![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
ব্লগ কি ব্লগার কি?
কেন মানুষ করবে ছি?
নাস্তিক আস্তিক এই নিয়ে চলছে ঝড়,
ব্লগনিয়ে রাজনীতির বদল হচ্ছে মোড়।
কিন্তু ব্লগ কি? ব্লগার কি?
মানুষের মনে কেন ছি?
ব্লগ নিয়ে মাতামাতি
ব্লগাররা জ্বালাচ্ছে বাতি
দূর করছে অন্ধকার
থামাবে সাধ্যকার।
অপবাদ যতই দিক
আমরা যে নির্ভিক।
ধর্ম মোদের প্রাণ
ব্লগ ভাবনার টান
এই নিয়ে যদি রাজনীতি
ব্লগযে জ্বালায় বাতি।
ব্লগাররা নতুন আলোয়
ব্লগবাতি ধরছে মেলায়
যতই দাও অপবাদ
ব্লগে হলো মতের স্বাদ।
ব্লগ আর ব্লগার
দমাবে সাধ্যকার।
সমাজ বদলে নিয়জিত কাজে,
ব্লগের সাথে ব্লগারদের সাথে।
©somewhere in net ltd.