![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
আজ মহান নারী দিবস। নারী জাগরণ আর অধিকার আদায়ের একটি দিন। নারীরা সবকাজেই উপক্ষিত অধীনস্থতা যেন সীমাহীন। নারীর অধীকার আদায়ে তৈরি হয় সংগঠন, রাজনীতি পরিবর্তীত হয় সরকার। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি থাকে অপরিবর্তীত। ঘরে-বাইরে, সমাজে সবখানেই নারীর প্রতিহয় নির্যাতন আর বৈষম্য আর এই নারী দিবসেই অধিকার আর স্বাধীনতা প্রাপ্তির দাবি জরালো ভাবে প্রকাশ পায়।
নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে গণজাগরণ মঞ্চে 'নারী জাগরণ' কর্মসূচি। দিবসটি আমাদের জাতীয় জিবনে গুরুত্বপূর্ণভুমিকা রাখে। নারী জাগরণের এই দিনে আমাদের পরিবর্তমনের শপথ 'নারীর অধীকারে আমরা হব সচ্চার'।
©somewhere in net ltd.