![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
অসুস্হ্য ব্যক্তির মৃত্যুর পরে ফেরী তিন ঘন্টা বিলম্বে ছাড়ার নেপথ্য কারন উল্লে্খপূর্বক যতো ফেসবুক পোস্ট দেখছি, অসুস্থ্য ব্যক্তি জীবিত থাকাকালীন সময়ে ফেরী ছাড়ার নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর থেকে তার অর্ধেক সংখ্যক ফেসবুক পোস্টেও যদি ফেরী যথা সময়ে না ছাড়ার কারনে রোগীদের জীবন নাশের আশন্কা প্রকাশ করা হতো, তাহলে হয়তো ছেলেটি আজও আমাদের মাঝে বেঁচে থাকতো। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই মরনাপন্ন রোগী-যাত্রীদের কথা মাথায় রেখে ফেরী ছাড়ার টাইম টেবল মেনে চলুন, যান্ত্রিক গোলযোগজনিত বিলম্বের দোহাই এড়াতে প্রতি নৌ বন্দরে একটি অতিরিক্ত ফেরী মোতায়েন রাখুন। এয়ার এ্যাম্বুলেন্সের মতো, দ্রুতগামী ফেরী-এ্যাম্বুলেন্সের কথাও মাথায় রাখুন। জনগণের করের টাকায় জনগণের জানমালের হেফাজতের জন্য আরো নিবেদিত হোন, প্লীজ!
২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৪
নূর আলম হিরণ বলেছেন: জনগণের জানমালের নিরাপত্তা সরকারের উপর বর্তায়। সরকার উদাসীন এসব বিষয়ে। এসব সমস্যা সমাধান করা কঠিন কোন কাজ না। তারপরেও সরকার করতে পারছে না।
৩| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১:৫২
আমিই মুসাফির বলেছেন: এদেশো মানুষ খুন করা এহন ফ্যাশন হই খাড়াইছে।আম্নেরও কি এডা মনে হয়?
৪| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: এ দেশের মানূষের জীবন সস্তা।
দামী শুধু ধনীদের জীবন।
৫| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আমিও তা্ই বলি । আরো নিবেদিত হওয়া চাই। দেশের সত্যিকারের সেবক হিসেবে তাদের যেন পাই ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মারা গেলে বা লাশ পড়লে দেশের প্রশাসন, রাজনীতিবিদ... সবাই নড়েচড়ে বসে। এটা একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।