![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরএলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা –পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে । আজ সোমবার এলাকাবাসীর নজরে আসে । কবরস্থান ও মাদ্রাসা কমিটির সভাপতি পৌরসভার মেয়র এবং স্থানীয়রা জানান, পৌর কবরস্থান এবং পাশ্ববর্তী মাদ্রাসার দানবাক্স পাশাপাশি ৩ গজের মধ্যে অবস্থিত । বাক্সে সংগৃহীত দানের অর্থ মাদ্রাসার উন্নয়ন এবং কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করা হয় । দুর্বৃত্তরা কবরস্থানের দানবাক্সের লোহার ফটক ভেঙ্গে এবং মাদ্রাসার দানবাক্সের ফটকের তালা ভেঙ্গে ভেতরে থাকা টাকা পয়সা নিয়ে যায় ।ভেতরে কি পরিমাণ টাকা পয়সা ছিলো তা জানা যায়নি । মুক্তাগাছা থানা পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : কবরস্থানের ভাঙ্গা দানবাক্স (১) মাদ্রাসার তালাভঙ্গা দানবাক্স (২) মুক্তাগাছায় কবরস্থান ও মাদ্রাসার দানবাক্স ভেঙ্গে টাকা লুট
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭
বনমানুষহনুমান বলেছেন: মরার পর ওদের ফিরিয়ে দিতে হবে ।