![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যাতারা মিটমিটিয়ে
কলকলিয়ে হাসছে,
যাওয়ার বেলায় পল্লীবালার
শাড়ীর আঁচল খুজছে।
জ্যোৎস্না রাতে হাস্নাহেনা
প্রেমের খেলায় মজছে,
শুকতারাকে সরল মনে
মনের কথা বলছে।
চিটকিনিটা আস্তে খুলে
সবুজ ডাঙ্গায় যাই,
ঘাসের উপর উপোড় হয়ে
মন মাঝিরে বুঝাই।
ঝোনাকপোকা ঝিঝি ডাকে
গল্প বলত কত,
রূপকথার গল্পগুলো
শুনেছি শতশত।
সেদিনকার দিনগুলোকে
ঢাকা শহর খুজছি,
দিনগুলোকে মনে হচ্ছে
রূপকথার কলসি।
১২ ই মে, ২০১৬ রাত ১০:১৯
চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
পবন সরকার বলেছেন: ভালো লাগল।