২০১৩ রাত ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: মুক্তাফায় ভালো চাপাবাজ হৈতে পারে নাই।

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৮

নীল-দর্পণ বলেছেন: হাহাহা.....আসলেই, হাসিটাই দিলো সব ভজঘট কইরা =p~ :P

১০| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: মুক্তাফায় ভালো চাপাবাজ হৈতে পারে নাই। :D :D

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯

নীল-দর্পণ বলেছেন: চাপাবাজামু ক্যান। আমিতো ভালু মেয়ে :#> :#>

১১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন:

মাইরের উপর ঔষধ নাই X(( X(( X((

আমারে বুড়া কইলে কেন ! আমার বয়স বারো কি তেরো মায় কয় আরো কম ;)

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৬

নীল-দর্পণ বলেছেন: কয় বারো?? এইটাই হইলো চিন্তার বিষয় ;) :P

১২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

একজন আরমান বলেছেন:
আরে সব কিছু কওয়া লাগে না। পোস্ট দেইখাই বুইঝালাইছি।

আর আমি বিয়া ক্যামনে করমু? ঘরে বড় বইন রাইখা ছোট ভাই ক্যামনে বিয়া করে? /:) /:) :-P :-P :P :P

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৪

নীল-দর্পণ বলেছেন: ভাইয় একলা এত কিসু পারবোনা। ভাবী আসুক তার পরে নাহয় ধুমধাম-হৈহুল্লা কইরা বোইনের..... :!> :!>

১৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

শীলা শিপা বলেছেন: বেশ মজার :)

১১ ই মে, ২০১৩ রাত ৮:৩৫

নীল-দর্পণ বলেছেন: অনেক মজা করি আপু :P

১৪| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন আরমান বলেছেন:
তাইলে ভাইয়ের জন্য ভাবি দেখা শুরু করেন। :!> :!> :#> ;)

১১ ই মে, ২০১৩ রাত ৮:৩৭

নীল-দর্পণ বলেছেন: কইলাম আর সাথে সাথে উড়া শুরু করলো...মানুষ বুজুক কার দরকার বেশী.... ;) :P

অক্কে টেনশন লইয়েন্না, বইন থাকতে কোন ভরসাই নাই ;) :P

১৫| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে ... :!> :!> :#> :#> :!> :!> :#> :#>

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নীল-দর্পণ বলেছেন: ;) :P :P

১৬| ১১ ই মে, ২০১৩ রাত ১১:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :|| এইডা কি পোষ্ট :ও

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: এইডা গপ্পো, আষাঢ়ে গপ্পো :P :P

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:P :P :P :) :) :)

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: :P :P

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ১:২২

বটবৃক্ষ~ বলেছেন: হাহা!! পোস্ট যতনা ফানি কমেন্ট তার চাইতেও বেশি!!

মজা লাগলো খুব.....:):)
হাসান মাহবুব বলেছেন: মুক্তাফায় ভালো চাপাবাজ হৈতে পারে নাই।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নীল-দর্পণ বলেছেন: যতনা ফানি কমেন্ট তার চাইতেও বেশি......কি? :| :(

আমার কোন দোষ নাই, ঐ হো হোওও....হাসিটাই ত যত্ত বাগড়া বাধালো :/

১৯| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২১

দুরন্ত সাহসী বলেছেন: এত কম চাপায় আষাঢ়ের গল্প হয়না,এটা কার্তিকের গল্প হয়ে গেছে।:)

১৩ ই মে, ২০১৩ ভোর ৫:৫১

নীল-দর্পণ বলেছেন: ও কিছু না। কার্তিকের গল্প হতে হতেই আষাঢ়ে গল্প হয়ে যাবে একদিন ;) :P

২০| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩২

দুরন্ত সাহসী বলেছেন: শুভ জন্মদিন মুক্তাফা

১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ দুরন্ত সাহসী ভাই :)

২১| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হ্যাপী পয়দা দিবস.........শুভেচ্ছা....অনেক অনেক....... :)

১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

২২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন মুক্তাফু। !:#P !:#P !:#P

