![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
মিরপুর অ্যকটিভিষ্ট ন্যাটওয়ার্কের সদেস্য সানিউল ইসলামকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মিরপুরে এই ব্লগারকে আহত করা হয়েছে বলে জানাগেছে।তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। (তথ্যসূত্রঃ ইনডিপেনডেন্ট টিভি)
পুলিশের কাছে আহত তরুণ নিজেকে ব্লগার বলে দাবি করেছেন। আহত এই তরুণের বয়স ২৭ বছর বলে জানাগেছে। এই তরুণ একজন প্রকৌশলী। ব্লগার সানিউরের মা-বাবা ইস্টার্ন হাউজিংয়ে এবং সানিউর তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকেন। রাত ১০টার দিকে সানিউর ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে নাখালপাড়ায় যাওয়ার উদ্দেশে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে পৌঁছেন। এ সময় পেছন থেকে দৌড়ে এসে দুই যুবক তার ওপর চাড়াও হন। তাঁদের একজন সানিউরের মাথায় একটি চাপাতির কোপ দেন। তাঁর চিত্কারে পথচারীরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় মিরপুর ১০ নম্বরের বেসরকারি গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বলে প্রথম আলোকে জানিয়েছে পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: কি যে হচ্ছে......আন্দোলন করলেই প্রান দান...
রাজীবের পর....ভাবতেই কষ্ট হচ্ছে
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: হে আন্দোলন কারিরা তোমাদের জন্য আর কত প্রান বলি হবে
নাটক বন্ধ করে ধংশ হতে নিজেকে এবং অপর কে হেফাজত কর
কারন এমন এক সময় আসবে খুদ সরকার ও তোমাদের বাচাতে পারবেনা ।
ব্লগার সানিউল ইসলাম এর শারীরিক সুস্থতা কামনা করি /
আল্লাহ তাকে হায়াত দারাজ করুক আমিন
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে হয়না....আমরা দেশ রক্ষার জন্যই লড়ছি...
আমিও ব্লগার সানিউলের সুস্থ্যতা কামনা করছি....
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
প্রবাসী১২ বলেছেন: বড় দুঃখজনক। সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।'
সুস্থ্য হয়ে উঠুন সানিউল
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
মাঞ্জু বলেছেন: কোথায় ব্লগিং করতো ????
তার ব্লগের লিংক দেন ।
শাহাবাগ আন্দোলনে সাথে কি জরিত ছিল ?????
জামাত শিবিরের অনেকেরই ব্লগে একাউন্ট আছে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: বিস্তারিত এখনও জানাযায়নী....ইনডিপেনডেন্ট টিভি স্ক্রলে সংবাদটি প্রচার করছে...বাংলানিউসে প্রকাশ করা হয়েছে
নিশ্চিত হলে জানিয়ে দেয়া হবে....
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুস্থ হয়ে উঠুক।
প্রার্থনা থাকলো।।
কোন ব্লগে লিখতো?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: কোন ব্লগে লিখেন তা এখনও জানাযায়নী....
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
অপটিমাস প্রাইম বলেছেন: আহতের দ্রুত সুস্থতা কামনা করছি।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
মাথাল বলেছেন: মুখোমুখি পরিচিত কেও আছে?
প্লিজ, আপডেট জানান।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: যতটুকু জানাযায় জানিয়ে দেয়া হচ্ছে...
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
বাংলার হাসান বলেছেন: ঢাকা মেডিকেল গিয়ে পাইতেছে না, কারো কাছে যদি তার সাথে যারা আছে এমন কারো নাম্বার থাকে তবে নাম্বার দেন।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: যতটুকু তথ্যপাওয়াযায় তা জানিয়ে দেয়া হবে....
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪
তাওহীদ বলেছেন: সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
বাংলার হাসান বলেছেন: পোষ্ট দাতার উচিৎ তার ব্লগ আইডি কি তা জানানো। সঠিক নিউজের আপডেট দেয়া।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: পাওয়াগেলে জানানো হবে....
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
রাজীব বলেছেন: আমরা ব্লগাররা ব্লগারদেরকে চিনি না, কিন্তু মিডিয়া ঠিকই ব্লগার চিনে।
১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
তানিয়া হাসান খান বলেছেন: আবারও ? উফ! কি ভয়ঙ্কর!
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপডেট? যেটুকু জানা যায়।
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬
মেকগাইভার বলেছেন: আজকাল রাস্টায় একটা ঢিল ছুরলেও তো একটা ব্লগারের মাথায় জায়া পরবে।
নিউজটা শঠিক ভাবে প্রকাশিত হয়নি। সানিউলের মূল পরিচিতি সে একজন শাহবাগের একটিভিস্ট।
তবে ব্লগে লেখালেখি করার জন্য যদি তাকে টার্গেট করা হয় তাহলে সেটা হবে আরেক কথা। কিন্তু এখনো তো সেটা কেউ জানেনা।
যাই হোক শাহবাগের একটিভিস্ট দের পাশ আমরা এখনো আছি।
যদিও দলিয় করনের কারনে শাহবাগের মূল উদ্দেশ্য টা নষ্ট হয়ে গেছে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: সংবাদ মাধ্যমগুলোতে প্রাপ্ত তথ্য সূত্রে এই সংবাদ প্রকাশিত....
তথ্য পাওয়াগেলে জানিয়ে দেয়া হবে...
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:১১
ফরহাদুল হাসান অভি বলেছেন: প্রথমে আসিফ মহিউদ্দিন, তারপর রাজিব এবং আজ সানিউর। হামলার মটিভ ও ধরন এক। হামলার পিছনের মূল কারন তার লেখা ( সম্ভবত)। তিনি ফেইবুকে লিখতেন। তার কয়েকটা পেইজ ফেইসবুকে। শর্ট ফিল্মও বানাইছেন। তার লেখা কয়েকটা বই আছে বাজারে। তিনি ছদ্মনামে লিখতেন। হিট সিকার
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
শীতল৬৯ বলেছেন: শালার শালার.