নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্দ জিনিস দেখবো না , মন্দ কথা বলবো না মন্দ কিছু শুনবো না।

মুন্ন৮৮

আমি গুছিয়ে কিছুই লিখতে পারি না কিন্তু মনে অনেক গল্প জমা আছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তিনি যেন একদিনের জন্য হলেও আমাকে লেখার ক্ষমতা দান করেন।

মুন্ন৮৮ › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল

০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৮

আশবাফুল দোষ করছে স্বীকার করি, কিন্তু এইটাও জানি Asraful is a very small fish, অনেকটা মলা ঢেলা টাইপ। শুধু আশরাফুলের কথা কই ক্যান? স্বর্গবাসী হ্যান্সি ক্রনিয়ে থেকে শুরু কইরা হাল আমলের বাট, আমির, আসিফ, শ্রীশান্ত এবং নাম না জানা আরো অনেক খেলোয়াড় যাদেরকে আপ্নারা ফিক্সিং এর কথা কইয়া ফিক্সড ডিপোজিট কইরা দিছে তারা সবাই মলা ঢেলা অর্থাৎ চুনোপুঁটি। চুনোপুঁটি কেন জানেন?? কারন ২ মিলিয়ন ডলারের ফিক্সিং করে রুই কাতলারা আর মলা মাছ পায় ২০ লাখ!!! টাকার ভাগের বেলা না চিনলেও বাঁশের ভাগের ডলাটা কিন্তু পুরাটাই যায় মলার উপ্রে দিয়া!! মলা ঢেলা খাইলে নাকি চোখের জ্যোতি বাড়ে শুনছি আপনারা শুধু এই কয়েকটা মলা ঢেলা না পারলে আরো মলা ঢেলা ধরেন সমস্যা নাই কিন্তু কথা হইলো মলা ঢেলা ধইরা তো শেষ করতে পারবেন না এরা খায় কম টয়লেটও করে কম কিন্তু ফুডায় বেশী!!! এর চেয়ে বরং কয়েকটা মলা ঢেলা খাইয়া চোখের জ্যোতি টোতি বাড়াইয়া রুই কাতলা ধরা শুরু করেন লাগলে এইসব আকসু মাকসু বাদ দিয়া এই মামলাডা ইন্টারপোল অথবা অন্য কোন এই টাইপের আন্তরজাতিক গোয়েন্দা সন্সথার উপর কাজটা ছাইড়া দেন দুই একটারে ধইরা ডলা-মলা তাতেও কাজ না হইলে নাইলে ডিম-ডুম দেক, আসল খবরটা বাইর হোক দেখবেন কয়েক দিন সব ঠাণ্ডা!!

ক্রিকেটাররাও মানুষ তারা ফেরেশতা না যে তাদের লোভ মোহ থাকবো না আর আমার দেশের ক্রিকেটারগুলা বেশীর ভাগই অজপাড়া গ্রামের কুঁড়ে ঘর থেকে উঠে আসা তাই এদেরকে কেনা অনেকটাই সহজ, আপনারা ফ্রাঞ্চাইজ মালিকরা মোটা টাকার লোভ দেখাইয়া তাদেরকে আপনাদের দলে খেলাইয়া টাকা পয়সা জমাইয়া তো সুখেই আছেন কিন্তু যেই ছেলেটা কৃষক বাবার মাঠের কাজ ফাঁকি দিয়ে ক্রিকেটের মাঠে এসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারও তো ক্ষুধা আছে ত্রিস্না আছে তারও তো টাকার দরকার আছে আসলে আপনারা সেই পুরোনো আমলের জোতদারদের মত তাদের রুটি রুজি গ্রাস জরবেন আর তারা জীবন বাঁচানের জন্য একমুঠো খাবার চুরি করলে তার উপর চাবুক চালাবেন, এইটা তো মেনে নেয়া যাবে না। রুখে দাঁড়াতে হবে খেলোয়াড় সমর্থক সবাইকে!!!!



বিঃ দ্রঃ আল্লায় জানে পাকিস্তানীগো নাম নেওার অপরাধে আবার ছাগু ট্যাগ খাইতে হয় কিনা!!!

বিঃ দ্রঃ আল্লায় জানে ভারতীয়গো নাম নেওার অপরাধে আবার ভাদা ট্যাগ খাইতে হয় কিনা!!!

বিঃ বিঃ দ্রঃ এই দুই দলের নাম নেওয়ার অপরাধে আমার স্ট্যাটাস টা খাইয়াও ফেলতে পারে কেউ তাই ভুল ত্রুটি হইলে ক্ষমা কইরা দিয়েন!!!



সবশেষে একটা স্লোগান



ছোট বনে বড় ফুল

সে মোদের আশরাফুল,

ছেলেটা মারেনাই গুল

বুঝতে পারছে সে নিজের ভুল।

তাই দয়া করে তারে বুইঝেন্না কেউ ভুল!!!



মুল লেখা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঠিক

০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৮

মুন্ন৮৮ বলেছেন: ধন্যবাদ!! :)

২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০

রাকীব হাসান বলেছেন: আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি ।
সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য
হয়ে ম্যাচ ফিক্সিং করেছে ।
...

আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স এর
ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন আশরাফুলের ফর্মও খারাপ ছিলো আর এই সুযোগটাই নিলো ডিজি টিমের ম্যানেজার ।
আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা ।
কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্দে কোন ব্যবস্থা নেয়া হয়নি ।

যে ছেলে ১০ কোটি টাকার
মতো অফার পাওয়ার পরও
আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ
টাকার জন্য ফিক্সিং করতে পারেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.