| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।
=====================================
গানের কথাঃ কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে
গায়কঃ জেমস
অ্যালবামঃ নগর বাউল
গানের লিংক (বিষাক্ত মানুষ ভাইয়ার সৌজন্যে)
ছবিটা নিয়েছি এখান থেকে
২|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯
বিহঙ্গ বলেছেন:
হায় হায়, গানের লিংক নাই,
শুনতে বড় ইচ্ছা হয়।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৫
নগর বাউল বলেছেন: লিংক দিয়েছি ভাইয়া ![]()
৩|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: দিলাম Click This Link
থ্যাংকু গানটার জন্য
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩২
নগর বাউল বলেছেন: বিষাক্ত মানুষ ভাইয়াকে অনেক অনেক অনেক ধন্যবাদ। ![]()
ভাইয়া, ছবিটা কেমন দিলাম? ![]()
৪|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: ছবিটার কথাই চিন্তা করছিলাম এতো অল্প সময়ে এতা জোস ম্যাচিং পাইলা কেমনে !!! আমার তো গান টাইপ করতে লাগে ৬ মিনিট ...রিলেটিড ছবি বের করতে লাগে ৬ ঘন্টা ...![]()
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪০
নগর বাউল বলেছেন: ভাগ্য ভাল।সার্চ করেই পেয়ে গেলাম ![]()
৫|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: যাক, ঘুমাবার আগে একটা জোস গান শুনলাম .... আবার থ্যাংকু
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৭
নগর বাউল বলেছেন: আপনাকে থ্যাংকু ![]()
৬|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
নাদান বলেছেন: যাক, শেষ পর্যন্ত গানওয়ালারে কেউ একটা গান ডেডিকেট করছে। +
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৭
নগর বাউল বলেছেন: আপনাকে থ্যাংকু![]()
৭|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: নাদা ..... বাউলায় অনেক আগেই আমারে গান ডেডিকেট কইরা আমারে ঋণ খেলাপী বানায় দিসে ।।
(আমার যখন হাত-পা বান্ধা আছিলো)
৮|
২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৯
রাশেদ বলেছেন: থায়ঙ্কু।
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২২
নগর বাউল বলেছেন: থায়ঙ্কু রাশেদ ভাইয়া![]()
৯|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
মুকুল বলেছেন: গানে গানে ব্লগ সয়লাব ![]()
১০|
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: কেন মুকুল কোন সমস্যা !!!
সমস্যা মনে হইলে "কুনু সমুইস্যা" বাটনে টিপি দেও ![]()
১১|
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩০
মুকুল বলেছেন: বিষু, তুমি দেহি অস্টিলিয়ান সিনড্রমে ভুগতাছো ![]()
১২|
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: হ .... ![]()
ইহা ছোঁয়াচে রোগ ......
১৩|
২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৪
সামী মিয়াদাদ বলেছেন: এইটাতো নগরবাউলেরই গান

২৭ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯
নগর বাউল বলেছেন: ![]()
১৪|
১৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
রাশেদ বলেছেন: ভাইয়া নতুন পোস্ট দেবা না!!
১৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
নগর বাউল বলেছেন: সময় পাই না তো ভাইয়া । পড়তে পড়তেই ব্লগের সময় শেষ ।
![]()
১৫|
১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৯
মিনহাজ রহমান সিয়াম বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৬
নগর বাউল বলেছেন: বিষাক্ত মানুষ ভাইয়া, আমার কাছে গানের লিংক নাই। আপনার কাছে থাকলে দিয়ে দিন।