![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
অনেক সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টমিডিয়ায় দেখেছি/পড়েছি/শুনেছি 'কোপা সামছু' বিশেষণটি সদর্থক হিসেবে ব্যবহৃত হতে। ভয়ের সংস্কৃতি যখন সমাজের সর্বত্র জাঁকিয়ে বসে তখন এমনটিই হয়। এই সব প্রকাশ্য হত্যাকান্ডের পেছনে নিছক ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থতা থাকেনা, রাজনৈতিক-অর্থনৈতিক গডফাদারদের আস্ফালনও লুকিয়ে থাকে, যে আস্ফালনের ছত্রছায়ায়, কিম্বা যে ছত্রছায়ার মনোযোগ আকর্ষনের জন্য প্রকাশ্য নৃশংসতা প্রদর্শিত হয়। যে যতো নৃশংসতা দেখাবে, ভয়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে জামিনদার গডফাদাররা তার জন্য ততো দ্রুত টাকার থলি নিয়ে ছুটে আসবে।
২| ২৮ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: মানসিক অবক্ষয়!
ছোট থেকেই নীতিহীনতার শিক্ষা। এমন মানুষগুলো নিজেরও ক্ষতি করে সমাজের বোঝা।
৩| ২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চলিতেছে সার্কাস...
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ঘটনা গুলো সাউথ ইন্ডিয়ার সিনেমার মতোন ঘটছে।