দাওয়াত দিবেন না? :#>

১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৭

নীল-দর্পণ বলেছেন: থেংক্যু আরমানাংকেল B-))
চইলা আসেন ;)

২৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেক না খাওয়াইলে সব উইশ ফেরত নিমু! ;)

তাড়াতাড়ি কেক বানাইয়া দাওয়াত দেন! :D

শুভ জন্মদিন দর্পণ আপা !:#P

১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৬

নীল-দর্পণ বলেছেন: :( এত মাইনষেরে আমি এক্লা কেম্নে খাওয়ামু, তার চেয়ে আপনেরা সবাই মিল্লা আমারে খাওয়ান ;) B-) :P

২৪| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পুষ্টে য্যানো কি ল্যাকাছে? ও হেপ্পি বাড্ডে !:#P

১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

নীল-দর্পণ বলেছেন: অ্যা...পুষ্টে গপ্পো ল্যাকাছে... :-P

থেংক্যু থেংক্যু :)

২৫| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:১৭

মুনসী১৬১২ বলেছেন: শুভ জন্ম দিন নীলুপি

আপু আবার ডিস্টার্ব দেই

কর্পুর কই পাোয়ি যাবে আর ব্যবহার প্রণালী :P

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৫

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক থ্যাংকs ভাইয়া :)

ডিস্টার্ব হবে কেন, আমি ভেষজ জিনিস যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যেতে পারে কর্পূর।

আর কর্পুর আমিতো মেপে দেইনি। তবে যতটা তেল মাথায় দিবে ততটা নিয়ে ওতে ১ চা চামচ পরিমান দিলেই আশা করি কাজ হবে। যদি না হয় কর্পুরের পরিমানটা একটু বারানো যেতে পারে

২৬| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাধে কী আর কই খাম খাম আপা! :-/

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬

নীল-দর্পণ বলেছেন: খাম খাম কইরা লাভ হয় কি! খাইতে তো আর পারি না :(

২৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৩৪

একজন আরমান বলেছেন:
বাসার ঠিকানা তো জানি না। :-P :-P :-P

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮

নীল-দর্পণ বলেছেন: তাইলে খাওন ও আমি জানিনা :-P :-P

২৮| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহারে! মন খারাপ কইরেন না। সব সময় হাতের কাছে খানাদানা থাকে না। যখনই পাইবেন ঝাপায়া পইড়েন :D :D

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নীল-দর্পণ বলেছেন: :| :( :(

২৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৩:২৫

দুঃখিত বলেছেন: ভাই-বোনের এহেন সম্পর্ক চিরদিন থাকুক অটুট । ভালো থাকবেন ।

১৭ ই মে, ২০১৩ সকাল ৯:০৬

নীল-দর্পণ বলেছেন: দোয়া করবেন ভাই :)

৩০| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নীল আদ্রিতা বলেছেন: হা হা হা ....মজা পাইলা.......। =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: =p~ :P :P

আপনার প্রো পিকটা সুন্দর..বিশাআআআআল একটা হাই তুলছে বাবুটা :)

৩১| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:১৫

নীল আদ্রিতা বলেছেন: ধন্যবাদ...এটা আমার প্রতিচ্ছবি...আমি সারাদিন ঘুমাই....তাই আমার জন্য এরচেয়ে উত্কৃষ্ট প্রো-পিক আর হয়না ...! :) :) :) :) :)

১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৭

নীল-দর্পণ বলেছেন: তাই নাকি! আপনার জন্যে :)

৩২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

চতুষ্কোণ বলেছেন: নেতাদের কাছ থিকা আরো ট্রেনিং নিতে হৈব। বেশি কৈরা নিউজ আর টকশো দেখবা।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: অক্কে অক্কে B-)) :-P

৩৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯

বটের ফল বলেছেন: মন খুলে হাসাতে পারার জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক ভাল থাকবেন :)

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: :-B B:-) :-B B:-) :-B B:-) B:-/ =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

নীল-দর্পণ বলেছেন: ;) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.