![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
সিরিয়াল
মোঃ মোসাদ্দেক হোসেন
বস্তা পঁচা সিরিয়ালে
বাঙ্গালীরা ধুকছে
নৈতিকতা ভুলে গিয়ে
ভুলে ভালে শিখছে।
ঘরে-ঘরে প্রতি ক্ষনে
অশান্তিতে মরছে
পঁচা পঁচা রটনাতে
ঘটনাতে ঘটছে।
চলাফেরা খাবারেতে
ভিন্নতায় ভাসছে
ছোট-খাট অভিমানে
দড়ি গলায় ফাঁসছে।
শৌখিনতা সিরিয়ালের
নামে ধামে রাখছে
নিজে পায়ে মেরে কুড়াল
বাঙ্গালীরা হাসছে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
সকাল হাসান বলেছেন: সিরিয়াল নিয়ে বেশ লিখেছেন! এক কবিতায়েই সব বুঝিয়ে দিয়েছেন!
ভাল লাগল! ++++