![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
".. 'বাজিগর' ফোন করেছে মাশরাফিকে। খুশী হবার বদলে,সংবাদটাপড়েই অজানা আশন্কায় মনটা ভারী হয়ে গিয়েছিলো ম্যাচ শুরুর আগে। ভাবনা হচ্ছিলো: তবে কি 'বাজিগর'কে দিয়েই তৃতীয় একদিনের ম্যাচটি গড়াপেটা হচ্ছে? কর্পোরেট ভারতের কোটিকোটি রূপী বিনিয়োগকৃত টিম ইন্ডিয়া ব্রান্ড-ভ্যালু বাঁচাতে কি তবে আগামী আইপিএল-এ খেলার টোপ দিয়েই লাল-সবুজ দলের একাদশ নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং আগে না করা, গা ছাড়া ভাব দেখানো খেলা সব কিছুর এই আয়োজন? আজকের যুগে এগুলো হতেই পারে, গড ফাদার তো সেই কবেই বলে গেছে: "আই উইল মেক ইউ এ্যান অফার, ইউ কান্ট রিফিউজ"- "এমন টোপ দেবো, ফেলতে পারবে না"!! .
(সংবিধিবদ্ধ স্বীকারোক্তি: জাগপা নেতা শফিউল আলম প্রধানের সাথে ষ্ট্যাটাস দাতার কোন সংযোগ-বিয়োজক কিছুই নাই, কখনো ছিলো না। তবে বাজিগরের সাথে মাশরাফিের আলাপ এবং বিসিসিআই কর্তাদের সাথে তৃতীয় ওডিআই এর আগে বিসিবি কর্তাদের সংঘটিত যেকোন ফোনালাপের ট্রান্সক্রিপ্টের প্রতি সদয় নেক নজর প্রদানের জন্য বাংলালিক্স এবং/কিম্বা এ্যানোনিমাস হ্যাকু ভাই-বোনদের কাছে এই অধমের রিকু রইলো )।.।"
২| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:০১
মুক্ত মানব বলেছেন: অবশ্যই! খতিয়ে দেখা দরকার। একুশ শতকে সত্যিই মানুষের নৈতিকতার পারদ অনেক নীচে নেমেছে, নামছেই...।
৩| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২
ভারসাম্য বলেছেন: টস জিতেও ব্যাটিং না নেয়ায়, অনেকটাই নিশ্চিত হয়েছিলাম ম্যাচ গড়া-পেটার ব্যাপারে। তবে মাশরাফীকে দোষ দেব না, অনেক চাপ মোকাবেলা করতে হয় তো।
৪| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৮
মুক্ত মানব বলেছেন: ধন্যবাদ, ভারসাম্য আপনার মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৮
Aabid বলেছেন: চিন্তার ব্যাপার...