| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ছাগু প্রচার করতেছে নাস্তিক রা আন্দলন করতেছে ,এই টা নাস্তিক দের আন্দোলন।
আমি তাদের কে বলব আপনারা লিখেন না কেন মাওলানা থেকে সমাজের সকল স্তরের মানুষ শাহবাগ এ আছে।
দেখেন না কেনো বিভিন্ন মসজিদ থেকে ইমাম রা এসে একাত্ততা প্রকাশ করতেছে যে।
দেখেন না কেনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লোক টা কে যে কিনা সারা দিন শ্লোগান দেয় আজান এর সাথে সাথে নামাজ পড়তে চলে যায়।
আসলে ছাগু রা সাধারন মানুষ এর ব্রেন ওয়াস করতে নেমে পড়েছে।
আমার কয়েক জন কাছের মানুষ কে দেখলাম তাদের ব্রেন ওয়াস করা হয়ে গেছে।
কস্ট হয় তাদের কে বলি কস্ট থেকে এই নিয়া আর কিছু বলি না।
মনে রাখুন এই গুলা সব ই অপ্রপ্রচার।
যারা বলে জামাত শিবির ভাল তাদের বলব একটা বার বলেন তো ইসলামে কই লিখা আছে সাধারন মানুষ এর জান- মাল এর ক্ষতি করা? কাল কে কাওরান বাজার এলাকায় পাব্লিক এর গাড়ী ভাংচুর করছে এই ছাগু রা।
আল্লাহ কি বলে দিছিলেন যে নিজের সার্থে অন্যের মালামাল ক্ষতি কর?
এই জামাত শিবির কখন ও ইসলামিক দল না।
বরং এরা ইসলাম কে ব্যাবহার করে নিজেদের স্বার্থে।
এরা ইসলামের অনেক বড় শত্রু।।
ইসলামের স্বার্থে এদের কে পরিহার করুন।
এখন ই সময় এসেছে এদের প্রতিরোধ করার ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
আবুল হাসান নূরী বলেছেন: জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা গুরু মওদুদীর কয়েকটি ভ্রান্ত আকীদা