![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
নারায়ণগঞ্জের গণজাগরণের উদ্যক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী(১৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। (তথ্যসূত্রঃ বৈশাখী টিভি)
রফিউর রাব্বি সংস্কৃতি জোটের সভাপতি। । বুধবার থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছিলনা। অন্যদিকে রাতে রাজধানীর পল্লবীতে জখম করা হয় ব্লগার সানিউর কে। শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তানভীরের লাশ....
২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হানাদাররা আবারও চাচ্ছে আরেকটি একাত্তর...আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবুও শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি....তোমার ভয়নেই মা আমরা প্রতিবাদ করতে পারি.....
আমরা হায়নাদের মুক্ত করব বাংলা....
৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০
বিডি আইডল বলেছেন: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মহান মুক্তিযুদ্ধের সময় পূর্ণ-কালীন ডিসির চাকরি করে পাকিস্হান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন; তিনি নতুন একটি ফরমান জারি করেছেন। এই ফরমানের সারাংশ হলো ছিনতাই কারী এবং সন্ত্রাসীদের হাতে যে কেউ আহত, নিহত, গুম হলে অতি অবশ্যই সে একজন ব্লগার/ফেসবুকার হিসেবে পরিচিত হবে।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
রাজীব বলেছেন: কেমন ব্লগার? উনাকে তো কোন দিন ব্লগ লিখেতে দেখলাম না,
কেউ দেখে থাকলে লিংক দেন
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: উনাকে তো কেউ ব্লগার বলেনী....না দেখেই কমেন্ট!!!
৫| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আঠার বছর বয়স আর এমন কি ! সদ্য যৌবনে পা দিচ্ছিল আমদের তানভীর । দিলনা বাঁচতে ছেলেটাকে । গলা টিপে মেরে ফেলেছে ওরা ।লাশটা ভাসিয়ে দিয়েছে শীতলক্ষ্যা নদীতে !! ওদের তো লাশ দরকার । লাশের রাজনীতি শুরু হলো বাংলাদেশে !! তানভীর মাফ করে দিস ভাই আমার
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাজীব বলেছেন: না দেখে না, আপনি ভালো করে দেখেন, শেষ লাইনের আগের লাইন পড়েন
অন্যদিকে রাতে রাজধানীর পল্লবীতে জখম করা হয় ব্লগার সানিউর কে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
গল্পসল্প বলেছেন: স্পষ্ট নগ্ন খেলা যা আমাদের বোঝানোর দরকার নাই। আমরা বুঝি কেন এ খেলায় মক্ত হয়েছে হায়নার দল।