নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরে হতে পারে এবারের ব্লগ দিবস

১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

প্রতিবছরের মত অাগামি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ ব্লগ দিবস। এই ব্লগ দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত হবে ব্লগ দিবস। অামরা যারা দিনাজপুর বা অাশপাশের জেলায় অবস্থান করছি সকলে মিলে এই দিবসে একত্রিত হয়ে একটি ব্লগিও অাড্ডা বা অালোচনা সভা করতে পারি অামরা। যারা দিনাজপুর বা কাছা-কাছি অবস্থান করছি তাদের এই অায়েজনে র বিষয়ে মতামত অাশা করছি। এই দিবসটি দিনাজপুরে কিভাবে সফল করা যায় অামরা কি কি কাজ করতে পারি এই বিষয়ে হতে পারে মুক্ত অালোচনা। অাশা করছি দেশের নানা প্রন্তের মত এবার দিনাজপুরে পালিত হবে ব্লগ দিবস।
এই বিষয়ে আপনাদের সকলের মতামত ও পরামর্শ আশা করছি।

যোগাযোগ-
মোঃ মোসাদ্দেক হোসেন
দিনাজপুর সদর, দিনাজপুর।
ই-মেইল্ঃ [email protected]
মোবাইলঃ ০১৫৫৪৫২৫২৭১

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: টাইটেল হতে পারে এরকম "দিনাজপুরীয় বাংলা ব্লগ দিবস-২০১৪"।


সফল হোক সার্তক হোক।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হুম সকলকে এগয়িে আসতে হবে...

শুভকামনা জানবনে....

২| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

জানা বলেছেন:

হামারনা আপনা মানুষগিলা কোঠে বাহে? যোগোথে একসাত হবার নাইগবে এ্যালা। দেড়ি করা না যাইবে। কাঁয় কোঠে আছেন এইঠে আসিয়া খালি এ্যানা কয়া যান বাহে। গ্যালো বচ্ছর মুই কারবা সাথে আও কচ্ছুনু ফম কড়ির পাওছো না দেখি মনটা খারাপ নাগেছে যাদু। কওছঁো বলে তাঁয় যদুক আরাকবার মোক একানা টেলিফোন করিল হ্যায়, মুই বুড়িটা ঢেইল্যা খুশি হনু হ্যায়।

ভাল থাকেন তোমড়া বাহে।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ আপু...

ফোনে যোগাযোগ করছে কয়েকজন.....

আশা করি সফল হবে...

আপনার ফোন নম্বরটি জানাবেন....


আশা করি সফল হবে দিনাজপুরে.....

৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: দিনাজপুরের ব্লগারদের জন্য রইল শুভ কামনা। বাংলা ব্লগ দিবস সফল হোক।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: শুভকামনা জানবনে....

৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা দিনাজপুর ।

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

তুষার কাব্য বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: দিনাজপুরের ব্লগারদের জন্য রইল শুভ কামনা। বাংলা ব্লগ দিবস সফল হোক।

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ.......

৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




শুভ কামনা রইল আপনাদের জন্য।
রায়ান ঋদ্ধকাব্যহীন রেওয়াজ এরা দুজন দিনাজপুরের। তাদের পোষ্টে কিংবা ফেবু আইডি তে নক করতে পারেন। রায়ানের ফেবু আইডি এবং কাব্যহীন রেওয়াজের ফেবু আইডি

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে....

৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: হতে পারে কি ! আটঘাট বেঁধে নেমে পড়ুন ভ্রাতা :)

শুভকামনা দিনাজপুরের ব্লগারদের জন্য :)

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: হুম...

কর্তৃপক্ষ সাথে থাকলেই হবে.....

ধন্যবাদ....

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ উদ্যোগটি নেবার জন্য। এবছর 19 ডিসেম্বরেই পরীক্ষা। তাই উদ্যোগটি নিতে পারছিলাম না। গত বছর ব্লগ দিবস উপলক্ষে বিরলের বহলা বদ্ধভূমি পরিদর্ষণ করেছিলাম আমরা। এ নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারী সহ একটি প্রতিবেদন পোস্ট করার কথা থাকলেও অর্ধমৃত যন্ত্রগণকের জন্য তা করতে পারছি না। তবে আশা করি শিঘ্রই দেওয়া হবে।

এ বছর কি করা যায়?

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: চাইছিলাম গোর-এ শহীদ বড়মাঠে হয়ে যাক একটা ছোট চা চক্র....

৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

অগ্নি সারথি বলেছেন: এক সময় অনেক চিল্লা ফাল্লা করেও দিনাজপুরের ব্লগারদের এক করতে পারি নাই। দিনাজপুর হতে ব্লগার খুব বেশি নাই, গুটি কয়েক। যাই হোক শুভ কামনা দিনাজপুরের জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আপনি থাকছেন তো?

আমরা পারব আশা রাখি....

শুভকামনা জানবেন...

১০| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুইও বাহে এখন দিনাজপুরত থাকো! তয় দিনাজপুরের কয়জন ব্লগার আছে এইটা জানো না! কুন্ঠে কি করিবেন তাও বুঝবার পারছো না! চেস্টা থাকিবে অংশগ্রহণ করিবার! তয় তোমরা বাহে এইঠে সব কিছু এংনা ডিটেলস কইয়েন! যাতে বুঝবার পারো কি করিবার চাহেছেন!

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: কেন্দ্রিয় ভাবে সবঠিক ঠাক থাকলে আমরা গোর-এ শহীদ বড় মাঠে বসতে পারি....

হতে পারে একটা আলোচনা সভা এবং চা চক্র....

ফোনে যোগাযোগ করতে পারেন।

আপনার ফোন নম্বরটি জানাবেন...


আশা করি আমাদের সাথে সংযুক্ত হবেন...

শুভকামনা রইলো অবিরাম....

১১| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



দিনাজপুরের জন্য শুভ কামনা..... :)

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ....

১২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

মোঃ মোশাররফ হোসেন (মুন্না) বলেছেন: ‌‍"দিনাজপুরে পালিত হবে ব্লগ দিবস‍" মুইহো থাকিম।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: তোরাগুলা সবায় থাকিলে মুইও হাত পা নাড়িবার পারও বাহে....

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: শুভেচ্ছা

ধন্যবাদ....

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার অহ্বান জানিয়ে বন্ধু ব্লগে একটি পোষ্ট স্টিকি করা হয়েছে.... বন্ধু ব্লগের পোষ্টঃ বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধু ব্লগ যুক্ত হতে পারে

বন্ধু ব্লগ এই আয়োজনের সাথে যুক্ত হতে চায়....

আশা করি সকল ব্লগ এক হয়ে এবার একটা বড় ব্লগিও আয়োজন হবে বলে আশা করি.....

১৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: একজন গর্বিত দিনাজপুরীয়ান হিসেবে আপনাদের সাফল্য কামনা করছি । ধন্যবাদ জানাই এই আয়োজনে সাথে থাকবার জন্য । ঢাকায় থাকা হয় বলে এবার ঢাকায় ব্লগ ডে'তে অংশ নেবার ইচ্ছে । নাহলে অবশ্যই আপনাদের সঙ্গ দিতাম ।

ভালোলাগা রইলো ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: আমিও আছি।

ব্লগে অনিয়মিত বলে দেরি হয়ে গেল....।।

সেদিন সামনা-সামনি কথা হয়েছিল। তাহলে কি সেদিনের সিদ্ধান্তই বহাল থাকছে? শিল্পকলা একাডেমী, বিকাল ৪টা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.