নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

বাংলাব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধুব্লগ সংযুক্তি হতে চায়!

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বাংলাব্লগ দিবস। বাংলাব্লগের ব্লগারসংখ্যা যেকোন ভাষা-ভাষীর ব্লগ থেকে কিছুটা ভিন্ন এবং তুলনামূলকভাবে সক্রিয়। বাংলাব্লগের ব্লগাররা দেশের সংকটময় মুহূর্ত থেকে দুর্যোগ, সচেতনতা, মানবিক উদ্যোগ এবং এমনকি দেশের রাজনীতিতে ইতিবাচক জনমতগঠনের মতো সাহসিকতার সাক্ষর রেখে চলেছে। এরই ফলশ্রুতিতে ২০০৯ সালে প্রথম পালিত হয় বাংলাব্লগ দিবস। এরপর গত পাঁচবছরে ১৯ ডিসেম্বর বাংলা ব্লগাররা নিজেদের ঐক্য জানান দিতে এক হয়েছে যে যার অবস্থান থেকে। প্রতিবছরের মতো এবারো পালিত হতে যাচ্ছে ব্লগদিবস। এ সংক্রান্ত একটি উদ্যোগী পোষ্ট দিয়েছেন ‘মাঈনউদ্দিন মইনুল’ বাংলাভাষার ১ম ব্লগ সামহ্যায়ারইন ব্লগে। পোস্ট লিংকঃ ৬ষ্ঠ ব্লগ দিবসের ডাক: Every Blogger’s Day ।



আমরা যারা বন্ধু ব্লগে লিখছি আমরাও আমাদের ব্লগ থেকে একাত্ব হতে চাই এই ব্লগীও এবং ব্লগারদের সবচেয়ে বড় একটি আয়োজনের সাথে। এ বিষয়ে বন্ধুব্লগের সকল ব্লগারবন্ধু এবং বন্ধুব্লগের ব্লগকর্তৃপক্ষের মতামত আশা করে একটি পোষ্ট স্টিকি করা আছে বন্ধু ব্লগে।



বন্ধু ব্লগের পোষ্ট লিংকঃ বাংলাব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধুব্লগ কি যুক্ত হতে পারেনা?



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রিয় মোসাদ্দেক হোসেন.... বন্ধু ব্লগকে যুক্ত করার জন্য আপনার প্রচেষ্টায় সাধুবাদ জানাচ্ছি। এবিষয়ে আমার পোস্টটিতে সামহোয়্যারইন সম্পাদক যেভাবে বলেছেন, সেভাবে যোগাযোগ করুন। অবশ্যই যুক্ত হতে পারেন!


অনেক শুভেচ্ছা :)

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যাবাদ...


যোগাযোগ করা হয়েছে...

শুভেচ্ছা জানবেন....

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: বন্ধুব্লগে আমিও লিখছি এবং বন্ধুব্লগের সাথেই আছি থাকব... বাংলাভাষাকে বিশ্ব দরবারে আরও জোড়ালো করে প্রকাশ করতে চাই। বাঙলা ভাষা বিশ্ব দরবারে যেন শক্ত অবস্থান তৈরি করতে পারে সেজন্যই আমাদের এই বাংলা ব্লগিং অনেকটা অবদান রাখতে পারে.... যেহেতু সামহ্যায়ারইন ব্লগ বাংলার প্রথম বাংলা ব্লগ সেহেতু সকল ব্লগ সামহ্যায়ারইন ব্লগের সাথে একাত্ততা ঘোষনা করা উচিত।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যাবাদ.....

বন্ধুব্লগকে একাত্ব করবার বিষয়ে সহযোগিতব করার জন্য...

শুভকামনা জানবেন অবিরাম...

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

এমএম মিন্টু বলেছেন: good post

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ..

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

 বলেছেন: সুন্দর পোস্ট :D

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ..

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন:

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

জানা বলেছেন:

@মোঃ মোসাদ্দেক হোসেন,

অন্যান্য ব্লগের সংযুক্তি নিয়ে আমরা সবাই সবসময় আনন্দিত। কেবল কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা দরকার:

ক) ব্লগটি কোন বিশেষ রাজনৈতিক এজেন্ডা নিয়ে প্রতিষ্ঠিত নয়।
খ) কোন বিশেষ মতবাদ/ইজম/ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম বা উদ্দশ্যপ্রণদিত নয়।
গ) ব্লগটির সাথে স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গৌরবময় ঐতিহ্যের বিরোধিতাকারী কোন স্বার্থ জড়িত নয়।
ঘ) সার্বজনীন মত প্রকাশে দায়িত্বশীল বাকস্বাধীনতায় আন্তরিক সমর্থন ও সম্মানবোধ আছে।


আপনার মেইল পেয়েছি। কেবল উপরোক্ত কয়েকটি বিষয়ে আমাকে ঐ একই মেইলে একটু কষ্ট করে দু'লাইন করে জানিয়ে লিখুন। তার উত্তরটিও নিশ্চয়ই পেয়ে যাবেন দ্রুতই এবং অন্তর্ভুক্তির প্রাসঙ্গিক পদক্ষেপগুলি নিয়ে আমি সাথেই সাথেই জানিয়ে দেবো।

অশেষ ধন্যবাদ। আমাদের সকলের সকল চিন্তায় এবং সকল কাজে দায়িত্বশীলতা, সততা এবং মঙ্গলময়তা বিরাজ করুক। দেশের জন্যে সর্বপোরি মানুষের জন্যে আমরা যেন সবসময় একত্রিত থাকি।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.