![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মহিলা নবী করিম (সাঃ) এর চলার পথে প্রতিদিন কাঁটা দিয়ে রাখতো, একদিন দেখতে পেলেন ওনার পথে কাঁটা নাই। আমাদের প্রিয় নবী তখন চিন্তায় পড়ে গেলেন।
বুড়ি হয়ত অসুস্থ , নবী বুড়ির বাড়ি গিয়ে দেখতে পেলেন যে বুড়ি অসুস্থ , নবীজী তার সেবা যত্ন করলেন।
আমার নবীর পথে যে কাটা দেয় নবী তার অসুস্থতার সময় সেবা করেন।
আর জামাত শিবির নাকি ইসলামিক দল!!!
নিজেদের কে ইসলামিক দল বলতে লজ্বা করে না?
মানুষ এর কস্ট এর কথা না ভেবে হরতাল দেয়। জনজীবন এ আতংক ছড়িয়ে দেয় , বোমা ফাটায়। আসলে জামাত শিবির যে ইসলাম কে ব্যবহার করে নিজেদের সার্থে সেটা আর ও অনেক বেশি পরিস্কার হয়ে গেলো।
ইসলাম কখন ও ধ্বংসাত্বক কাজ কে বৈধ করে নাই।
আর কত ? এই দুনিয়াতে জনগন ছাড়বে না আল্লাহ ও ক্ষমা করবেন না।
কিছু ক্ষন আগে শুনলাম আর্ন্তজাতিক ইসলামী সংঘটন হতে জামাতী ইসলামি বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে ।আজ একটি আর্ন্তজাতিক ইসলামীক সভায় বিশ্বের ১০৫ টি দেশের প্রতিনিধিত্ব কারী আলেমদের মধ্যে ৯৭ জন আলেম জামাতকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন । এর মাধ্যমে জামাত আর্ন্তজাতিক ইসলামিক সংগঠনের পরিচয় হারালো ।।
নিজেদের অস্তিত্ব বিলীন হতে আর কি বাকি আছে।
জামাতে ইসলাম মেইড ইন পাকিস্থান।
জামাতে ইসলাম মেইড ফর পাকিস্থান।
জামাতে ইসলাম মেইড বাই পাকিস্থান।
পাকিস্থানের পেতাত্বারা পাকিস্থানে ফিরে যাও।
৭১ এর বাংলায় রাজাকার এর ঠাঁই নাই।।
লাল সবুজ এর বাংলায় রাজাকার এর ঠাঁই নাকি।।
©somewhere in net ltd.