![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
সামুতে সত্যিই ধর্ম বিরোধী লেখা প্রকাশিত হচ্ছে তার প্রমাণ শত শত। অথচ প্রকাশকের বিরুদ্ধে সঞ্চালক প্যানেল যথাযথ ব্যবস্থা গ্রহণ করছনা। অথচ ধর্ম বিরোধীদের মুক্তির দাবিতে পোষ্ট স্টিকি রেখে বলা হচ্ছে এদের মক্তি চাই।
আমরা ধর্ম প্রাণ বাঙালী, আমরা ধর্মে বিশ্বাসী। আমরা মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খৃস্টান বাংলা মায়েরই সন্তান। অথচ ধর্মকে গালি দিয়ে তাদেরই পোষ্ট স্টিকি রাখা হয়। আমরা এমন সঞ্চালনা চাইনা। লেখা প্রকাশের দায় অবশ্যই সঞ্চালকের। তাই সঞ্চালনা ব্যতিত আমরা কোন পোষ্ট এই ব্লগে চাইন। সবাই আওয়াজ তুলুন সঞ্চালনা চাই চাই, সঞ্চালনা ছাড়া পোষ্ট নাই।
©somewhere in net ltd.