নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি পোলাডারে ব্লগে খাইলো...

নাফিস ইফতেখার

অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...

নাফিস ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

একটি সেইরকম (!) কালজয়ী বাংলা গান - ও টুনির মা তোমার টুনি কথা শোনে না B-) :D ;)

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:০১





ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

ওহ্ টুনির মা তুমি টুনিরে বুঝাও না

দিনে-রাতে মিসকল মারে, ফোন করে না

টুনি ইসকুলে যাইবো.....টুনি বারান্দায় আইবো.....

টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো.....

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না



(টুনি আমার জানেরই জান, পরানের পরান

টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান) - ২

টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো

টুনিরে লইয়া আমি বাসর সাজাবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না



(টুনিরে লইয়া জাইমু আমি ফ্যান্টাসি কিংডম

লুকাল বাসে চইড়া যামু, খরচ হবে কম) - ২

টুনি আইস-কিরিম খাইবো, টুনি ঝালমুড়ি খাইবো

টুনিরে লইয়া আমি নৌকা দৌড়াইবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না



(টুনিরে লইয়া যামু আমি ঢাকা-মিরপুর

খাইতে দিমু দেশী চিঁড়া, লগে দিমু গুড়) - ২

টুনি আম্রিকা যাইবো, টুনি মডেলিং করবো

ফরেনার দেইখা তারে টাকা বিলাইবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না



(টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার

টুনির মতো একটি মেয়ে আমার দরকার) - ২

টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো

সুখে-দুখে একই সাথে দিন কাটাবো

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

ওহ্ টুনির মা তুমি টুনিরে বুঝাও না

দিনে-রাতে মিসকল মারে, ফোন করে না

টুনি ইসকুলে যাইবো.....টুনি বারান্দায় আইবো.....

টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো.....

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না

মন্তব্য ৪০ টি রেটিং +১৬/-৬

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:০৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: B-)B-)B-)B-)B-)

২| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:১৮

ইয়েন বলেছেন: টুনি আম্রিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইব.......তা টুনির বাপ কেমন আছেন..... ;) B-) :D

৩| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:১৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার


.............হ +++++++++

৪| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:২০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার


.............হ +++++++++

৫| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:২১

ইয়েন বলেছেন: টুনি আম্রিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইব.......তা টুনির বাপ কেমন আছেন..... ;) B-) :D

৬| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:২৫

পাহাড়ের কান্না বলেছেন: সেইরাম গান। ঐরাম মডেল। সরাসরি প্রিয়তে।

৭| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:২৫

পানকৌড়ি বলেছেন: বুরকা পরা মেয়ে Click This Link আর আমার বড় ভাইয়ের সালি Click This Link গান ২টাও কিন্তু অ্যামি এ্যাওয়ার্ড পাওয়ার মতো গান ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:২৮

পাহাড়ের কান্না বলেছেন: পানকৌড়ির দেওয়া গানগুলা জটিলস।

৯| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩১

মুর্তজা হাসান খালিদ বলেছেন: স্যার! আপনার বল্গে আসাটা ওয়েইট করতাছিলাম :

একটু হেল্পাবেন প্লিজ !!

এটা hp Pavilion dv2700 Notebook হাতে আইছে, পিসিটা সেটাপ মারবার চাইতাছি মাগার সিডি দিলেই কয় হার্ডডিস্ক খুইজা পাইতাছেনা, বায়োস ফিচারেও ঢুকবার পারতাছিনা- F2 চাপলে full feature আসেনা
খুব সমস্যায় পড়ছি : এহন কিভাবে বুট কনফিগারেশনে যামু?

যদি একটু জানাইয়া হেল্পাইতাইন- তাইলে ধইন্যা হইতাম :(( :(( :(( :(( :((

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৪২

নাফিস ইফতেখার বলেছেন: নিচে গুরুজীর কমেন্টটি দেখুন.......

১০| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩২

গুরুজী বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১১| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩২

নক্ষত্রপথ বলেছেন:

১২| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩৩

টেকি মামুন বলেছেন: এই গানটা হাওয়া হাওয়া মুজকো লুটাদে গানের নকল ভার্সন ।হাওয়া হাওয়াটা শুনলেই বুঝতে পারবেন ।

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩৬

নাফিস ইফতেখার বলেছেন: তাইতো!!!

১৩| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৩৫

গুরুজী বলেছেন: @ খালিদ ভাই:

আপনার হার্ডডিস্কটা সাটা এবং আপনি মনেহয় উইন্ডোজ এক্সপি ট্রাই করতেছেন। এক্সপির পুরান ভার্শন গুলাতে ল্যাপটপের সাটা হার্ডডিস্কের যে ড্রাইভার মানে INTEL ICH ড্রাইভার দেওয়া থাকে না, আপনি নতুন কোনো সাটা ড্রাইভার সম্বলিত সিডি দিয়ে ট্রাই করুন। অথবা উইন্ডোজ সেভেন ইন্সটল দেন। অথবা এন-লাইট দিয়া সিডিতে ঐ ড্রাইভার ইনক্লুড করে নেন।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১:৪৩

জেরী বলেছেন: B-) B-) B-)

