নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

সামহ্যায়ারইন কর্তৃপক্ষরে দৃষ্টি আকর্ষন করছি...ধর্ম বিরোধী বাক্যটি সরানো হোক

১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩০

প্রিয়সামুতে একটি সুন্দর পোষ্ট এসেছে। সেখানে বাংলা ব্লগ ইতিহাসের সাথে ব্লগারদের বিভিন্ন সফলদিক আলোচিত হয়েছে। কিন্তু একটি বাক্যে তথা একটি লাইনে বর্ণিত কথামালাকে আমি অভিযোগ জানাচ্ছি। পোষ্টদাতা আশা করি ঐ লাইনটি সংশোধন করে নেবে। যা আমার কাছে অত্যান্ত খারাপ লেগেছে।নিম্নে সেই অংশটি তুলে দিলাম...



'রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট। এইভাবে ট্যাগিং সংস্কৃতিতে ভেসে গেলে বাংলা ব্লগস্ফিয়ারের জন্য তা খারাপ বই ভালো কিছু নিয়ে আসবে না, এটা খুবি স্পষ্ট। খেয়াল করলেই দেখবেন, সামুকে প্রত্যেকেই নিজ নিজ এজেন্ডার ভিত্তিতে ভিন্ন ভিন্ন ট্যাগ করে থাকেন। এক্ষেত্রে সামু যে নিজ নিতীমালার উপর ব্যালেন্স রক্ষা করে চলে, তা বলার অপেক্ষা রাখেনা।'



এখানে 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক' এই বাক্যে ইসলামে ত্রুটি বের করার কথা উল্লেখ করা হয়েছে। বিন্তু একজন মুসলিমরে কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ ইসলামে কোন ত্রুটি থাকতে পারেনা। আর তা তুলে ধরা তো দূরের কথা। আমি এই বাক্যটির সংশোধন চাই। হতে পারে ধর্মব্যবসায়ীদের জন্য ইসলাম প্রশ্নবৃদ্ধ হচ্ছে কিন্তু এর মানে এই নয় যে ইসলামে ত্রুটি বা ত্রুটি উল্লেখ করবেন।একটি ধর্মের ত্রুটি বের করা মনেই সে ধর্মকে হ্যয় করা যা ব্লগনীতিমালা বিরোধী।

আশা করি পোষ্টদাতা এটি সংশোধন করে নেবনে....



সর্বশেষ সকলের জন্য শুভকামনা রইল...



পোষ্টটির লিংকঃhttp://www.somewhereinblog.net/blog/bunomanush/29796676#c9706805

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

এম.এস. রানা বলেছেন: সহমত। ইসলামে কোন ভূল নেই, যা করছি তা আমাদের অপব্যাখ্যা বা বোঝার ভূলের কারন। সত্যিকার ইসলামে কোন ভূল নেই। পোষ্টটি সংশোধন করা হোক।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবে...

২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

চিমা মস্তকে হুল হুল বলেছেন: সবই ঠিক আছে আমি শুধু মহানবীর এই নয় বছরের বাচ্চার সাথে বিয়ে মানতে পারি না।
তাছাড়া ভাতিজার বউ :( :( :( :( :-& :( :(

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আপনাদের জন্যই আমাদের নাস্তিক বলা হচ্ছে.....

আমরা ধর্মনিয়ে বাড়াবাড়ি করতে এখানে আসিনী....

ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল.....

ব্লগে যে মহানবী(সাঃ) কে অবমাননা করা হচ্ছে আপনার মন্তব্য জ্বলন্ত উদাহরণ....

আপনার ইসলাম ভাল না লাগলে মনবেননা কিন্তু না জেনে অপপ্রচার করবেন না....

৩| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০২

রাজ্য এবং রুপকথা বলেছেন: সহমত জানাচ্ছি

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবে...

৪| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

একজন নিশাচর বলেছেন: Sundor bolechen. Islam dhorme sottikar orthei kono truti nei.

Tobe apni ei bishoyti Tonmoy vai er oi post er comment e giye likhlei parten. Uni obossoi er ekta somadhan korten.

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ সহমত জানানোর জন্য....

সেখানে লিখিনা আমি....

৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: সহমত।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

ওঙ্কার বলেছেন: ইসলামে কোন ত্রুটি থাকতে পারে না!!

হাহাহাহা, যেমন দুইজন নারী = একজন পুরুষ, এইটা তো আসলে ত্রুটি না, তাই না?

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আপনাদের মত অজ্ঞদের জন্যই ব্লগারদের নাস্তিক বলা হচ্ছে...যে ধর্মে বিশ্বাসী তার বাইরে সম্মানদিয়ে কথা বলুন....

ধর্মবোরধী কোন কথা সুস্থ্যব্লগিং নয়...নীতিমালা বিরোধী....

৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ইসলামে কি কি শর্তে দ্বিতীয় স্ত্রী রাখার কথা আছে সেগুলা জানেন ???? @ওঙ্কার
ধর্ম বিহীন নাস্তিক সমাজে এক ছেলে একাধিক মেয়ে বা এক মেয়ে একাধিক ছেলের সাথে সেক্স সেটা তো অনেক ভাল তাই না ?অবৈধ যৌন জীবন যাপনের ফলে সৃষ্ট মারাত্বক যৌন অসুখ গুলাতো সমাজের জন্য আশীর্বাদ তাই না ? স্বুস্থ-বৈধ বৈবাহিক যৌন জীবনে কাউকে শুনেছেন কোন যৌন অসুকে ভুগতে ?
ধর্মের শর্ত গুলা মানতে অপরাগ বিধাই আপনারা , ধর্ম বিহীন নাস্তিক সমাজ ব্যবস্থা চান সেটা মানুষ খুব ভালকরেই জানে ..।
আসল কথা হল , যে জিনিসটা আপনারা মানেন না বা বিশ্বাস করেন সে জিনিস নিয়ে কেন সারাদিন পরে থাকেন ? কেন সে জিনিস টা নিয়ে আজে বাজে মন্তব্য করেন ?

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: অন্যকোন আলোচনায় যেতে চাইনা....

শুধু ঐবাক্যটির সংশোধন চাই.....

৮| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

আফজালনবীনগর বলেছেন: যারাই এমন মন্তব্য করবে তাদের ব্যান করা উচিত । এ সকল অজ্ঞ , মুর্খদের কারনেই মানুষ ব্লগারদের নাস্তিক মনে করে ।
এ দেশের মানুষ আজ নাস্তিকদের বিরুদ্ধে জেগে উঠেছে । সাবধান না হইলে ধরা খাইবে ।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: অন্যকোন আলোচনায় যেতে চাইনা....

শুধু ঐবাক্যটির সংশোধন চাই.....

৯| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সহমত জানাচ্ছি

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ..

১০| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০২

কালা মনের ধলা মানুষ বলেছেন: তন্ময়ের পোস্টেই এই কমেন্ট করেছিলাম। একই ব্যাপারে এই পোস্ট দেখে আমার মতামত জানাচ্ছি কপি পেস্ট করে -

বিতর্কিত বাক্যাংশ আছে, -

"ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা"

কিন্তু আমার মতে এই লাইন নিয়ে বিতর্ক করার কোন যুক্তি নেই। নাস্তিক'রা নাস্তিক এই কারনে যে তারা সব ধর্মকেই ত্রুটি যুক্ত মনে করে, তাই তারা কোন ধর্ম অনুসারী নয়। তাদের যুক্তি অনুযায়ী তারা যে কোন ধর্মের ত্রুটী বের করার চেষ্টা করবেই।

কিন্তু আমরা যারা মুসলিম, তারা জানি, ইসলাম সম্পূর্ণ ত্রুটিমুক্ত ধর্ম। এই ধর্মে যা কিছু বিতর্কিত বিষয় আছে, তা হোল অনুসারীদের অনুধাবনের ভুল, বোঝার, প্র্যাকটিসের এবং ব্যাখ্যার ভুল। আল্লাহ এবং রাসূল যেই ইসলাম দুনিয়ায় পাঠিয়েছেন, তাতে কোন ভুল নেই, কারণ তাই একমাত্র জীবন বিধান।

ইস্লামের ত্রুটী বের করার সামান্য চেষ্টা নাস্তিকরা করতেই পারে !! কিন্তু তা হতে হবে যুক্তিযুক্ত ভাবে, শালীন ভাবে। মনে রাখতে হবে, নাস্তিক আর ধর্মবিদ্বেষ এক জিনিশ নয়। নাস্তিকতা সমাজে গ্রহনযোগ্য, কিন্তু ধর্ম বিদ্বেষ নির্মুল করতে হবে।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবে...

১১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

দয়াল সাহেব বলেছেন: গিরিশ চন্দ্র সেন সর্বপ্রথম বাংলায় পবিত্র কোরন শরীফ বাংলায় অনুবাদ করেছিলেন কিন্তু তার কপালে হেদায়েত জুটেনি, আবার বাংলায় কোরান পড়ে অনেকেই হেদায়েত পেয়েছেন , এটা ভাগ্যের ব্যাপার । কিছু লোক আছে কোরান পড়ে ভুল বের করার জন্য, আর কেউ পড়ে হেদায়েত পাবার জন্য।

আমাদের দৃষ্টিভংগীই বলে দিবে আমরা কি চাই ।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবে...

১২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

কাউসার রানা বলেছেন: এই পোষ্টের সঙ্গে সম্পূর্ন একমত। আশা করি কতৃর্পক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।

আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, হাতে গোনা কয়েকজন নাস্তিক ব্লগারদের জন্য আজ পুরা সামুটাই নাস্তিক হয়ে যেতে বসেছে , আশ্চর্য !!!

