নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামুতে স্টিকি করা একটি পোষ্টের একটি লাইন অপসারণ করার অনুরোধ জানাচ্ছি....

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

প্রিয়সামুতে একটি সুন্দর পোষ্ট এসেছে। সেখানে বাংলা ব্লগ ইতিহাসের সাথে ব্লগারদের বিভিন্ন সফলদিক আলোচিত হয়েছে। কিন্তু একটি বাক্যে তথা একটি লাইনে বর্ণিত কথামালাকে আমি অভিযোগ জানাচ্ছি। পোষ্টদাতা আশা করি ঐ লাইনটি সংশোধন করে নেবে। যা আমার কাছে অত্যান্ত খারাপ লেগেছে।নিম্নে সেই অংশটি তুলে দিলাম...



'রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট। এইভাবে ট্যাগিং সংস্কৃতিতে ভেসে গেলে বাংলা ব্লগস্ফিয়ারের জন্য তা খারাপ বই ভালো কিছু নিয়ে আসবে না, এটা খুবি স্পষ্ট। খেয়াল করলেই দেখবেন, সামুকে প্রত্যেকেই নিজ নিজ এজেন্ডার ভিত্তিতে ভিন্ন ভিন্ন ট্যাগ করে থাকেন। এক্ষেত্রে সামু যে নিজ নিতীমালার উপর ব্যালেন্স রক্ষা করে চলে, তা বলার অপেক্ষা রাখেনা।'



এখানে 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক' এই বাক্যে ইসলামে ত্রুটি বের করার কথা উল্লেখ করা হয়েছে। বিন্তু একজন মুসলিমরে কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ ইসলামে কোন ত্রুটি থাকতে পারেনা। আর তা তুলে ধরা তো দূরের কথা। আমি এই বাক্যটির সংশোধন চাই। হতে পারে ধর্মব্যবসায়ীদের জন্য ইসলাম প্রশ্নবৃদ্ধ হচ্ছে কিন্তু এর মানে এই নয় যে ইসলামে ত্রুটি বা ত্রুটি উল্লেখ করবেন।একটি ধর্মের ত্রুটি বের করা মনেই সে ধর্মকে হ্যয় করা যা ব্লগনীতিমালা বিরোধী।

আশা করি পোষ্টদাতা এটি সংশোধন করে নেবনে....



সর্বশেষ সকলের জন্য শুভকামনা রইল...



পোষ্টটির লিংকঃ Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

বাক স্বাধীনতা বলেছেন: ভাই, ঐ পোস্টের লেখক বলেছেন, 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক' ......... বলা হয়। লক্ষ্য করুন, ইসলামের ত্রুটি বের করলে নাস্তিক বলা হয় এ কথা উনি বলেননি। বলেছেন 'ত্রুটি বের করার প্রচেষ্টা' করলে।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: প্রচেষ্টা করার কথাটিও বলা ঠিক নয়...কোন ধর্মের ত্রুটি বের করার কথা বলাকি ব্লগনীতি মালার বাইরে নয়?
বাক্যটি দ্বারা বিতর্কের সৃস্টি হতে পারে তাই তা অপসারণ করাই শ্রেয়...তাই অনুরোধ করছি।

শুভকামনা রইল

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

বাক স্বাধীনতা বলেছেন: পুনশ্চঃ উক্ত লেখক পরোক্ষভাবে এটাও স্বিকার করেছেন যে, ছাগু, ভাদা, পাদা, পা-চাটা কুকুরের মত "নাস্তিক" শব্দটাও একটা গালি।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আমি বাক্যটি তুলে নেয়ার পক্ষে....

অন্যকোন বিষয়ে আলোচনা করতে চাইনা...কারণ পোষ্টটিতে ব্যবহৃত বাক্যটি তুলে নেয়ার অনুরোধেই এই পোষ্ট.

শুভকামনা রইল

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

রাজ হাসান বলেছেন: ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান,এতে কোনো বিন্দু মাত্র ত্রুটি নেই,তবে হ্যা আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু পথভ্রষ্ট অসৎ কুলাঙ্গার কিসিমের লোকজন ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক'

এই কথাটা ডাহা মিথ্যা!!!!

নবীজির নামে ব্যক্তিগত কুৎসা রটানি কি ইসলামের ত্রুটি খুজে বের করা!!!

ধার্মিকের ভুল কি ধর্মের ভুল???

আর যারা পরিকল্পিত ভাবে এন্টি ইসলামিক এজেন্ডা বাস্তবায়নে রত- তাদের ইসলামের ত্রুটি খোঁজার কি যোগ্যতা তারা রাখে?

ধর্ম, দর্শন, কোন বিষয়ে তারা সেই স্তরের ডিগ্রি অর্জন করেছে, যে বিধি বিধান নিয়ে সমালোচনা করবে?

তারা সমালোচনা করে না, তারা ত্রটি বের করে না, বরং তারা সরাসরি নোংরা ভাবে তাদের ভূল ভাবনাকে চাপিয়ে দিয়ে ইসলামকে অবমাননার চেষ্টা করে।

কুৎসাম মিথ্যা অপবাদ আর নোংরামি প্রকাশ বুঝি ত্রুটি খুজে বের করা!!!!!

সুতরাং লেখকের এটা ষ্পষ্টতই সেই এন্টি ইসলামিক গংদের বাঁচানোর অপচেষ্টা।

এটি সংশোধন করা হোক।



৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: কি লিখলে ভালো হতো, "যে কোন ধর্মের ব্যাপারে কোন প্রশ্ন করলেই নাস্তিক" এইটা ?

ইসলামে ত্রুটি আছে কি নাই সেইটা আসলে ফোকাস করি নি। বলতে চেয়েছি যে কোন ধর্ম নিয়েই প্রশ্ন আসতে পারে। সেটা এমন কি জানার জন্য হলেও। সেইখানে ঢালাওভাবে কাওকে খারাপ না বলে আলোচনায় আসাটাই শ্রেয়।

আর ধর্ম বিদ্বেষ সাপোর্ট করিনা। এইটাও পোস্টে স্পষ্ট বলা আছে ভাই।

কেউ যদি কোন ত্রুটি বের করার চেষ্টা করে, আপনারা তখন এগিয়ে আসবেন, প্রমান করে দেবেন এইটা ত্রুটি না, অপব্যাখ্যা, তাহলেই তো হবে। তাই না ?

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.