১৫| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৪

হতাশার স্বপ্ন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৪

নুরুল বলেছেন: নাফিসরে ভালা পাই, পোস্টে মাইনাস :) , এই গান শুনলে মেজাজ খারাপ হই ।

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ২:০৬

নাফিস ইফতেখার বলেছেন: এই গান শুইনা সকাল থেইকা খোশ মেজাজে আছি.......এতা হাসছি যে বলার না! :)

১৭| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:০৭

ভালো মেয়ে বলেছেন: হায়রে কি গান......শুনলে অনেক হাসি পায়......:D :D :D

১৮| ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:১৩

সাকিরা জাননাত বলেছেন: গত বছর দেশে গেলে আমার ছোট্ট খালাতো ভায়ের গলায় ১ম গানটা শুনি।
তারপর নেটে খুজে বের করি ।
ওর কাছ থেকে শুনে শুনে কয়েক দিন গানটা মাথা থেকে নামাতে পারিনি।
গানটা আসলেই খুব মজার , শুনতে ও খারাপ না।
হয়তো বা আদরেরভািটির কাছ থেকে ১মশুনেছি বলে.....:)

১৯| ০৭ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৩

জিগাবেলা বলেছেন: অফটপিকঃ ভাই আপনি কি টরেন্ট ইউজ করেন?

০৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:২৫

নাফিস ইফতেখার বলেছেন: করি......

২০| ০৭ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

জিগাবেলা বলেছেন: আরেকটা কথাঃ আপনি কি উবুন্টু বা উইন্ডোস সেভেন,কোনটা ইউজ করেন?

০৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:২৫

নাফিস ইফতেখার বলেছেন: এক্সপি

২১| ০৯ ই জুলাই, ২০১০ ভোর ৪:২৯

কাঙাল মামা বলেছেন: কালজয়ী গান

২২| ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৩

জিগাবেলা বলেছেন: আপনার দাতা হাতেম তাই... পোস্টটাতে দেখলাম সফটওয়ারের সাধারণ লিঙ্ক দিছেন,মুভিও স্টেজভূতে পাওয়া যায় তাহলে টরেন্টের দরকার কি?

২৩| ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৫

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: জোশ একটা গান B-) B-) B-)

২৪| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এতদিন পরে শুনলেন এটা...
এই গান এলাকার পোলাপন মোবাইলে নেবার জন্য বছরখানে আগে লাইন ধইরা আসত !!!

এই রকম আরো কয়েকটা আছে..
গ্রামবাংলা হিট সিরিজ দিয়ে কয়েকটা পোষ্ট দিমু ভাবছি ।

২৫| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ৯:২১

আমি ভাল আছি বলেছেন: অনেক দিন যাবত খুঁজতেছি...

২৬| ১৩ ই জুলাই, ২০১০ রাত ৮:১৫

জিগাবেলা বলেছেন: ভাই এদিকে তাকান....ভাই এদিকে তাকান....ভাই এদিকে তাকান....

আমার ত্রিডি ম্যাক্স লাগপে।ডাউনলোড লিঙ্কটা দেন

১৪ ই জুলাই, ২০১০ রাত ১:১২

নাফিস ইফতেখার বলেছেন: টরেন্টের সুবিধা অনেক:

১. ফাইল কপিরাইট জনিত কারনে মোছা হয় না।
২. অনেক রেয়ার ম্যুভি টরেন্টে পাওয়া যায় যা আপনি কস্মিনকালেও সাধারণ লিংকে পাবেন না। এগুলোর বেশিরভাগই একটু আগের ম্যুভি।

থ্রি ডি স্টুডিও ম্যাক্সের ভার্শন বলেন.......কোনটা লাগবে.......

২৭| ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪১

জিগাবেলা বলেছেন: আমার পিসির অবস্থা দেখেন...যেটা সবছেয়ে ভাল হয় সেই ভার্শনটাই দিয়েন... :)



বড় করে দেখতেঃ এখানে ক্লিক করেন

আমার হার্ডডিস্কের জায়গা বেশি নাই C ড্রাইভে 6.59 GB এর মত আছে...

২৮| ১৪ ই জুলাই, ২০১০ রাত ৯:০৮

আরশাদ আওসাফ বলেছেন: @জিগাবেলাঃ আপনি নাফিস ভাইয়ের এই পোস্টটা দেখুন পোস্ট অনুযায়ী আপনি গুগলে intitle:"index.of" Autodesk 3ds Max exe লিখে সার্চ দেন...

২৯| ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৯

আমি স্যাম বলেছেন: ভাই, বমি করার কোন ইমো নাই :( :( :( :( এই গান শুনলে জাস্ট বমি আসে X(( X(( X(( X((

৩০| ০২ রা আগস্ট, ২০১০ রাত ১০:৫৬

সাগর চক্রবতী বলেছেন: কলকাতাতেও ব্যাপক চলেছিলো গানটা।

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:০২

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: +

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৩০

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: :#)

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৮

ফাইরুজ বলেছেন: :) :) :) :) :) :)

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৪

আসিফ মুভি পাগলা বলেছেন: টুনির সাথে তো পরিচয় হল। এবার স্যার ওয়েস্টার্ন মিলনের সাথে একটু পরিচিত হলে খুশী হব ।




[yt|hyDBnc-hqUY

৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৪

আসিফ মুভি পাগলা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.