![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
হো'ক না ক'দিনের জন্য, তবু এটা মানতেই হবে ন্যায়ের পক্ষে দাঁড়ানো দ্রোহী বাচ্চাগুলো অন্যায়-অনিয়ম-দুর্নীতির মাইনকা চিপায় মুখ থুবড়ে পড়ে থাকা দেশের আধমরা বিবেককে ঘা মেরে মানিক মিয়া এ্যাভিনিউ-এর পাদপ্রদীপের আলোয় জাগ্রত করেছিলো। ওদের অনেকেই আজ জেলখানার অন্ধকারে । যথাযথ রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই ওদেরকে পরিবারের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসার সুযোগ দিন, দলকানা এবং দলদাস দুর্বৃত্তদের কবল থেকে বংগবন্ধু এবং বাংলাদেশের মানুষকে বাঁচান, সবার জানমালের নিরাপত্তা প্রদান করুন। সবাইকে ঈদ মোবারক!
২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২০
ক্স বলেছেন: @রাজীব নূর, আপনার কাছে যেটা অপরাধ, সরকারের কাছে সেটা নয়। হেলমেট বাহিনী ছোট ছোট বাচ্চাদের গজারি লাঠি দিয়ে মেরে আহত করেছে, তাদের কেউ জেলে যায়নি, গেছে ফেসবুকে স্বাধীন ভাবে কথা বলতে চাওয়া কিশোরীরা। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগ নেতা মানিককে পরীক্ষা পরিদর্শক বানিয়েছে এই সরকারই।
এই ছাত্রদের অপরাধ, তারা সরকারকে বিব্রত করেছে। তাই তাদের মুক্ত আকাশে বিচরণ এত সহজ হবেনা।
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১
সাইন বোর্ড বলেছেন: ভয় যখন চারদিক থেকে জাপটে ধরে তখন মশাকেও হাতি মনে হয় ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
সনেট কবি বলেছেন: ক্ষমতাসীনরা বিদ্রোহে প্রশ্রয় দেয়না।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
আবু মুহাম্মদ বলেছেন: ভয় চারদিকে ভয় ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: তারা এখনও কেন মুক্তি পাচ্ছে না?
কি এমন অপরাধ করেছে?
এর চেয়ে বড় বড় অপরাধ করে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে।