| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম থেকে জেগে তোমার আলো দেখে
কেটে যায় কত যে সময়
জীবনের তাড়নায় ছুঁটতে ছুঁটতে ভাবি
জীবনটা কত গতিময় ।।
হঠাৎ থমকে যাই, চমকে তাকিয়ে দেখি
বিচিত্র এই জাহান।
আঁধারে তোমার খুজি,
আলোতে অবহেলায়,
জানি যদিও সবি তোমার।
প্রেমিকার হাত অথবা সোনার হরিন চেপে
যেন স্বর্গ নেমে আসে,
মিথ্যা স্বর্গের নিয়মের তিক্ততায়
নরক যেন আড়ালে হাসে ।।
হঠাৎ থমকে যাই, চমকে তাকিয়ে দেখি
বিচিত্র এই জাহান ।
আঁধারে তোমার খুজি,
আলোতে অবহেলায়
জানি যদিও সবি তোমার ।।
ব্যান্ড : সাইকোভিনা
এ্যালবাম : স্বপ্নচূড়া -২
অডিও লিংক
(ব্লগে এসে যে বন্ধুদের ভালবাসা পেয়েছি, আরও পেয়েছি যে ভাই বা বোন, যাদের ভালবাসায় সিক্ত হয়েছি সব সময় তাদের জন্য আমার ক্ষুদ্র লেখাটি।)
অবাক ভালবাসা
নীহারিকার পথ ধরে
ধূসর সময়ের পথ মাড়িয়ে,
যখন একলা হেঁটেছি বন্ধু
তখন তোমরাই দিয়েছিলে হাত বাড়িয়ে।
পথের ক্লান্তি বুকে নিয়ে,
দীর্ঘশ্বাস গেছে মহাকাশে ছাড়িয়ে,
আমার কাঁধে নির্ভরতার হাতটি রেখে
তখন তোমরাই ছিলে পাশে দাঁড়িয়ে।
যখন কেটেছে নির্ঘুম রাত
হারিয়ে গেছি কোন নষ্ট সময়ের তীরে,
তোমারদের ভালবাসা তারা হয়ে
জেগেছে আমার পাশে, অনেক দুঃস্বপ্নের ভীরে।
কখনো ক্লান্ত এ জীবনের ভার নিয়ে
ইচ্ছে হয়, চলে যাই এক জীবন দূরে,
তোমাদের মমতা বেঁধে রাখে আমায়
হেরে যাই এই অবাক ভালবাসার তরে।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০২
নাদান বলেছেন: আমাগো বিমার গান শুনে আমি উল্টায়া পড়ে ছিলাম
পোলাটা এতদিন এইসব নিয়া এতদিন লুকাই ছিল।
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: অনেক কৃতজ্ঞতা তুমারে দুস্ত ।
লজ্জায় ফেল্লা ।।
কি যে লিখুম বুঝতাসিনা ।
তুমারে মিস করছি অনেক ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৬
নাদান বলেছেন: তোমারে আর কিছু কইতে হইবো না। তুমারে পিডাইটে ইচ্ছে করছে। কোন দিন বল্লা না এত ভাল গান গাও তুমি।
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৩
রাশেদ বলেছেন: যখন কেটেছে নির্ঘুম রাত
হারিয়ে গেছি কোন নষ্ট সময়ের তীরে,
তোমারদের ভালবাসা তারা হয়ে
জেগেছে আমার পাশে, অনেক দুঃস্বপ্নের ভীরে।
------------
এই লাইনগুলা সবচেয়ে ভালো লাগছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৮
নাদান বলেছেন: ধইন্যা পাতা। গানটা শুনছো?
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৪
মানবী বলেছেন: "কখনো ক্লান্ত এ জীবনের ভার নিয়ে
ইচ্ছে হয়, চলে যাই এক জীবন দূরে,
তোমাদের মমতা বেঁধে রাখে আমায়
হেরে যাই এই অবাক ভালবাসার তরে।"
মন খারাপ না অসুস্থতা! এমন হতাশাবাদী ভাবনা কেন ভাইয়া!
