নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থ্রি ইডিয়টের একজন

চিক্কুর

একটি নিম্ন মাত্রার ব্লগ

চিক্কুর › বিস্তারিত পোস্টঃ

অম্বর ঘন ডম্বুরু বাজে

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮


অম্বর ঘন ডম্বুরু বাজে
অন্দরে তবু নুপূর বাজে,
সোনার পাখি পেখম তুলে
সুরা হাতে কল্লোল তানে।

ঘোরঘোর চোখে মৃদু চাহে
বীণার ঝংকার নাহি থামে,
মদন রতি ছুড়ে মারে
অন্দরে অন্দরে সুন্দরী নাচে।

চিক্কুর সমেত ডঙ্কা বাজে
প্রলয় লীলার তান্ডব চলে,
বিরাণ বনে শূণ্য মাঠে
অন্দরের মাঝি বানর নাচে।

কালের কন্ঠ আছে শত
রাজার কার্যে রাজ্য নত,
আমরা তবু ধ্যান রত
সঙ্কায় সাজে বিপদ যত।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

মার্কোপলো বলেছেন:




হেরেমখানার রাজনীতি

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯

চিক্কুর বলেছেন: আমার প্রিয় চাঁদগাজী ভাই,ইদানিং আপনি কোন কমেন্ট গ্রহণ করেন না কেন? এট আপনার অগণতাস্ত্রিক রাজনীতি।

২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬

লক্ষ্মীছেলে বলেছেন: চিক্কুর সমেত ডঙ্কা বাজে

ভালোই লেখা + একটা বড় কিপটে আমি।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১২

চিক্কুর বলেছেন: কিপটে হলেও সমস্যা নেই
কমেন্টেই খুশি ভাই।

৩| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩

চিক্কুর বলেছেন: প্রিয় ভাই,অসংখ্য ধন্যবাদ।

৪| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২

মার্কোপলো বলেছেন:

"লেখক বলেছেন: আমার প্রিয় চাঁদগাজী ভাই,ইদানিং আপনি কোন কমেন্ট গ্রহণ করেন না কেন? এট আপনার অগণতাস্ত্রিক রাজনীতি। "

-কইছু লোক ফ্লাডিং করছে, সেটা থামাতে গিয়ে এসব করতে হচ্ছে।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৬

চিক্কুর বলেছেন: গণতন্ত্রের যুগে কিছু বানরতো থাকবে। ওদের আপনি ব্লগ করে দেন।

৫| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শব্দচয়নে ভালো লাগা যদিও ছন্দে সমস্যা আছে ।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৯

চিক্কুর বলেছেন: আরো অনেক সমস্যা আছে
ঠিক হতে সময় লাগবে।

৬| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

পুলক ঢালী বলেছেন: কবিগুরুর বর্ষার হেডিং কিন্তু খুবই যৌক্তিক কথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দারুন ক্রিয়েটিভিটি।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫২

চিক্কুর বলেছেন: তিনি হলেন কবিগুরু
সেখানে আমার নেই কোন ভেলু।

৭| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আব্দুল্লাহ বোরহান বলেছেন: অসাধারন

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৪

চিক্কুর বলেছেন: খুশি হলাম ভাই
অসাধারণ বলেছেন তাই।

৮| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:৩১

কল্লোল পথিক বলেছেন:







বেশ হয়েছে।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৬

চিক্কুর বলেছেন: ধন্য হলাম আমি
একজন কবি
বললেন আমায়
বেশ হয়েছে নাকি?

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৭ শে মে, ২০১৬ রাত ১১:৫০

চিক্কুর বলেছেন: বিজন দা পড়ছে ছড়া
এটাই আমার অনেক পাওয়া
সুন্দর নাকি হইছে ছড়া
লিখে যাবো আরো কড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.