![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
সাকিব আল হাসান
-মোঃ মোসাদ্দেক হোসেন
লাল সবুজের পতাকাটা
বুকে ধারণ করে
লড়ছে তরুণ শক্তমনে
স্বপ্ন কাঁধে ভারে।
চারে ছক্কায় ব্যাটে বলে
ধুম ধাড়কা খেলা
হাতে বলে ইউকেট তুলে
আনছে বিজয় মেলা।
নতুন নতুন করছে রেকর্ড
সাকিব আল হাসান
ক্রিকেট জুড়ে নামটি যে তার
উড়ছে বিজয় নিশান।
খেলতে থাকো মনের মত
লড়তে থাকো তুমি
দাও ছড়িয়ে বাংলাদেশকে
প্রিয় জন্ম ভূমি।
ছড়াটি বাংলা নিউজ২৪.কমে প্রকাশিত হয়েছে ।
©somewhere in net ltd.