![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
বাংলাদেশের ইতিহাসে এক বর্বর ইতিহাস রচিত হলো সাভারের বাসষ্ট্যন্ডে অবস্থিত রানা প্লাজায়।সরকারি নিষেধ অমান্য করে গার্মেন্ডস মালিকরা জোর করে শ্রমীকদের কাজ করতে বাধ্য করায় যুগের নির্মম নিষ্ঠুরতার ইতিহাস সৃষ্টি হলো। মারা গেল শত-শত যার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই হত্যাকান্ডে দায়ি ভবন ও গার্মেন্ডস মালিকরদের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে কিন্তু কারা এরা এদের ছবি প্রকাশ করা হোক। বিজিএমই এ থেকে গাের্মন্ডস মালিকদের ছবি প্রকাশ করা হোক। এরা দেশের যে প্রান্তেই পালিয়ে থাক এদের গ্রেফতারে সহযোগিতা করবে জনগণ।
আমরা দায়িদের নাম,ঠিকানা সহ ছবি চাই.....জনগণ সহযোহগিতা করবে এদের গ্রেফতার করতে।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
ভিন্ন দৃষ্টি বলেছেন:
সহমত।
Click This Link