নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থ্রি ইডিয়টের একজন

চিক্কুর

একটি নিম্ন মাত্রার ব্লগ

চিক্কুর › বিস্তারিত পোস্টঃ

আবাহন

১১ ই মে, ২০১৬ রাত ৮:৪৭




ধূসর স্বপ্নের ক্লান্তিকর পথের ভুলে যদি ফিরে আস
পথের বাঁকে অশথের ছায়াতলে দেখবে এখনও আমি বসে আছি
যেখানে তুমি অঝোরে কেঁদেছিলে আমি ফিরিয়ে দিয়েছি বলে।
তালপুকুরের ঘাটখানি ঝরাঝীর্ণ হয়ে গেছে অযত্ম আর অবহেলায়
শেওলা দেখবে বন্দি স্মৃতিগুলো বুকে নিয়ে সবুজ হয়ে গেছে
আর আমি শাপলা হয়ে মিশে আছি তালপুকুরের জলে।

এনিমেটেড ফিল্মে পেয়ে গেছ যতটুকু প্রয়োজন প্রকৃতিকে
যেখানে সবুজের ঘনঘটা আরো গভীর আর নীল আরো প্রখর,
অশথের ছায়া ম্রিয়মান শীতাতপের শীতল হাওয়াতে,
তাই স্মৃতিগুলো টেনে এনে প্রলম্বিত করতে চাই না মুছে যাওয়া পথকে।

তবু মুক্তা হারানো ঝিনুকের মতো আকুতি করি দেখে যাও তাদের
তোমার ছন্দহীন বিচ্ছেদের বিরহে চুপচাপ হয়ে যাওয়া সাথীদের,
দেখবে আকাশপট থেকে প্রাণের ঝর্ণা নেমে এসেছে তোমার পদধূলিতে
মোহময় শব্দে খুজে পাবে চারিদিকে সেসব পাখিদের
যারা কলকলিয়ে হাসত তোমার আমার খুনসুটি দেখে।


ছবিঃ-নেট।


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম স্তবক পড়েতো ভাভছিলাম জীবন বাবুর কোন কবিতা বুঝি পড়ছি ! :)

সুন্দর হয়েছে।

সুন্দর ..সাবলীল ++++

১১ ই মে, ২০১৬ রাত ৮:৫৮

চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাইয়া।

২| ১১ ই মে, ২০১৬ রাত ৯:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা , ভাল লাগল।

১১ ই মে, ২০১৬ রাত ৯:২৮

চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.