নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার সদা জাগ্রত মুক্তিসেনা,ামাদের সংগ্রাম চলবেই

জেড সৈনিক

৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার

জেড সৈনিক › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ এ হাটহাজারী মাদ্রাসার ভুমিকা।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

১৯৭১

সালে হাটহাজারী মাদ্রাসার

ভূমিকাঃ

ফেব্রুয়ারী মাসঃ পশ্চিম

পাকিস্তানের

উলামায়ে কিরাম তৎকালীন

সংকটপূর্ণ অবস্থায়

পরামর্শ

চেয়ে যে চিঠি লিখেছিলেন তার

জবাবে হাকিমুন নফস শাহ আব্দুল

ওয়াহহাব (র.)

যে উত্তর লিখেছিলেন তার কিছু

অংশ

হচ্ছেঃ ‘আমি বেশ.কয়েকবার পশ্চিম

পাকিস্তানী শাসক গোষ্ঠীর উপর

আমার

অনাস্থার বিষয়টি জানিয়েছি।

ইসলাম ও

বর্তমান পাকিস্তান যে সমার্থক নয়-এ

ব্যাপারটিও বারবার তুলে ধরেছি।

ক্ষমতাসীন্দের বিভিন্ন বৈষম্যের

বিরুদ্ধে লিখিত-অলিখিত প্রতিবাদ

করেছি।

মার্চ মাসঃ ২য় সপ্তাহে অনুষ্ঠিত

উলামা মাশায়েখের

সম্মেলনে বলেন, যদি এদেশ

আক্রান্ত হয় তাহলে পশ্চিম

পাকিস্তানী শাসক

গোষ্ঠি ও তাদের

অনুচরেরা হবে জালিম আর এ

দেশবাসী হবে মজলুম।

এপ্রিল

মাসঃ মাঝামাঝি সময়ে পাকিস্তানী হানাদার

বাহিনী জামিয়ায় ক্যাম্প

করতে চাইলে মুহতামিমে আযম শাহ

সাহেব (র.)

তা ঘৃণাভরে প্রত্যাখান করেন।

এতে ক্ষিপ্ত

হয়ে হানাদার

বাহিনী গোলা ছুড়লে ছাদের গম্বুজ

ও মিনারের ব্যাপক ক্ষতি হয়

এবং দু’জন ছাত্র

আহত হয়।

জামিয়ার ‘এহাতায়ে বাগ’ নামক

স্থানে মজলুম জন

সাধারণের জন্য তিনি তাঁর

পরিবারের সদস্য-

সদস্যাগণ ও তাঁর সহকর্মীগণ

(এইখানে আল্লামা শাহ আহমদ

শফী (দঃ বাঃ)-এর

নাম বিশেষভাবে উল্লেখযোগ্য

কেননা শাহ সাহেব

(র.) আহমদ শফী সাহেব

(দাঃ বাঃ)কে পরবর্তিতে জামেয়ার

অর্থাৎ

মাদ্রাসার মুহতামিম

বা প্রিন্সিপাল মনোনীত

করেন) লংগরখানা খুলেন যেথায়

উল্লেখযোগ্যসংখ্

যক হিন্দুধর্মবলম্বিরাও নিয়মিত

খাবার

খেতেন।

যুদ্ধের মাসগুলোতে ধানমন্ডির

বাড়িতে যখন

বংগবন্ধুর পরিবার অবরুদ্ধ তখন শাহ

সাহেবের

(র.)’র নির্দেশে ধানমন্ডির

হাজী বশীরুদ্দীন

সাহেব নিয়মিত তাদের জন্য খাবার



খরচাদি পাঠাতেন।

জামিয়ার উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র

সেক্টর-১

এর অধীনে চাটগাঁয়ের বিভিন্ন

এলাকায়

সশস্ত্রযুদ্ধে নিয়মিত অংশগ্রহণ

করতো এবং তথ্য দিয়ে সাহায্য

করতো মুক্তিযোদ্ধাদের।সকলের জন্য

তাহাজ্জুদ

নামাযের পর আল্লাহ পাকের

কাছে দুয়া করা এবং ফজরের

নামাজের

পরে কুনূতে নাযেলা পরা বাধ্যতামূলক

ছিল।

খতমে কোরান ও খতমে বুখারীর আমলও

চালু ছিল

নিয়মিত।

তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

বলেছিলেন,

‘আর মাত্র দু’দিন বাকী আছে’। এজন্য

তাঁকে স্বাধীনতার কুতুব বলা হয়।

১৯৭২ সালঃ ১৯৭২ সালের

জানুয়াদী মাসে জামিয়ার

শাহী তোরণে একটি বড় ঘোষণাপত্র

টানিয়ে দেন যাতে লিখা ছিল,

“কোন রাজাকার

বা আল-বদর বা তাদের প্রত্যক্ষ ও

পরোক্ষ

সহযোগিদের এ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্পূর্ণ

নিষিদ্ধ”।

ডাঃ মুহাম্মদ শাহীন চৌধুরী

রহমত , ফেব্রয়ারী , ২০১৩ ।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আসলেই, তৎকালীন পাকিস্তানকে যদিও ধর্মের ভিত্তিতে গঠন করা হয়েছিল, সেই রাষ্ট্রের শাসনকাঠামোতে বা শাসকগোষ্ঠীর মাঝে ইসলামী মূল্যবোধ কতটা ছিল তা বলার অপেক্ষা রাখে না।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