কবিতা ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৮
নাদান বলেছেন: ধন্যবাদ আপু , বিমার গানটা শুনেন। আমাদের বিমা এত ভাল গান গায় জানতামি না।
৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
মানবী বলেছেন: অদ্ভুত তো! একজন গায়ক ব্লগার আছেন জানা ছিলোনা!
সুন্দর গান, চমৎকার গায়কী! অভিনন্দন সুরেলা মানুষকে ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৩
নাদান বলেছেন: ধন্যবাদ আপু ![]()
৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমাকে না বলছি কোন মন খারাপ এর কথা না............
মন খারাপ এর কবিতা লিখো ভালো কথা।
কিন্তু মনটাকে আনন্দে ভরিয়ে রেখো।
হাসিখুশি থেকো।
শুভেচ্ছা।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৪
নাদান বলেছেন: এমনি লিখলাম আপু
তুমি কেমন আছো? বিমার গাওয়া গানটা শোন।
৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
রাশেদ বলেছেন: কি!! এইডা বিমার গান!!
একদিন কোন ব্যান্ডের কথাতে ওরে জিগাইছিলাম এত মানুষ চিনে কিভাবে নাজানি ঐ ব্যান্ডের লোকদের চিনে কিভাবে? বেতা ধুনফুন কইরা পাশ কাটাইয়া গেছে। আমিও ভু্লে গেছিলাম পরে চাইপা ধরতে। বেটা ফাজিল!! ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫
নাদান বলেছেন: মাইর দাও ওরে। আমি কত কইয়া যে বাইর করছি।
৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫
রাশেদ বলেছেন: ঐ বেটা ট্র্যাপ ব্যান্ডের লোকজনরে ভালো কইরা চিনে। কেম্নে চিনে কয় নাই। ![]()
৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫
রাশেদ বলেছেন: তুমি পাইলা কই এই হিস্ট্রি?
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
নাদান বলেছেন: এই হিস্ট্রি বের করতে আমার এক মণ খাঁটি সরিষার তেল খরচ করতে হইছে।
১০|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: ফাজিল কি আলিম কামিল এর পরে ???? @ ড়াষূ ![]()
১১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৮
রাশেদ বলেছেন: ট্র্যাপ ব্যান্ডরে কেম্নে চিনো!! এইডা পাশ কাটাইয়া গেছিলা।
ফাজিল কি জিনিস সামনে পাইলে টের পাওয়ামু। ![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২০
নাদান বলেছেন: বিমা মাইর থেকে বাঁচতে চাইলে আজ সব জবাব চাই।
১২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৯
রাশেদ বলেছেন: নাদুরে থ্যাঙ্কু। তয় বিমার লাইগা মাইর।
ঐ বেটারে আমি চরম গান ভক্ত মনে করতাম। একবার এক গান অডিও ছাড়াই লিরিক্স লেইখা ফেলছিল, আমি কইলাম অডিও লাগবে কিনা? কয় না মুখস্ত আছে। বেটা ফাজিল যে কালেম মানুষ সেইটা বুঝলে কি আর প্রশ্ন করতাম!!
![]()
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১
নাদান বলেছেন: আমার আগেই সন্দেহ হইছিল। এইটা সাধারন কেউ না।
১৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২০
মানবী বলেছেন: গতকয়েক দিনে "তুমি আমার ঘুম.." গানটি ব্লগে বেশ কয়েকবার পোস্ট হয়েছে, একবারো পুও গানটি শোনার আগ্রহ হয়নি। এই গানটি দু'বার শুনেছি, সত্যিই বেশ ভালো লেগেছে। শেয়ার করার জন্য নাদান কে ধন্যবাদ।
রাশেদ, নাদানও কিন্তু প্রশ্ন পাশ কাটিয়ে যাচ্ছেন!!!! ব্যক্তিগত বিষয় হলে বলতে হবেনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩
নাদান বলেছেন: আমি কদিন ধরে একটু অসুস্থ আপু।
১৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২২
স্নোবল বলেছেন: বিমায় এত ভালো গান গায়? এইটাতো জানতাম না? আগেতো ভাবতাম খালি গান পুস্ট দেয় মাঝেমাঝে।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৪
নাদান বলেছেন: বেটা কামেল এবং ফাজিল দুইটাই ![]()
১৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬
রাশেদ বলেছেন: @ মানবী...না কইয়া বিমা যাইবে কই!! দরকার হইলে ওর ডেরায় যাইয়া হাজির হব। ![]()
১৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৭
রাশেদ বলেছেন: @ মানবী আপু...নাদু মনে হয় এক্সিডেন্টের ধাক্কা কাটিএ উঠতে পারে নাই এখনো।
১৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: আমি কি করছি !!!!!
১৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯
রাহাত আহমেদ বলেছেন: ভাই এইখানে কি স্পাই আছে....?
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩২
নাদান বলেছেন: কিসের স্পাই রাহাত ভাই?
১৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩০
মানবী বলেছেন: নাদান, আমার এ্যাক্সিডেন্ট এবং চিকিৎসা দুটোর অভিজ্ঞতা আছে ![]()
কোন সাহায্য প্রয়োজন হলে জানাবেন ভাইয়া।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
নাদান বলেছেন: থ্যান্ক ইউ সো মাচ আপু, প্রয়োজান হলে আমি অবশ্যই জানাবো।
২০|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
রাশেদ বলেছেন: বিমার ফাসি দেয়া হইবে লুকাইয়া থাকার জন্য!! ![]()
২১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
রাশেদ বলেছেন: গানটা জটিল বিমা।
২২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮
রাহাত আহমেদ বলেছেন: যারা নিকের আড়ালের মানুষটিকে ধরে পোস্টাই...।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১২
নাদান বলেছেন: ফেলুদার সাথে যোগাযোগ করেন। ![]()
২৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: দোস্তরা ভ্যাভূ চিল্লা ফাল্লা করলেও ভাল্লাগে । @ড়াষূ
২৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৫
মানবী বলেছেন: জেনে ভালো লাগলো ভাইয়া ![]()
রাশেদকে 'বিশ্লেষন" পড়ার অনুরোধ রইলো।
২৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৬
রাশেদ বলেছেন: ভালো গানরে ভালো কইতে পারুম না!! ![]()
২৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৯
মদনবাবু বলেছেন: ব্যাপার কি?
কানামাছি খেলেন কার সাথে ?? গানটা কিন্তু জটিল ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮
নাদান বলেছেন: ![]()
২৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ্ বিমা তো দারুন গান করে।
শুভেচ্ছা থাকলো বিমার জন্য..........।
তুমি ভালো থেকো ভাইটা।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩
নাদান বলেছেন: আমার আর বিমার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ আপু।
২৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০২
বিহঙ্গ বলেছেন: সুন্দর প্রত্যাবর্তনে খুশী হয়েছি।
কবিতা ভালো হয়েছে।
শরীর কেমন?
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
নাদান বলেছেন: আমারো খুব ভাল লাগছে আপনাদের মধ্যে ফিরে। কেমন আছেন বিহংগ? এখন আছি মোটামুটি। আমার আর বিমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
২৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
এস্কিমো বলেছেন: দারুন।
৩০|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বিমারে বস্তায় বস্তায় ধইন্না পাতা...
(সিজন ফুরাইয়া গেলে আর দেওন যাইবো না
)
এরম এলেমদার লুক এম্নে লুকাইয়া ? এইডা হৈলে?
ভাল্লাগছে বিমা... অনেক বড় হও ...
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৯
নাদান বলেছেন: ![]()
৩১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২২
বাতি বলেছেন: গানটা ডাউনলোড করতে চাই। এই লিংক থেকে তো ডাউনলোড করতে পারছিনা।
ডাউনলোডের লিংক দেন প্লিজ।
৩২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: সবাইকে বিনয়ের সাথে আন্তরিক ধন্যবাদ ।
@বাতি - এইখানে টিপি দেন ডাউনলোড হইবে Click This Link
৩৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০১
বাতি বলেছেন: অনেক ধন্যবাদ @ বিষাক্ত মানুষ।
৩৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৫
জয়িতা বলেছেন: যাক পোলাটা ফিরে আসছে।
খুশি হইছি।
বাপজান, এইবার নিয়মিত হও প্লিজ। নাইলে...
