![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদে নাকি বুড়ি থাকে
ভাবছে খোকা সকাল থেকে,
থাকছে বুড়ি কেমন করে?
একা একা সঙ্গীবিনে।
রাতের বেলার চাঁদ মামা
দিনে কোথায় থাকে?
দিনের বেলায় সব দেখা যায়
চাঁদ হারিয়ে যায় কিসে?
সকাল থেকে রাত অবধি
প্রশ্নের নাইকো শেষ,
প্রশ্ন থেকে জানতে পারে
চাঁদের বুড়ির আসল ভেদ।
২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩
চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশ্ন দিয়েই মেলে সমাধান।
সুন্দর ছড়া কাব্য।
২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫
চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:৫১
কবীর বলেছেন: ভাল লাগা.............
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০১
চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৪| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:১০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০১
চিক্কুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৫| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩
এমেচার চটপটিওয়ালা বলেছেন: ছাদের বুড়ির কি বুড়া আছে?
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০২
চিক্কুর বলেছেন: কেন বুড়ির প্রতি আপনার আগ্রহ আছে?
৬| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪০
লক্ষ্মীছেলে বলেছেন: চিক্কুর !
দুঃখিত, না হেসে পারলাম না। কবিতার কথা আর কি বলবো, এক কথায় পচা, না না ভালো, খুব ভালো।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৫
চিক্কুর বলেছেন: খেয়ে দেয়ে কাজ নাই
তাই আকডুম বাকডুম লিখে যাই।
৭| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯
লক্ষ্মীছেলে বলেছেন: চটপটির উত্তর দারুন দিয়েছেন, আর আমার উত্তর ... এই, চলে আর কি তবে দৌড়ায় না। + একটা।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮
চিক্কুর বলেছেন: বুড়ি আর দৌড়বে কি!
এই বয়সে মরবে নি?
৮| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:২৩
লক্ষ্মীছেলে বলেছেন: চাঁদের বুড়ি কবে মরে ভূত হয়ে গেছে, ভয় লাগে তার আত্মা এসে আবার ভর করে কিনা
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৩
চিক্কুর বলেছেন: তাহলেতো ভাগ্যটা খুলে যাবে
তার সাথে চলে যাবেন চাঁদের দেশেতে।
৯| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৯
লক্ষ্মীছেলে বলেছেন: চাঁদের বুড়ির আসল ভেদ টা কি !! জানতে পারি জনাব চিক্কুর।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৩
চিক্কুর বলেছেন: মজা পাইছি ভাই
ছোট্ট শিশুর মতো
জানতে চান তাই
১০| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৬
লক্ষ্মীছেলে বলেছেন: যেমন??
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৫২
চিক্কুর বলেছেন: জায়গাটা পাহাড় আছে
আরো আছে গর্ত
যার ফলেতে সূর্যের আলো
পড়ে না ঠিকমত।
যার কারনে জায়গাটাতে
একটু অন্ধকার
দেখতে তাহা বুড়ির মত
এই হল কারবার।
১১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:০০
লক্ষ্মীছেলে বলেছেন: সে তো সবাই জানে, চাঁদে পাহাড় আছে, গর্ত আছে, আরও কত কি... কিন্তু
২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:০৪
চিক্কুর বলেছেন: আবার কিন্তু কি
নতুন কোন
তথ্য থাকলে
জানান দেখি।
১২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
লক্ষ্মীছেলে বলেছেন: তথ্য কেন্দ্র তো বোবা কিছু বলেনায়, তাই আমিও বোবা হয়ে রইলাম। চিক্কুর পারতে থাকেন,
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর প্রকাশ।