![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা আছে। তবে সেটা জুনায়েদের মত ছেলেদের হাতের তালুতে।যারা ভর দুপুরে সেই হাত দিয়ে অন্যকে আঘাত করলেও কেউ কিচ্ছু বলে না।নিজের বীরত্বের প্রদর্শনী আনন্দের সাথে সবাইকে দেখিয়ে এরা রাতারাতি হিরো বনে যায়।স্বাধীনতা আছে, তবে সেটা কিছু নর-পিশাচের।যারা তনুর মত মেয়েদের ধর্ষণ করে অর্ধনগ্ন লাশটাকে ফেলে যায়।স্বাধীন বলেই তো এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে।স্বাধীনতা আছে তাদের যারা ব্যাংকের শয়-শয় কোটি টাকা লুট করেও যাদের হদিস মেলে না।স্বাধীন তারা যারা হাজারো মানুষের সামনে বিশ্বজিৎ,রাজন,রাজীবদের খুন করে।আর আমরা,মোমবাতির সলতেটাতে আগুন জ্বালিয়ে নিজেকে সান্তনা দেই "আমরাও স্বাধীন...।"
বাহ!!
অবশ্য এক অর্থে আমরাও স্বাধীন।তবে সেটা শুধু ফেসবুকে।যেখানে আমরা ফিসফিস করে ওইসব অন্যায়ের লোকদেখানো আন্দোলন করি।
মা বলে কলিজা ছোট হলে নাকি সাহস কম হয়। আমার মনে হয় আমাদের কলিজা মুরগির মত।ছোট।আতংকগ্রস্থ।তাই চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করি না,বাধা দেই না।চুপ করে দেখি তারপর ফেসবুকে স্ট্যাটাস দেই।এইতো আমাদের প্রতিবাদের ভাষা।
লজ্জা...।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭
মুক্তাদির অনল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
+++