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪১
নাদান বলেছেন:
তোমারিতো পাত্তা নাই। কতদিন লিখনা। তুমি নিয়মিত হও। নইলে...।
৩৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৩
নতুন বলেছেন: গান... ভালো হয়েছে...
ধন্যবাদ...
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪১
নাদান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৩
েজবীন বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: দোস্তরা ভ্যাভূ চিল্লা ফাল্লা করলেও ভাল্লাগে ।
আররে, আমার বানী এইটা !!!! আমি সেই বাবাআদমের আমলে এইগান শুনে বিমারে ঐ বানীবর্ষন করেছিলুম .... কপিরাইট আইন বলে কি কিছুই রইলনা
নাদু.... হাটে হান্ডি ভাঙার জন্য
খেয়াল করো নাই কেও আমি কোন গানের রিকুশ্ট করলে বিমা দেয় না ... ইহাই কারন![]()
জয়িতা বলেছেন: যাক পোলাটা ফিরে আসছে। খুশি হইছি।বাপজান, এইবার নিয়মিত হও প্লিজ। নাইলে...
নাইলে .... হান্ডি আরো খন্ডিত হইবেক
![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৪
নাদান বলেছেন: বিমারে ধরতে হয় ছাই দিয়ে। তোমারা তো কিছু পারো না। আর আমার সব ষ্টিলের হান্ডি। ভাঙ্গতে পারবা না ![]()
৩৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
নিবেদীতা বলেছেন: নিয়মিত দেখতে চাই আপনাকে। কোথায় চলে যান!?
বিমার কঠিন সাস্তি হওয়া উচিত। ![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৫
নাদান বলেছেন: আমি একটু শীতনিদ্রা দিতে যাই ![]()
আর বিমার কঠিন শাস্তি হওয়া উচিত। আমি আপনার সাথে একমত।
৩৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৪
বুমবুম বলেছেন: বিমার গান!ভাইজান আপনি গাতক শ্রেনীর মইধ্যে পড়েন এইডা তো কুনোদিন ফাস করেন নাই।আজিব তো।এইডা তো জানা আছিল না?
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৬
নাদান বলেছেন: শুধু গায় না ভালো নাচেও ![]()
৩৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১
েজবীন বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৭
নাদান বলেছেন: বোবা হয়ে গেলা? কি বিপদ !!
৪০|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
মুকুল বলেছেন: নাদু, তোমারে পাইয়া কি যে খুশি লাগতেছে। ![]()
বিমা যে গান গায় সেইটা আমি জেরা কইরা আগেই বাইর করছি। কিন্তু সে আমারে প্রমিজ করাইছিলো যে, ব্লগে কাউরে কইতে পারুম না। ভাগ্যিস তুমি এমন প্রমিজ করো নাই! হাটে হাড়ি দেওনের লাইগা থ্যাঙ্কু। ![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫০
নাদান বলেছেন: মুকুল তোমাদের পেয়ে আমিয় খুশি হইছি। ঐ বাংলা সিনেমাতে দেখো না? মেলায় যেয়ে হারিয়ে যায়। বড় হয়ে আবার গান শুনে খুজে পায়
বিমা পিছলাটার কথা বলো না। ওর জন্য পাকেটে সব সময় ছাই রাখি।
৪১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
সাইফুর বলেছেন: নাদুরে ব্যাপক মিস করছি
বিমা তো ছুপা রুস্তম..হে হে হে![]()
দারুন
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫২
নাদান বলেছেন: ছাইফু তুমার চুল দেখে বিলা হয়ে গেছি। তোমাদেরও ব্যাপক মিস করছি।
বিমা এইবার ধরা খাইছে ![]()
৪২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: ![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩
নাদান বলেছেন: ভেটকি দাও ক্যান?
৪৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪০
সুমি বলেছেন: নাদা ভাই বলোছ কি ?
ভাইয়া আসলেই সত্যি ?
