নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

-এভারগ্রীন নাহিদ-

ফেইসবুক লিংক https://www.facebook.com/nahid.nnc

-এভারগ্রীন নাহিদ- › বিস্তারিত পোস্টঃ

এই টা কোন রাজনৌতিক দলের সমাবেশ ছিলো না। আর কেও উলটা পালটা কথা কইলে মুখ শিলাইয়া দিমু। অনেক হইছে ছাগু রা এই বার ছুপ যা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

যারা বলেন এই টা রাজনৌতিক সমাবেশ তাদের বলব বীরশ্রেষ্ট মতিউর এর স্ত্রী কি রাজনৌতিক লোক? মুক্তিযোদ্ধা আলতাফ এর সন্তান , আজকের জনতার মঞ্চে কে ছিলেন না?

ঢাকাবিশ্ববিদ্যালয় এর ভিসি, জাগাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভিসি ছিলেন ছিলেন ছিলেন তরুন প্রজন্মের জনপ্রিয় লেখক , শিক্ষক মুক্তিযোদ্ধা ডঃ জাফর ইকবাল।।

ছিলেন জনপ্রিয় লেখক আনিসুল ইসলাম, ছিলেন ইমদাদুল হক মিলন।

এসেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম।

এসেছিলেন বঙ্গবন্ধূ শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ভিসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভিসি,

এসেছিলেন শহীদ পরিবার এর সদস্য। এসেছিলেন মুক্তিযোদ্ধারা।

আরে ভাই কে ছিল না?

ছিলো স্বাধীনতার স্বপক্ষের প্রতিটা ছাত্র সংঘটন এর সদস্য।

তেমন ই ছিলো ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি।

আর কিছু ই না। সে ছিলো এক জন সাধারন তরুন হিসেবে ।।তারা সাধারন হিসাবে ছিল, কোন হস্তক্ষেপ, বা ভাষন করতে দেয়া হয় নাই

কিন্তু রাজাকাররা সেটা কে ভিন্ন খাতে প্রভাবিত করেছে।

তাদের কে বলছি সভাস্থলে গত কাল সাহারা খাতুন ,সাজেদা চৌধুর্‌ হানিফ দের মত প্রভাবশালী আওয়ামীলিগ নেতাদের কাল সভাস্থলে কোনো ভাবে মেনে নেয়া হয় নাই। তাই তো বলব কেও আর বলবেন না এই টা রাজনৌতিক কিছু। এই টা গনজাগরন।

এইটা শাহবাগের অগ্নিচত্বর এর আন্দোলন।

জনগনের আন্দোলন। তরুনদের আন্দোলন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

যোগী বলেছেন: যানোয়ার গুলো ঝাপায়া পড়ছে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ছিলো স্বাধীনতার স্বপক্ষের প্রতিটা ছাত্র সংঘটন এর সদস্য।
তেমন ই ছিলো ছাত্রলীগের সভাপতি। তারা সাধারন হিসাবে ছিল, কোন হস্তক্ষেপ, বা ভাষন করতে দেয়া হয় নাই

গনজাগরন ......
জয় বাংলা

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

আমার জন্য লেখা বলেছেন: আইজকা গেলমান গুলানরে সারা রাইত পুন্দামু। ব্যান খাইলে খামু

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

দূরবী৩২১ বলেছেন: ২০১৩ সালের প্রথম বৃষ্টি হলো শাহবাগে মাটি হয়তো ভিজেনি কিন্তু বৃষ্টিতো হলো

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কলাবাগান১ বলেছেন: আরব বসন্ত সেকুলার লোকজনই আরম্ভ করেছিল পরে তা জিহাদি ইসলামিস্টরা ছিনিয়ে নেয় আর এখন মতের অমিল হওয়াতে তিউনিসিয়াতে সেকুলার নেতাকে সালাফিরা খুন করল।

কেউ তো মানা করে নায় বিনপির পক্ষের বুদ্ধিজীবি ইমাজ উদ্দিন, শফিক রেহমান এদের ওখানে যেতে কিন্তু তাদের সেই নৈতিক বলটাই নাই যে তরুনদের মুখোমুখি হ্ওয়া। গতকালও টিভিতে দেখলাম বিনপি ইনাম আহমেদ প্রান্তাকার চেস্টা রাজাকারদের সাফাই গাওয়ার। উনি বলেন আসল যুদ্ধপরাধী পাকিস্তানী সৈন্য তাহলে এখন যাদের ধরা হচ্ছে উনারা নকল মানবতাবিরুধী???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.