![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকের হোমপেজ স্ক্রল করতে করতে হটাৎ একটা ভিডিও চোখে পড়তেই ডান হাতের আঙ্গুল নড়াচড়া বন্ধ করে দিলো। ভিডিওটার ক্যাপশন দেয়া ছিল "Muslim father forgives Man involved in his son's killing." এটুকু পড়ার পর প্রথম যে কথাটা মাথায় আসলো- এমন মানুষ এখনো পৃথিবীতে আছে!! অবাক হবার মতোই। যে মানুষটা তাঁর ছেলেকে হত্যা করতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তিনি তাকেই ক্ষমা করে দিয়েছেন। ঠিক কতটা হৃদয়বান হলে এমন দয়া দেখানো সম্ভব আমার অন্তত জানা নেই। শুধু যে ক্ষমা করেছেন তাই নয়,অপরাধীকে কে তিনি পরম মমতায় বুকে জড়িয়ে ধরে তার আগামীর দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন।
ঘটনাটা বেশকিছুদিন আগের। যুক্তরাষ্ট্রে। বিচারকার্যে যখন অপরাধী আলেকজান্ডার রেলফোর্ড দোষী সাব্যস্ত হবার পর বাবা তার মৃত ছেলে এবং ছেলের মায়ের পক্ষ থেকে অপরাধীকে মন থেকে ক্ষমা করে দেন। তিনি বলেন "আমি তোমাকে আমার ছেলে সালাউদ্দিন এবং তার মায়ের পক্ষ থেকে ক্ষমা করে দিচ্ছি। তিনি আরো বলেন "তুমি যে অপরাধ করেছো তার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। এমন অপরাধের সাথে জড়িত থাকার পরেও আমি তোমার উপর রাগও করছি না। আমার রাগ শয়তানের উপর আর এর জন্য আমি তাকেই দোষ দিচ্ছি। যে তোমাকে এমন একটা জঘন্য পথে নিয়ে গেছে আর তোমাকে এমন একটা নিকৃষ্ট কাজ করতে উদ্বুদ্ধ করেছে।" সাগরসম হৃদয়ের এই পিতা শুধু এইটুকু বলেই তার কথা শেষ করেন নি। বরং অপরাধী যাতে পরে এমন কাজ না করে এইজন্য তিনি তাকে প্রেরণা জুগিয়েছেন। হত্যাকারীর চোখে চোখ রেখে বলেছেন "সত্যি তোমার বাবা মায়ের জন্য আমার খারাপ লাগছে।তাঁরা তোমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছেন।তারা সবসময় চান তুমি যেন অনেক সফল হও। তোমার সফলতায় তাদের সফলতা। তোমার খুশিতাই তাদের খুশি। কিন্তু তুমি যে অন্যায় করেছো তার জন্য তাদেরকে চোখের জল ফেলতে হচ্ছে।"
এরপর তিনি ইসলামের গভীরতার কথা তুলে ধরে বলেন ইসলামে ক্ষমার থেকে বড় আর কিছু নেই,এর থেকে মহান আর কিছু হতে পারে না।
তিনি তার ছেলের খুনিকে ক্ষমা করে দিয়েছেন,পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরেছেন। অপরাধী তার ভুল বুঝতে পেরে অনুতাপ করছে,তার চোখের জল ফেলছে। কি মায়াময় একটা দৃশ্য। এমন মন-নয়ন ভোলানো দৃশ্য পৃথিবী খুব একটা দেখতে পায়না।
ভিডিওঃ Click This Link
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০
মাআইপা বলেছেন: ক্ষমা করে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই অনেক বড় শাস্তি হবে খুনিটার জন্য।
আমৃত্যু ওকে পিছু ধাওয়া করবে কথাগুলো।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: ক্ষমা মহত্বের লক্ষন।