কেমন আছিস ভাইয়া----
আসছে ভালবাসার দিনে বোনের স্বাশত স্নেহ মাখা ভালবাসা থাকলো তোর জন্য---
ভাল থাকিস
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৬
নাদান বলেছেন: আমি ভাল আছি আপু। তোর শরীর এখন কেমন? অনেক দিন তোকে ব্লগে দেখি না। তোকে মিস করি অনেক। দোয়া করি তোর জীবনের প্রতিটি দিন ভালবাসা দিবস হোক।
৪৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৯
মিরাজ বলেছেন: নাদান, নিয়মিত লেখা চাই । সবাই কি চমৎকার কবিতা লেখে । আমার পেটে বোমা মারলেও এরকম কবিতা বের হবেনা । ![]()
আমি গানটি শুনতে পারছিনা । লিংক কাজ করছে তবে কোন শব্দ নেই । ![]()
বিমার গান শোনার ইচ্ছে ছিলো ।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪
নাদান বলেছেন: এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করবো মিরাজ ভাই
আপনি জীবনে এক লাইন কবিতা লিখেননি এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু সেগুলো তো আমারদের জন্য নয়, সব ভাবির জন্য
বিমার গান টা নিচের লিংক থেকে ডাউনলোড করে শুনতে পারেন।
http://gaanwala.com/index.php?iref=82988548
৪৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৪
নরাধম বলেছেন: বিমাআআআআআআআআআআআআআআআআআআ................
তোমারে অভিনন্দন। নাদু, বস্ এবার একটু নিয়মিত হও।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬
নাদান বলেছেন: আমি আছি নারদ তোমাগো লগে। যাবো আর কই। বিমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ।
৪৬|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: বিমাাাাাাাাাাাাাাাাাাাাাাা!
এইটা করছে কি ! ফাটায়ালাইছে ! পুরা চুপা রুস্তম !
কন্ঠতো অতিব সৌন্দর্য ! স্যালুট শিল্পি !
নাদু ! কবিতা অত্যাধিক জটিল হইছে ! নিয়মিত লেখা চাই ।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
নাদান বলেছেন: শিপন ভাই বিমারে এইবার ধরে ফেলছি।
আমার আর বিমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
৪৭|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪০
প্রিয়তি বলেছেন: জটিল গান আবার কবিতা...এ যেন চায়ের সঙ্গে টা..![]()
বি:মা ভাইয়ের গানটা খুব ভাল হইছে...এত সোন্দর গলা...আরো গান শুনতে চাই...
আর নাদু-র কবিতা এত ঝড় বাদলার মইধ্যে এত সোন্দর কবিতা লেখ কেমনে?..
ফেন্টাসটিকো..![]()
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৭
নাদান বলেছেন: আমার আর বিমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ![]()
৪৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৯
জয়িতা বলেছেন: নাদুরে ব্যাপক মিস করছ
বিমা পুলাডা বেজায় বদ।হের শাস্তি হওন দরকার।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
নাদান বলেছেন: তোমাদেরকেও অনেক মিস করছি ![]()
বিমা পুলাডা শুধু বেজায় বদ না, ও হচ্ছে বদের খলিফা। দাড়াও ওর ব্যাবস্থা আমি করছি।
৪৯|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬
অচেনা বাঙালি বলেছেন:
ওয়েলকাম বেক নাদু।
বিমারে কি শাস্তি দেওন যায় সেইটা নিয়া মজলিশে শূরার মিটিঙ ডাকা হোক।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৩
নাদান বলেছেন: থ্যাঙ্কু অচু। অতি তারাতাড়ি মজলিশে শূরার মিটিং ডাকা হবে। তবে আমার প্রস্তাব বিমারে পায়ে ঘুংরু পরিয়ে নাচানো হোক।
৫০|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০
বিষাক্ত মানুষ বলেছেন: ![]()
৫১|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১১
বিবর্তনবাদী বলেছেন: নাদান ভাই, এখন কেমন আছেন??
ব্লগে আর মনের মাঝে আমরা আছি আপনার সাথে, আপনিও সঙ্গ দিন আমাদের। অন্তত নিসঙ্গ এই আমাকে। খুব ভাল থাকুন। খুব ভাল লিখুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭
নাদান বলেছেন: এখন ভাল আছি বিবর্তনবাদী ভাই। আপনি কেমন আছেন? আর কেউ না থাকুক না থাকুক আমি আছি আপনার সথে।
৫২|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬
মনের কথা বলেছেন: নাদুরে দেইখা ভালো লাগতেসে.....বিমারে যাবজ্জীবনের ফাঁসী দেওয়া হোক। ফাঁসী হইবো উল্টা কইরা।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০
নাদান বলেছেন: আমার মনের কথা কইছো।
তোমারে দেখেও ভাল লাগছে। নতুন কিছু লিখছো না কেন?
