![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
ইমরান এইচ সরকার
-মোঃ মোসাদ্দেক হোসেন
মাতৃপ্রেমে গর্জে উঠা
তরুণেরা প্রাণে
মুখরিত শাহাবাগে
গর্জে মাতৃটানে।
হাতে জ্বলা অগ্নিমশাল
কন্ঠে প্রতিবাদে
ফেটে পড়ে সারা দেশে
বিচারে দাবি কাঁধে।
বাংলাদেশে হৃদয় যেন
একটি শাহাবাগে
লক্ষ কন্ঠে একটি দাবি
বিজয় প্রাণে জাগে।
ত্রিশ লক্ষ শহীদেতে
বিজয় ছবি আঁকে
তরুণেরা মুষ্টি হাতে
এক হয়েছে ডাকে।
মুষ্টি হাতে তীব্র কন্ঠে
দাবি উঠে একটাই
একাত্তরে ঘাতক দালাল
ফাঁসি চাই ফাঁসি চাই ।
প্রতিবাদে দাবিটা যে
এই সময়ে দরকার
সেই দাবিটা কাঁধে নিয়ে
ইমরান এইচ সরকার।
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১২
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ছবিটা ইমরান এইচ সরকারের ফেসবুক থেকে নেয়া
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫১
উমর ওসমান বলেছেন: ছবিটা তো আসলেই ভালো হইছে, কে তুলছে ভাই?
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ছবিটা ইমরান এইচ সরকারের ফেসবুক থেকে নেয়া........
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
নীল আকাশ ২০১৪ বলেছেন: কাজ ফুরিয়ে লাত্থি খেল
ট্যারা চোখের যে দালাল
শাহবাগের মদ - গাঁজা
সব করল হালাল
বিচারকের রায় নিয়ে যে
রাস্তা বন্ধ করে
সেই কুকুরের জন্য কেন
এত দরদ, ওরে?
৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর কবিতা
এই মুহুর্তে দরকার
ইমরান এইচ সরকার
৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
আদম_ বলেছেন: অনেক দিন পর একটা ক্যাচাল পোস্ট পেয়ে মনটা চনমনে হয়ে গেল। ওরে পোলাপান তোরা কই.....আইগিয়া আয়।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: ইমরান এইচ সরকারের জন্য ইউটিউব থেকে আমার প্রিয় একটা গান ডেডিকেট করলাম
৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
*কুনোব্যাঙ* এর সাথে সহ-ডেডিকেট করলাম...
জলে ভাসা পদ্ম আমি....
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৭
দেলোয়ার হোসেন মুজাহিদ বলেছেন: কবিতার মত ছবিটাও সুন্দর হয়েছে ভাইয়া!
ছবিটার বামপাশে কার চোখ দেখা যাচ্ছে?