জেড সৈনিক বলেছেন: ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল যালিমদের বিরুদ্ধে মজলুম জনতার সংগ্রাম। যালিমরা ধর্ম কে আশ্রয় করে অবশ্যম্ভাবী পতন ঠেকাতে চেয়েছিল, কিন্তু আলেমরা ওই যালিমদের প্রত্যাক্ষান করেছিলেন। হাটহাজারীর আলেমরা রাজনীতি করেন না বলে তাদের অবদান আজ অস্বীকার করে রাজাকার বানিয়ে দিচ্ছে বামরা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আজ এক মুরগী সাপ্লাইয়ার মুক্তি্যুদ্ধের চেতনাধারী হয়, লজ্জিত হওয়া উচিত আমাদের।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

জেড সৈনিক বলেছেন: চরমপন্থী সেকুলার বা চরমপন্থী বামরা আজ সরকারকে বিপথে নিয়ে যাচ্ছে। ইসলামকে স্বাধীনতার বিপক্ষে দাড় করিয়ে দিচ্ছে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

কবির মন্ডল বলেছেন: Joy Bangla

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

জেড সৈনিক বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

েশখসাদী বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ ।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

জেড সৈনিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পেইড ব্লগার দের মিথ্যাচার ও প্রপাগান্ডার বিরুদ্ধে রুখে দাড়ান।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

এস এইচ খান বলেছেন: এই মাত্র মুজার টিভিতে কইল, হেফাজতে ইসলামের এক অংশ ভাগ হয়ে তারা আল্লামা শফিকেই বরং রাজাকার উপাদিতে ভূষিত করেছে!! পরে ভিডিও ক্লিপে খেয়াল করে দেখলাম এরা হেফাজতের কেউ না বরং চট্রগ্রামের আওয়ামী লেংগুর বিভ্রান্ত ইসলামী ফ্রন্ট!!


মি: সন্জীব চৌধুরী যিনি হিন্দু ধর্মালম্বী, কলামিষ্ট। তাঁর আজকের একটি লেখার অংশ বিশেষ লক্ষ্য করুন:

=====================
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর মাদরাসা একটি রক্ষণশীল ইসলামধর্মীয় শিক্ষাকেন্দ্র। ওই মাদরাসার লাগোয়া একটি বর্ধিষ্ণু বৌদ্ধপল্লী। সীমানা দেয়ালের একপাশে মাদরাসা, অন্যপাশে বৌদ্ধমন্দির। প্রায় অর্ধশতাব্দী ধরে চলছে সম্প্রীতিময় সহাবস্থান। মাদরাসার মহাপরিচালক জমিরুদ্দীন হুজুর যখন মারা যান, তখন নানুপুরের এ বৌদ্ধপল্লীর ঘরে ঘরে কান্নার রোল উঠেছিল। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা এখন সম্ভবত দেশের বৃহত্তম ইসলামধর্মীয় শিক্ষাকেন্দ্র। এক বছরের কিছু বেশি সময় আগে হাটহাজারীতে হিন্দুদের জমি দখলের অপচেষ্টায় গুটিকয়েক দুর্বৃত্ত হিন্দুপল্লীতে ধ্বংসাত্মক হামলা চালায়। হাটহাজারী মাদরাসার প্রধান ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফী সেদিন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দৃঢ়ভাবে রুখে না দাঁড়ালে সেখানে রক্তগঙ্গা বয়ে যেত। =====================

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

জেড সৈনিক বলেছেন: ভাই ওরা ভাল করেই জানে মাঠের লড়াই তে ওরা তালেবে এলেম, আলেমদের কাছে খড়কুটো এর মত উড়ে যাবে তাই সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নেমেছে নির্লজ্জ মিথ্যাচার ও প্রপাগাণ্ডা তে।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

প্যারাসিটামল বলেছেন: লেজ ওয়ালারা এখন কতো খবর বের. করবে

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

জেড সৈনিক বলেছেন: এই সব প্রপাগাণ্ডা ওদের লেজে গবর লাগানো ছাড় আর কিছু করবে না। জনগণ আলেম ওলামা আর নাস্তিকদের পরিচয় ও পার্থক্য ভালভাবেই জানে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

এলিয়ান বলেছেন: অসাধারন পোস্ট

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

জেড সৈনিক বলেছেন: আপনাকে ধন্যবাদ, পেইড ব্লগার দের মিথ্যাচার ও প্রপাগান্ডার বিরুদ্ধে রুখে দাড়ান।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

আলোকন বলেছেন: + + +

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

জেড সৈনিক বলেছেন: আপনাকে ধন্যবাদ, পেইড ব্লগার দের মিথ্যাচার ও প্রপাগান্ডার বিরুদ্ধে রুখে দাড়ান।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

মাহমুদুর রাহমান বলেছেন: কুত্তায় চাটে বাঘের গাল X( X( X(

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

জেড সৈনিক বলেছেন: ধন্যবাদ


রুখে দাড়ান প্রপাগাণ্ডা এর বিরুদ্ধে। যে যার অবস্থান থেকে মিথ্যাচার এর বিরুদ্ধে এগিয়ে আসুন।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

নীলআকাশ1987 বলেছেন:
আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

জেড সৈনিক বলেছেন: ধন্যবাদ।

শেয়ার করে প্রপাগাণ্ডা কারীদের মিথ্যাচার এর জবাব দিন।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

নামের কী দরকার বলেছেন: অসাধারন পোস্ট। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

জেড সৈনিক বলেছেন: ধন্যবাদ।

১২| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫৭

সোয়েব সালেহীন বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক।

১৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯

সোয়েব সালেহীন বলেছেন: প্রিয়তে নিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.