৫৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৩
রাহা বলেছেন: খাড়াও সবাই... আমি নামায়া লই, তার একটু হুইনা লই... তারপর আইতাছি....
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০
নাদান বলেছেন: তারাতারি আসেন ![]()
৫৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭
অচেনা বাঙালি বলেছেন: ঠিক নাদু মিলার রুপবানে নাচে কোমড় দুলাইয়া গানের সাথে বিমা ঘুঙড়ূ পইরা নাচবেক।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
নাদান বলেছেন: ![]()
কিছু খুচরা পয়সা জমাও। বিমার মাথায় ছিটাতে হবে ![]()
৫৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯
পুসকি বলেছেন: নাদান ভাইয়া আপনার কবিতা টা অনেক ভাল লেগেছে আমার![]()
![]()
আর বিষাক্ত ভাইয়া তো জোসস গায় ই...।
স্বপ্নচুড়া ৩ এ বিষাক্ত ভাইয়ার আরেকটা গান আছে "সময়" ওটা শুনিয়েন ......ওটা আরো দারুন![]()
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
নাদান বলেছেন: ধন্যবাদ পুসকি আপু ![]()
৫৬|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫
রাহা বলেছেন: সারছে..হঠাৎ থমকে যাই... একী আমাদের বিমা....খাইছে....
সাবেশ , সাবেশ.....
৫৭|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: @পুসকি - স্বপ্নচুড়া ৩ এ আমার ব্যান্ডের গান আছে । কিন্তু ওটা আমার বন্ধুর গলা, আমি না । আমি তো তখন চলেই আসছি।
@রাহা ভাই - ![]()
৫৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা আগে শুনছি।আবার শুনতেছি।আগে খুব একটা মনোযোগ দিয়া শুনি নাই।বিশু ভাই গাইছে এইটা শুইনাই গানটা ভালো লাগতেছে ![]()
বসের গলা অসাধারন।নাদান ভাইরে অনেক ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
নাদান বলেছেন: বড় ভাইরেও অনেক ধন্যবাদ। ![]()
৫৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
তানজিলা হক বলেছেন: নাদু কবিতাটা অনেক সুন্দর হইছে।![]()
তুমি আর এক বার যদি উধাও হও।
তোমার খবর আছে বইলার রাখলাম
বিমারে কিছু কইলাম না ,কথাটা লুকায় রাখার জন্য।
তবে শোধ নিতে ভুলিব না।![]()
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫
নাদান বলেছেন: ![]()
ধইন্যা পাতা। খবর কি বাংলায় হবে নাকি ইংলিশে?
৬০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭
চিকনমিয়া বলেছেন: ও মেরে বিমা..তুমি কুতায়...খেক খেক খেক
৬১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১১
মৈথুনানন্দ বলেছেন: বাসন্তী কলরের কাঁথা গায়ে দিয়ে ঘুমুলেই তোমার বাসন্তী টাঙ্গা চালাতে চালাতে চলে আসবে? লেজি বোন্স!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৭
নাদান বলেছেন: মৈথু তোমার লেটেষ্ট মডেলের টাঙ্গা থাকলে বাসন্তী এমনি চলে আসবে। আর টাঙ্গা না থাকলে কাথা গায়ে দিয়েই ঘুমুতে হবে। ![]()
৬২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩০
মানুষ বলেছেন: welcome back bro. we love u
৬৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩২
তানজিলা হক বলেছেন: পুরা ইংলিশ খবর হইবে চাইলে বাংলাটাও ফ্রি ![]()
৬৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৩
তারার হাসি বলেছেন:
বিষাক্ত আমি গান টা আগেই শুনেছি, কারণটা আমি পরে তোমাকে বলব।
আবার শুনব তারপর কমেন্ট।
৬৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৫
আউলা বলেছেন: চাচাঝি আমি আসছি তোমার তো এইবার বিয়া দিবোই দিবো 
৬৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৩
বিষাক্ত মানুষ বলেছেন:
@তারার হাসি - আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম
@আউলা - আছিলা বাইদানি হইলা ঘটকি ।
আচ্ছা !!! ঘোটকি মানে জানি কি !!!! ![]()
৬৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
ছায়ার আলো বলেছেন: বিষু... 
