নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে স্যালুট কর,তোমার বস কে নয়-নিলয়

মনিরুজজামান নিলয়

চোরেরা খায় খুরমা-পোলাও সাধুদের ধারে ধারে,তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার-মনিরুজ্জামান নিলয়

মনিরুজজামান নিলয় › বিস্তারিত পোস্টঃ

একাকিত্বের একলা প্রহর

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

একটি সত্য প্রেমের কাহিনীঃ

আমার ভুজম ফ্রেন্ড
রুপক, এক টা মেয়ে কে অনেক লাভ করত,মেয়েটির নাম
শায়েলা আক্তার শারমিন।
মেয়েটি কে রুপক প্রথম দেখাতে
ভালবেসে ফেলে। কিছু দিন পর মেয়েটি কে রুপক দেখতে
পায় না।
অনেক দিন খুজা খুজি করার পর,,রুপক শুনতে পারল যে
মেয়েটি জে এস সি তে ফেল করার কারনে তার বাবা
তাকে
মাদ্রাসা ভতি করে দিছে।
রুপক শুনার পর সে খুজতে খুজতে মাদ্রাসা
চলে গেল, শারমিন এর সাথে রাস্তায় রুপক এর দেখা।
পরে রুপক
তাকে ভালবাসার কথা বলে মেয়েটি কয়েকদিন পর উওর
দেয়।
সেও রুপক কে ভালবাসে।
এভাবে তাদের ভালবাসা চলতে
থাকলো প্রায় ২ বছর।
রুপক পডা শুনা করত সিলেটে,ফোনে
তাদের কথা হয়তো।
আর সত্যি বলতে শারমিন গরিব ঘরের মেয়ে ছিল।
পডা শুনা করার
মত তেমন টাকা পয়সা ছিল না,রুপক অনেক কষ্ট করে তার
পডা শুনার
খরচ চালাতো।
রুপক প্রতি মাসে বাবার কাছ থেকে 4000 টাকা
নিত,আর টিউশনি করিয়ে পায়তো ৫০০০ টাকা।
মোট কথা হল রুপক
অনেক কষ্ট করতো,কিন্তু শারমিন কে কষ্ট দিত না।
প্রতি মাসে
মেয়েটি প্রাইভেট খরচ,জামা কাপর,হাত খরচ সমস্ত
টাকা দিত।
কিছু
দিন পর রুপক শুন তে পেল মেয়েটি নাকি অন্য ছেলের
সাথে কথা
বলে, রুপক কিছু মনে করল না।
কারন রুপক জানতো শারমিন এ কাজ
করবে না।
কিছুদিন পর রুপক সিলেট থেকে বাসায় গেল।
বাসায়
আসার পর রুপক শুন তো পারল শারমিন, শিশির নামের
এক্টা
ছেলের সাথে প্রেম করে।
শারমিন কে রুপক বলল শিশির এর
কথা,,,,কিন্তু শারমিন না করল।
তো রুপক কিছু মনে করল না।কারন সে
শারমিন কে অন্ধের মত লাভ করত।
কিছু দিন পর রুপক এর এক বন্ধু
শারমিন কে দেখল যে এক ছেলের সাথে পার্কে বসে
আছে, সাথে সাথে রুপক কে ফোন দিল,, রুপক বিশ্বাস করে
না।
তখন রুপক কে এই পার্কে আস্তে বলে,
রুপক আসল,,,,আসার
পর দেখে সত্যি শারমিন শিশিরের সাথে বসে আছে।
এই চিত্র দেখে রুপক পাগল পাগল অবস্থায় দিশেহারা
হয়ে গেল।
যেন তার মাথায় ঠাডা পরল।
সে কিছুই মনে করতে পারছে।
তবুও সে শারমিন এর কাছে গেল না..রুপক চাই সে
আমাকে ছাড়া যদি সুখি হতে পারে..তাহলে সুখে থাক।
কান্না করতে করতে জলন্ত সিগারেট এর ধোয়া..টান্তে
থাকে
রুপক মেয়েটির জন্য এত কিছু করল তবুও কেনো শারমিন
এমটা
করল..?
রুপক এর শখের সাইকেল বিক্রি করেও শারমিন এর সমস্যা
সমাধান
করছে..নিজে না খেয়ে তার পড়াশুনা খরচ দিল...কি এমন
ক্ষতি করে ছিল রুপক
ছেলেটার বর্তমান অবস্থা এখন পাগল।
রুপক এর কাছে আমি কাহিনিটি শুনার পর দু চোখে আর
জল
আটকাতে পারলাম না।
ভালবাসা শুধু কষ্ট দিতে পারে...তবে সবার জন্য না....
তো আমার কথা হল...মেয়ে কোনো এমন করল..?
ছেলে টার ভালবাসা কি অপরাধ ছিল..?
ছেলে টার কষ্ট গুলা বাদ দিলাম আমি..!
এখন ছেলের কি অবস্থা হবে...?
ভালবাসা এমন কেনো.।?
কোনো পাঠক যদি এর উত্তর দিতে পারেন..তাহলে আমার মেইল এ পাঠিয়ে দিবেন
মেইল : [email protected]
চিঠি লেখার ঠিকানা..
বারিধারা- ডিওএই এস,রোড ৭,বাসা -৫১/২,নিচ তলা।
মোবাইল-০১৯৮৩-৩৫১৪৫১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং৷ব্লগ খোলার ১ মাস হয়ে গেল অথচ আপনি কোন কমেন্ট পান নাই; আবার নিজেও কোন কমেন্ট পান নাই!! বিষয়টি আমাকে অবাক করেছে!!! ব্লগে সেফ হতে হলে ব্লগে সময় দিতে হবে; অন্য ব্লগারদের পোস্টে বিষয়ভিত্তিক কমেন্ট করতে হবে৷এতে আপনার পরিচিতি বাড়বে৷শুভ কামনা রইলো ৷

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

মনিরুজজামান নিলয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.