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবে...

১৩| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে 'ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক'

এই কথাটা ডাহা মিথ্যা!!!!

নবীজির নামে ব্যক্তিগত কুৎসা রটানি কি ইসলামের ত্রুটি খুজে বের করা!!!

ধার্মিকের ভুল কি ধর্মের ভুল???

আর যারা পরিকল্পিত ভাবে এন্টি ইসলামিক এজেন্ডা বাস্তবায়নে রত- তাদের ইসলামের ত্রুটি খোঁজার কি যোগ্যতা তারা রাখে?

ধর্ম, দর্শন, কোন বিষয়ে তারা সেই স্তরের ডিগ্রি অর্জন করেছে, যে বিধি বিধান নিয়ে সমালোচনা করবে?

তারা সমালোচনা করে না, তারা ত্রটি বের করে না, বরং তারা সরাসরি নোংরা ভাবে তাদের ভূল ভাবনাকে চাপিয়ে দিয়ে ইসলামকে অবমাননার চেষ্টা করে।

কুৎসাম মিথ্যা অপবাদ আর নোংরামি প্রকাশ বুঝি ত্রুটি খুজে বের করা!!!!!

সুতরাং লেখকের এটা ষ্পষ্টতই সেই এন্টি ইসলামিক গংদের বাঁচানোর অপচেষ্টা।

এটি সংশোধন করা হোক।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: অন্যকোন আলোচনায় যেতে চাইনা....

শুধু ঐবাক্যটির সংশোধন চাই.....

১৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: কি লিখলে ভালো হতো, "যে কোন ধর্মের ব্যাপারে কোন প্রশ্ন করলেই নাস্তিক" এইটা ?

ইসলামে ত্রুটি আছে কি নাই সেইটা আসলে ফোকাস করি নি। বলতে চেয়েছি যে কোন ধর্ম নিয়েই প্রশ্ন আসতে পারে। সেটা এমন কি জানার জন্য হলেও। সেইখানে ঢালাওভাবে কাওকে খারাপ না বলে আলোচনায় আসাটাই শ্রেয়।

আর ধর্ম বিদ্বেষ সাপোর্ট করিনা। এইটাও পোস্টে স্পষ্ট বলা আছে ভাই।

কেউ যদি কোন ত্রুটি বের করার চেষ্টা করে, আপনারা তখন এগিয়ে আসবেন, প্রমান করে দেবেন এইটা ত্রুটি না, অপব্যাখ্যা, তাহলেই তো হবে। তাই না ?

ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আমার আপত্তি ঐ বাক্যটিতে যেখানে আপনি ইসলামের সামান্য ত্রুটি বেরকরার চেষ্টার কথা বলেছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি যে কোন ধর্মের ব্যপারে প্রশ্ন আসতেই পারে বলেছেন তা জানার জন্যই হোক আর অন্য কিছুর জন্যই। তা তো ঠিক আছে তবে ইসলাম কথাটি ব্যবহারের কোন দরকার কি ছিল

আশা করি বাক্যটি সংশোধন করবেন

'কি লিখলে ভালো হতো, "যে কোন ধর্মের ব্যাপারে কোন প্রশ্ন করলেই নাস্তিক" এইটা ? '

আপনি কি লিখবেন তা আমি শিখাতে যাব নাকি। আমার ধর্ম বিশ্বাসে আঘাত আসলে আমি তার প্রতিবাদ করবনা না কি?

'ইসলামে ত্রুটি আছে কি নাই সেইটা আসলে ফোকাস করি নি। বলতে চেয়েছি যে কোন ধর্ম নিয়েই প্রশ্ন আসতে পারে। সেটা এমন কি জানার জন্য হলেও। সেইখানে ঢালাওভাবে কাওকে খারাপ না বলে আলোচনায় আসাটাই শ্রেয়। '

এই কথাটি ভাল লাগল তবে শর্ত ইসলাম বা কোন ধর্মের ত্রুটি বের করা এমন শব্দ ব্যবহারে বিরত থাকুন।

'আর ধর্ম বিদ্বেষ সাপোর্ট করিনা। এইটাও পোস্টে স্পষ্ট বলা আছে ভাই।

কেউ যদি কোন ত্রুটি বের করার চেষ্টা করে, আপনারা তখন এগিয়ে আসবেন, প্রমান করে দেবেন এইটা ত্রুটি না, অপব্যাখ্যা, তাহলেই তো হবে। তাই না ?'

হ্যাঁ তাই আর সেজন্যই যেটা খারাপ লাগল তাই তুলে ধরলাম।
ভাল থাকবেন....শুভকামনা রইল









১৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

একজন ঘূণপোকা বলেছেন: এই পোষ্টের সঙ্গে সম্পূর্ন একমত।

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.