৬৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৬
রাগ ইমন বলেছেন: অনেক গুলা ধন্যবাদ , হাটে হাড়ি ভাঙার জন্য । বিমার গান আমি আগে শুনেছি ( কি ভাবে বলা নিষেধ ) । শুনে পুরা পাংখা । কিন্তু ফাজিল প্রতিজ্ঞা করিয়ে নিলো যে ব্লগের কাউকেই বলতে পারবো না ( হি হি হি , বিমা , কেমন জব্দ? )
এই জন্য বিমার ফাঁসি চাই ।
আর নাদানের ৬ মাসের ফাঁসি চাই । (বাকি ৬ মাস শীতনিদ্রা) এমন ঘন ঘন শীত নিদ্রায় যাওয়ার জন্য ।
৬৯|
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
তানজিলা হক বলেছেন: নতুন পোস্ট কই ![]()
৭০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: কিরে কোথায় থাকো?
লেখা কই?
ভালো থেকো।শুভকামনা আর শুভেচ্ছা।
৭১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০০
ছায়ার আলো বলেছেন: বিষু হালারে পিডা! 
৭২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: সবাই আমারে নিয়া মজা করতাছে ।।।
রাগুদি -- হাড়ির খবর কিন্তু আমার কাছেও আছে ।।
ছালু চেতছো ক্যা !!! ![]()
নান্দু নতুন লেখা কৈ !!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮
নাদান বলেছেন: দিতাছি ![]()
৭৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৯
রাহুল বলেছেন: নাদু ভালা আছেন নি?
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৮
নাদান বলেছেন: কেমন আছো রাহুল? আমি আছি মোটামুটি।
৭৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭
মিছা কথা বলেছেন: আলমরী
৭৫|
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: আমি এত্তদিনে দেখলাম এই পোষ্ট ?
কনগ্রাটস বিমা ।
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৯
নাদান বলেছেন: ধন্যবাদ সন্ধ্যাপ্রদীপ।
৭৬|
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮
সামী মিয়াদাদ বলেছেন: আমি এতো দেরীতে খবরটা পাইলাম ক্যান?
নিজের গালে চড় খসাইলাম.....নাদু ভাই, দারুন খবর.....বিমা এতদিন ঘাপ্টি মাইরা ছিলো কেউ কইতেই পারলাম না.....গান নিয়া তাই এতো গবেষনা.....বাসায় গিয়া গানটা শুনমুনে ভালামতো.....
কবিতার ছন্দগুলা ভাল্লাগছে
...
দেরীতে পড়ার জন্য সত্যিই দুঃখিত
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪০
নাদান বলেছেন: অনেক ধন্যবাদ সামী ![]()
৭৭|
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭
নগর বাউল বলেছেন: বিষাক্ত মানুষ ভাইয়ার নতুন গান চাই
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪১
নাদান বলেছেন: বিষাক্ত মানুষ ভাইয়ার নতুন গান চাই
৭৮|
০৩ রা মার্চ, ২০০৮ রাত ২:৩৯
খোলাচিঠি বলেছেন: কি Mr. গায়ক? নতুন কোন গান গেলেন কি?
১১ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪১
নাদান বলেছেন: কি Mr. গায়ক? নতুন কোন গান গেলেন কি?
