নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

ড. ইমরান কোন ব্লগে লিখেন? জানুন এবং জানান

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

ড. ইমরান সাহবাগ আন্দোলনের মূখপাত্র। ব্লগারদের জন্য গর্ব বয়ে এনেছেন। অন্যদিকে নাস্তিক উপাধি দিয়ে ব্লগিংকে করেছেন প্রশ্নবিদ্ধ? তা যাই হোক ব্লগ আর ব্লগিং সম্পর্কে আমাদের দেশের জনগণ কিছুই জানেননা? তারা মনে করে সাহবাগে যারা আছে তারাই ব্লগার?



কিন্তু সাহবাগ আন্দোলনের মূখপাত্র ড.ইমরান এইচ সরকার কি আসলেই ব্লগার? বাংলা ব্লগ বিশ্ব ঘুরে এই নামে কোন ব্লগার অদৌ আছে কি?



জানার প্রয়াস থেকে ঘুরে দেখি ড.ইমরান এইচ সরকারের ব্লগবাড়ি।তিনি প্রজন্ম ব্লগের ব্লগার। ব্লগ পোষ্ট দিয়েছেন তাও এই মার্চে। আবার প্রিয় প্রথম আলো ব্লগ ঘুরে দেখি তিনি মাত্র ৪ টি মন্তব্য করেছেন। বিডি ব্লগে পোষ্ট করেছেন ১টি। আমার এতটুকুই জানা। আপনাদের কারও জানা থাকলে জানান?



প্রজন্ম ব্লগের লিংক:http://www.projonmoblog.com/imran

প্রথম আলো ব্লগের লিংক:http://www.prothom-aloblog.com/profile/drimran

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ইমরান ডঃ / ডক্টর নয়
সে গ্রাম্য ডাঃ / ডাক্তার
ডঃ হতে হলে পিএইচ, ডি অর্জন করতে হয়
আর ডাক্তার হতে হলে বিসিএস
সে কোনটাই নয় । সাধারন হাতুড়ে তার শিক্ষাও সমাপ্ত হয়নি
তবে গণজাগরণের আওমি মদদ নেতা ডাকা যায় ।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ইংরজীতে ডক্টর বলতে বলতে ডক্টর লিখেই ফেলেছি....

২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: ব্লগবাড়ি।তিনি প্রজন্ম ব্লগের ব্লগার। ব্লগ পোষ্ট দিয়েছেন তাও এই মার্চে। আবার প্রিয় প্রথম আলো ব্লগ ঘুরে দেখি তিনি মাত্র ৪ টি মন্তব্য করেছেন। বিডি ব্লগে পোষ্ট করেছেন ১টি।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হুম

৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ইমরান ডঃ / ডক্টর নয়
সে গ্রাম্য ডাঃ / ডাক্তার
ডঃ হতে হলে পিএইচ, ডি অর্জন করতে হয়
আর ডাক্তার হতে হলে বিসিএস
সে কোনটাই নয় । সাধারন হাতুড়ে তার শিক্ষাও সমাপ্ত হয়নি
তবে গণজাগরণের আওমি মদদ নেতা ডাকা যায় ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: :-B :-B :-B :-B :-B

৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

নদীর তীরে বলেছেন: এ প্রশ্ন আমার সেই প্রথম থেকে ।

৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

এই আমি সেই আমি বলেছেন: আমরা মখা আলমগির , সাজেদা , হাসিনার বেয়াই , ইমরানের দাদার ফাঁসি চাই।

বর্তমানে আটক সব দেশপ্রেমিক রাজাকারের মুক্তি চাই । নিজামি , মুজাহিদের গাড়ীতে পতাকা চাই তবে পোড়া পতাকা নয় , চানতারা মার্কা পতাকা চাই । তারেক চুরারে প্রধান মন্ত্রী আর গুয়াজমরে প্রেসিডেন্ট বানাতে হবে ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

বেলাল আহমেদ রাসেল বলেছেন: ভাই হাসমো না কানদুম.. বুঝতাছি না

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১০

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হুম

৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

সাউন্ডবক্স বলেছেন: *Samu league* apnake banned korbe sure thaken.... Kotto boro sahos apnar.... Babar sonar cheler scandle bahir koren...

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এতসহজ...আমি সুস্থ্যধারার ব্লগিং এ বিশ্বাসী....জানতে চাওয়া কোন অন্যায়???

শুভকামনা রইল আপনার জন্য

৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

পথহারা সৈকত বলেছেন: ডা এমরান কেঠা........? X( X( X(

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হেইটাইতো জানতে চাই......

৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ছাগু কি পাওয়া গেল না হারায় গেল?

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হেইটাইতো জানতে চাই......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.