নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্য বলতে পছন্দ করি

মুন্সী বরকতুল্লাহ জনি - এবিএইচ ওয়ার্ল্ড

মুন্সী বরকতুল্লাহ জনি

মুন্সী বরকতুল্লাহ জনি - এবিএইচ ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের দর্শনীয় কিছু স্থান, তাদের অবস্থান এবং পরিদর্শনের সময়সূচী

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

রোজ গার্ডেন- এটি ঢাকার সুত্রাপুরে অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ওসমানী উদ্দ্যান- এটি গুলিস্থানে অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বলদাহ গার্ডেন- এটি পুরাতন ঢাকায় অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৮

থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) – এর অবস্থান মিরপুর। এটি প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য: ৫ টাকা, ছোটদের ২ টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ৩ টাকা।

আহসান মঞ্জিল – এটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। এছাড়াও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। খোলা থাকে শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত, শনিবার – বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশী শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশী দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, এছাড়া প্রতিবন্ধী দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর – এটির অবস্থান ধানমন্ডি ৩২। এর সাপ্তাহিক বন্ধ বুধবার। খোলা থাকে বৃহস্পতিবার – মঙ্গলবার

সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: জন প্রতি ৫ টাকা। (১২ বছরের উপরে) সরকারি ছুটির দিনও খোলা থাকে।



মুক্তিযুদ্ধ জাদুঘর - এটির অবস্থান সেগুনবাগিচা। এর সাপ্তাহিক বন্ধ রবিবার। এটি

অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত এবং মার্চ থেকে সেপ্টেম্বর সকাল ১০.০০ থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত সোমবার – শনিবার খোলা থাকে প্রবেশ মূল্য: টিকেট মূল্য ৫ (পাঁচ) টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনামূল্যে জাদুঘরে প্রবেশ করতে পারবে।

শিশু একাডেমী জাদুঘর – এর সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবার। খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এছাড়াও এটি সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর – এটির অবস্থান আগারগাঁও। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ও শুক্রবার। খোলাথাকে শনিবার থেকে বুধবারসকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬.০০ টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়। এটি সরকারি ছুটির দিন বন্ধ থাকে।

লালবাগ কেল্লা – এটির অবস্থান লালবাগ। এর সাপ্তাহিক বন্ধ রোববার।

এটি অক্টোবর থেকে মার্চ মাস সোমবার দুপুর ১.৩০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এবং মঙ্গলবার – শনিবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সোমবার দুপুর ১.৩০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এবং মঙ্গলবার – শনিবার সকাল ১০.০০ থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য: জনপ্রতি ১০ টাকা, বিদেশি পর্যটক প্রতি জন ১০০ টাকা।





সামরিক জাদুঘর – এর অবস্থান বিজয় সরণি। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ও শুক্রবার। খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।

শহীদ জিয়া শিশুপার্ক – এর অবস্থান শাহবাগ। এর সাপ্তাহিক বন্ধ রোববার। এটি খোলা থাকে সোমবার – শনিবার দুপুর ১.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: জনপ্রতি ৮ টাকা, প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ৬ টাকার টিকিট দরকার হয়।

ঢাকা চিড়িয়াখানা –এর অবস্থান মিরপুর ১ । এর সাপ্তাহিক বন্ধ রোববার । এটি খোলা থাকে সোমবার – শনিবার সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত প্রবেশ মূল্য: জনপ্রতি ১০ টাকা।





বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার – এর অবস্থান বিজয় সরণি । এর সাপ্তাহিক বন্ধ বুধবার । প্রদর্শনীর সময় (শনি – মঙ্গল ও বৃহস্পতিবার) সকাল ১১.০০ টা, দুপুর ১.০০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা এবং সন্ধ্যা ৭.০০ টায়। প্রদর্শনীর সময় (শুক্রবার) সকাল ১১.৩০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা, সন্ধ্যা ৭.০০ টায়। প্রবেশ মূল্য: ৫০ টাকা। সকালের প্রদর্শনীর এক ঘন্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘন্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

খালিদ নর্থ সাউথ বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

বেকার সব ০০৭ বলেছেন: খুব কাজের পোস্ট, আগে থেকে অনেক গুলো জানতাম, সবার কাজে লাগবে
পোস্টে+++++++++++++++

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

নীল আকাশ আর তারা বলেছেন: থাঙ্কুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ :) :) :) :)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মুন্সী বরকতুল্লাহ জনি - এবিএইচ ওয়ার্ল্ড বলেছেন: আপনাদের সাবাইকেও ধন্যবাদ

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

জনাব মাহাবুব বলেছেন: কামে লাগবো। B-) B-) B-) B-)

প্রিয়তে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.