৭৯|
২০ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৫
আউলা বলেছেন: এই গানটা পরীক্ষার হলে প্রশ্ন খারাপ হইলে মনে আসছিলো একবার ![]()
৮০|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:০২
বিষাক্ত মানুষ বলেছেন: তারমানে গানটা মুখস্থ !!! ![]()
৮১|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:০৩
রুখসানা তাজীন বলেছেন: ওএমজি!!!! বিমা করছে কী? বিমা অতিসত্বর জীবনের বীমা করান। নাইলে ডেইলি এমন গান শুনানের জন্য গলা কাইটা নিয়া আসুম।
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:১৮
নাদান বলেছেন: কাইটা ফেলেন, আমি আছি আপনার সাথে।
৮২|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:০৫
আউলা বলেছেন: জ্বে সেই আমলে মুখস্ত করছিলাম
এখন স্মরণশক্তি হইছে বেঈমান ![]()
৮৩|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:১১
বিষাক্ত মানুষ বলেছেন: রুখসানা তাজীন --- ডরাইসি ![]()
আইলা --- ডেলি খালি পেটে ২বার করে শুনবেন । মুখস্ত থাকবে
৮৪|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২১
আউলা বলেছেন: বিষু সাহেব------দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২৪
নাদান বলেছেন: বিষু সাহেব------দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না
৮৫|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২২
েজবীন বলেছেন: বিমার কবিরাজ "বিমা" .... আউলা যে খালিপেটে গান শুনবো....কিন্তু পেট খালি কেমনে হইবো...??? ![]()
)
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২৫
নাদান বলেছেন: আপনি খিচুরি দাওয়াত পাননি?
৮৬|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২৪
বকলম বলেছেন: গানটা আমার তেমন ভাল লাগে নাই, আমি কি বুইড়া হইয়া গেলাম!??
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২৬
নাদান বলেছেন: চিন্তার কথা।
৮৭|
২০ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৪
েজবীন বলেছেন: বকলম...... বিমারে বলছি যে গানটা....ইংলিশ মিডিয়ামে পড়া পোলাপানদের মতো লাগছে...![]()
![]()
...কিন্তু বিমা প্রচন্ড প্রচন্ড দারুন গায়...![]()
অনেক ভরাট ওর গলা......
৮৮|
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: প্রথমে কবিতা নিয়ে বলি, কষ্টের সাথে কৃতজ্ঞতা মিশে সুন্দর একটা ভাব এসেছে !!! নাদান ভাইকে বুঝেশুনে একটা + !!!
এবার গানটার কথা... পুরো গানটার গিটারের কারুকাজ অসাধারণ ছিল। বিমা-র গলা অনেক ম্যাচিওরড্! শুনলে মনে হয় খুব ভাল কোন গায়কের গলা...মাঝে মাঝে মিউজিকটা গানের ওপর চলে যাচ্ছিল তাই গলা হাল্কা হয়ে এসেছে কিন্তু সবমিলিয়ে খুব ভালো লাগলো! বিমা-র বিনয় দেখে মেজাজ হয়েছে খারাপ! এত ভাল গেয়ে আবার এত্তো বিনয় !!! + !!!
৮৯|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
আইরিন সুলতানা বলেছেন: বিমা'র সাথে ডুয়েট এ্যালবাস করিতে ইচ্ছুক আগ্রহী শিল্পীরা অতি স্বত্তর যোগাযোগ করুন ...![]()
৯০|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪
ভাইরাস! বলেছেন: আমি এত্তদিনে দেখলাম এই পোষ্ট ?
কনগ্রাটস বিমা ।
৯১|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: এই যে... আবার শুরু হৈছে পঁচানি । সাইরেন রে খাইছি
থ্যাংকু @ভাইরাস
৯২|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৩
মুকুট বলেছেন: অভিনন্দন বিমা ভাই!!!! শুনছি.........
ইতিহাস লেটে জানলাম
সামনে আরো এমন কিছুর অপেক্ষায়। লেখকরে ধইন্যা ফাঁস করে দেবার জন্য!!!!
৯৩|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
জেরী বলেছেন: বিমা ভাইকে অভিনন্দন........![]()
দেরীতে পোস্ট টা পড়লাম![]()
৯৪|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
মুকুট বলেছেন: @নাদান, আপনিও নাকি বগড়ার ছোল, এটা কিন্তু বিমাভাই ফাঁস করে দিয়েছে------ ![]()
৯৫|
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
বিষাক্ত মানুষ বলেছেন:
থ্যাংকু মুকুট ।
থ্যাংকু জেরী ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৯
রাশেদ বলেছেন:



যাক পোলাটা ফিরে আসছে।
খুশি হইছি।
বাপজান, এইবার নিয়মিত হও প্লিজ। নাইলে...