![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
দিনাজপুর সদর উপজেলার রাণিগঞ্জ মোড় এলাকার বাসিন্দা আব্দুল বারেক পাখি পালন করে পেয়েছেন সফলতা। সুদর্শন টিয়া পাখির মত দেখতে বাজারিকা পাখি পালন করছেন দীর্ঘ ৭ বছর ধরে। উনার পাখির খামারটিতে দেখা যায় সারি সারি মাটির কলস দেয়া। পাখিগুলো কিচিরমিচির করছে। ২ শত জোড়া বাজারিকা বা ৪ শত পাখি রয়েছে খামারে। জানালেন পাইকারি ভাবে নিয়ে যায় পাইকাড়রা। এতে করে তার মাসিক আয় হয় ২০-৩০ হাজার টাকা।
পাখির খামার ঘুরে....
২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
পাখী পালন সঠিক জীবিকা নয়। ঘরে পাখী পালন বেকুবী মাত্র।