![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
পাখির গান মধুর গান
ভরে উঠে আমার প্রাণ
কোকিলের কহু কহু
দোয়েলের মুহু মুহু।
চড়ুই পাখি শ্যামা পাখি
টিয়া ময়নার ডাকা-ডাকি
কত পাখি কত গান
ভরে উঠে আমার প্রাণ।
কবিতরের বাকুম-বাকুম
পাখির ডাকে ভাঙ্গে ঘুম।
বাংলার হাজার পাখি
কিচির মিচির ডাকা-ডাকি।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ..
শুভকামনা রইল
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
রাফিউল আলম ইমন বলেছেন: ভালো লিখেছেন, শুভকামনা এবং + …সাথে থাকুন…
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ঘুম ভাঙ্গিয়ে পাখি
উটলে সুরে ডাকি
মেলে তাই আখি
লজ্জা কোথা রাখি
শুভেচ্ছা