![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘালয় পর্বঃ-০১
মেঘের আঁতুড়ালয় থেকে ঘুরে আসার অনুভূতি সত্যই অসাধারন । যেখানে সবুজ বন, পাহাড় আর মেঘের ত্রিবেণী সঙ্গমে সৃষ্টি হয়েছে শত-সহস্র ঝর্ণাধারা, এ যেন কল্পিত কোন এক স্বপ্নময় রাজ্য । যেখানে বাতাসে বৃষ্টিভেজা সোঁদাগন্ধ মিশিয়ে আবহাওয়াকে আরো মাতাল করে তোলেছে, আর যখন মেঘপরীরা এসে আলিঙ্গন করে তখন বলতে ইচ্ছে করে," তৃষ্ণার্ত হৃদয়ে যতটুকু পিপাসা শান্ত হল আজ তোমার ছোঁয়া পেয়ে" ...।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম। কবে যে যাবো!