![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীত এসেছে কুয়াশা মুড়ে
লাগছে বড় বেশ,
হরেক রকম আমেজ নিয়ে
মাতিয়ে দিচ্ছে দেশ।
অনেক রকম শাকসবজিতে বাজার সয়লাব
পুষ্টি গুণের সবজিগুলো খেতে বড়ই স্বাদ,
গরম গরম পিঠাপুলিতে হচ্ছে কলোরব
সব মিলিয়ে শীতের আমেজ লাগছে মনোরম।
নানান স্বাদের এই ঋতুুটি আমার বড় প্রিয়
কবিরা সব এই ঋতু নিয়ে নিরব কেন বল?
তাদের কাছে আমার শুধু জানতে ইচ্ছে হয়?
শীতের দেশে তারা সবাই ঘুরতে কেন যায়?
শীতের রাতে লেপের নীচে ঘুমাতে যখন যাই
স্বর্গীয় ঘুম নেমে আসে আমার নিরালায়,
শীত তুমি নেমে আস আমার অন্তরে
হৃদয়খানি শীতল করি তোমার পরশে।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
চিক্কুর বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
বাবুলবাদশাগ বলেছেন: মনোমুগ্ধর।হৃদয়ের মাঝে শীতের কোমলতার ঢেউ জাগোল তোমার কবিতাটা পড়ে ।শুভব্লগিং।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
চিক্কুর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০
কবীর বলেছেন:
সুন্দর হয়েছে ।