![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
কে সমর্থন দেয় এই জানওয়ারগুলোকে,
এরা নেহাত জানেনা মুক্তি যুদ্ধের ইতিহাস,
রাজনীতি নামে কত বড় করেছে সর্বনাশ।
এরা রাজাকারের মুক্তি চায়, জানওয়ারদের,
যে কুকুর শিয়ালেরা রক্তবন্যায় মেতেছিল তাদের।
অবুঝ সন্তান তোমরা, শিক্ষার আলোয় এ কেমন প্রতিফলন,
তোমাদের অপব্যাখ্যায় তারা করে চলেছে লালন-
ধর্ম সে তো শান্তির আলোর কথা, বিশ্বাসীর মনে বিশ্বাস,
আর এরা খুনি পাকবাহিনীর দাস।
তোমরা কেন চল সে পথে? যাওনি যাদুঘরে,
শুননী কখনও যুদ্ধ ইতিহাস করও তোরে।
তোমরা নেহাত মনের মাঝে বসিয়েছ শয়তান,
মনের দিগন্তে মুছ কালি আজ জাগরিত কর প্রাণ।
স্বাধীনা, বাংলার স্বাধীনতা ৭ কোটি মানুষের প্রার্থিত স্বাধীনতা,
লক্ষ প্রাণের খুনিদের আজ সম্মানি করে ডাক বীর নেতা।
তোমরা ভাবতে পার কত লাশ আর লাশ, তোমরা কল্পনা করনা,
কেন তবে ছুট এক মিছে দেথা আলোকবর্তীকা।
মনের মাঝে শান্তির ছবি আঁক ধর্মের ছবি,
মুছে ফেল আজ মনের দিগন্তে মিছে দেখা সেই রবি।
লক্ষ প্রাণের দিকে চেয়ে ভাব নতুন স্বাধীন তরী,
খুনিদের তাই বিচার চাই, ঝুলক ফাঁসির দড়ি।
©somewhere in net ltd.